চেয়েছিলেন স্কুপ শটে উইকেটের পিছনে বাউন্ডারি মারতে। তবে বল চলে যায় সামনে বোলারের হাতে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শুভমন গিল কার্যত কাইল মায়ের্সকে ক্যাচ পღ্র্যাক্টিꩵস দিয়ে সাজঘরে ফেরেন।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হেলে-দুলে রান নিতে গিয়ে নিজের ভুলেই রান-আউট হতে হয় গিলকে। এবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খারাপ শট খেলতে গিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো উইকেট দেন তিনি। বড𝄹় রান তাড়া করার সময় গিলের এভাবে উইকেট ছুঁড়ে দেওয়া নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
আরও পড়ুন:- IND vs WI 2nd ODI: দম বন্ধ💫 করা জয়, ছক্কা হাঁকিয়ে ভারতকে সিরিজ জেতালেন অক্ষর প্যাটেল
ছন্দে ছিলেন গিল। ধাওয়ানকে সমস্যায় দেখালেও শুরু থেকেই সাবলীলভাবে রান সংগ্রহ করছিলেন তিনি। শিখর আউট হওয়ার পরে গিলের কাছ থেকে বড় ইনিংস আশা করছিল দল। তবে ১৫.৪ ওভারে মায়ের্সের বলে অযথা ঝুঁকি নিতে গিয়ꦉে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে গিল ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ৪৩ রান করেন।
যদিও ভারত শেষমেশ ২ বল বাকি থাকতে ২ উইকেটের ব্ꦍযবধানে ম্যাচ জিতে যায়। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৩১১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩১২ রান সংগ্রহ করে নেয়। সেই সঙ্গে ১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জ🌄য় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।