শুভব্রত মুখার্জি
সেঞ্চুরিয়ান টেস্টে ইতিমধ্যেই ১১৩ রানের বিশাল জয় পেতে সমর্থ হয়েছে বিরাট বাহিনী। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুর্গ হিসেবে পরিচিত সেঞ্চুরিয়ন যেখানে আজ পর্যন্ত কোন এশীয় দল টেস্ট দল জিততে পারেনি সেই মাঠে ঐতিহাসিক টেস্ট জিতে সিরিজে আপাতত বিরাট বাহিনী ১-০ ফলে এগিয়ে। দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে। সেই টেস্ট জিতে প্রথমবার দক্ষꦿিণ 🍰আফ্রিকার মাটিতে সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল। ফলে জোহানেসবার্গে পরিবর্তন হতে পারে ভারতীয় একাদশে। পিচ দেখার পরে ভারতীয় দলে সুযোগ হতে পারে উমেশ যাদবের। অনেকের মতে দলে আসতে পারেন হনুমা বিহারীও।
অধিনায়ক বিরাট বা কোচ দ্রাবিড় স্বাভাবিকভাবেই চাইবেন না জয়ী দলে কোন পরিবর্তন করতে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ওয়ান্ডারার্সের পিচ দেখার পরে ভারতীয় দলে শার্দুলের বদলে জায়গা হতে পারে উমেশের। কারণ জোহানেসবার্গের উইকেটে গতি এবং বাউন্স অন্য সব ২২ গজের তুলনাতে অনেকটাই বেশি। সেকথা মাথায় রেখেই শার্দুলের বদলে উমেশকে খেলানোর ভাবনার কথা অনেকে সামনে এনেছেন। সেক্ষেত্রে অশ্বিনের জায়গায় হন♏ুমা বিহারীকে দলে খেলানো হতে পারে। ফলে এক অতিরিক্ত ব্যাটার এবং চার বোলারে খেলতে পারে ভারতীয় দল।
তবে অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুౠর অধিনায়ক বিরাটের বিশেষ পছন্দের। সেক্ষেত্রে শার্দুলকে দলে রেখে হয়তো অশ্বিনের বদলে উমেশকে খেলানো হতে পারে বলেও অনেকেরম মত। তবে সবটাই নির্ভর করছে ওয়ান্ডারার্সের উইকেটের চরিত্রের উপর। বলা বাহুল্꧅য, জোহানেসবার্গে ভারত আজ পর্যন্ত কোন টেস্ট হারেনি। দেশের বাইরে এককথায় জোহানেসবার্গ ভারতের 'দুর্গ'। আর এই দুর্গতেই দ্বিতীয় টেস্টে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে বিরাট বাহিনী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।