তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত শতরান করেন বিরাট কোহলি। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ৮৫ বলে ব্যক্তিগত সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি। সেই সুবাদে কোহলি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঘাড়ের🌊 কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির এটি ৪৬ নম্বর শতরান। সচিন তেন্ডুলকর ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ৪৯টি সেঞ্চুরি করেছেন♔। সুতরাং, ওয়ান ডে সেঞ্চুরির নিরিখে সচিনকে ছুঁয়ে ফেলতে বিরাটের দরকার মাত্র 💯৩টি শতরান।
তিন ফর্ম্যাট মিলিয়ে সচিনের ১০০টি সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার দৌড়ে আরও এক পা এগিয়ে গেলেন বিরাট। সার্বিকভাবে কোহলির এটি কেরিয়ারের ৭৪ নম্বর শতরান। সুত💛রাং তেন্ডুলকরের থেকে এখনও ২৬টি সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন বিরাট।
উল্লেখযোগ্য বিষয় হল, গ্রিনফিল্ডে সেঞ্চুরি করার পথে কোহল💫ি ওয়ান ডে কেরিয়ারে রান সংখ্যার নিরিখে সার্📖বিক তালিকার পাঁচ নম্বরে উঠে আসেন। তিনি টপকে যান শ্রীলঙ্কার প্রাক্তন দলনায়ক মাহেলা জয়াবর্ধনেকে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহিলর থেকে বেশি রান করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সা𝓡ঙ্গাকারা, রিকি পন্টিং ও জয়সূর্য।
গ্রিনফিল্ডে বিরাট কোহলি ১৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকেন। 💖ফলে ২৬৮টি ওয়ান ডে ম্যাচের ২৫৯টি ইনিংসে কোহলির ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ১২৭৫৪ রান। জয়াবর্ধনে ৪৪৮টি ওয়ান ডে ম্য়াচের ৪১৮ট🎃ি ইনিংসে ১২৬৫০ রান সংগ্রহ করেছেন।
ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহ করা ছয় ব্যাটসম্যান:-১. সচিন তেন্ডুলকর: ৪৬৩ ম্যাচের ৪৫২টি ইনিংসে ১৮৪২৬ রান।২. কুমার সাঙ্গাকারা: ৪০৪ ম্যাচের ৩৮০টি ইনিংসে ১৪২৩৪ রান।৩. রিকি পন্টিং: ৩৭৫ ম্যাচের ৩৬৫টি ইনিংসে ১৩৭০৪ রান।৪. সনৎ জয়সূর্য: ৪৪৫ ম্যাচের ৪৩৩টি ইনিংসে ১৩৪৩০ রান।৫. বিরাট কোহলি: ২৬৮ ম্যাচের ২৫৯টি ইনিংসে ১২৭৫৪ রান।৬. মায়েলা জয়াবর্ধনে: ৪১৮ ম্যাচের ৪১৮টি ইনিংসে ১২৬৫০ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।