ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, সিনিয়র ব্যাটার বিরাট কোহলি, ঋষভ পন্ত, তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া𝔍, অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বদলে রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, ইশান কিষাণরা নিজেদের প্রমাণ করার একটি সুযোগ পেয়ে গিয়েছেন। আর রোহিত না থাকায়, এ𒐪ই সিরিজে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। তবে এই সিরিজ রুতুরাজ, ইশানদের মতো তরুণদের কাছে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।
৩৬ বছরের শিখর ধাওয়ান ন💟িঃসন্দেহে ওপেন করবেন। তবে 𒈔তিনি কেমন ফর্মে থাকেন, সেটার দিকে সকলের নজর থাকবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে তিনি সে ভাবে নজর কাড়তে পারেননি। এ বার তাঁর নিজেকে প্রমাণ করার পালা।
আরও পড়ুন: প্রথম ODI-এর আগে বাধ স🐟াধল বৃষ্টি, ইন্ডোর অ♐নুশীলন করতে বাধ্য হন শিখররা
টপ অর্ডারে রুতুরাজ গায়কোয়াড় বা শু🎃ভমান গিলের মতো কেউ এ🐠কজন শিখরের সঙ্গে ওপেন করবেন। ওপেনিং জুটি ডান-বাম সমন্বয় অবশ্য ভারত বজায় রাখতে চাইবে। তার পর সম্ভবত সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, দীপক হুডা এবং সূর্যকুমার যাদবরা মিডল অর্ডারকে সমৃদ্ধ করবেন। এই দলে ইশান কিষাণ নিজেও চাইবেন একাদশে জায়গা করে নিতে। এ ছাড়া স্যামসন বা ইশান দলের উইকেটরক্ষকও হতে পারেন।
আরও পড়ুন: রাহুল কোভিড পজিটিভ হওয়ার পর ফ✨ের ধাক্কা ভারতীয় শিবিরে, ODI সিরিজে অনিশ্চিত জাদেজা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।