যেভাবে ব্যাট করছিলেন, সেঞ্চুরি বাঁধা দেখাচ্ছিল। ভাগ্যও সঙ্গ দেয় বিরাট কোহলিকে। ২ বার জীবনদান পাওয়া বিরাট প্রায় ৫ বছর পরে বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করতে পারেন বলে যখন মনে হচ্ছিল, হঠাৎই আউট হয়ে বসেন কোহলি। শতরান হাতছাড়া করলেও ৫টি বাউন্ডারির সাহায্যে ১৮২ বলে কো🌳হলির ৭৬ রানের ইনিংসটি ভারতকে ৪০০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করে।
কোহলি আউট হওয়ার কিছুক্ষণ পরেই ভারত ৫ উইকেটে ৪২১ রানের মাথায় ত꧒াদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানে অল-আউট করা ভারত ২৭১ রানের বিশাল লিড নিয়ে ব্যাট ছেড়ে দেয়।
স্বাভাবিকভাবেই ম্য়াচের রাশ ছিল ভারতের হাতে। দল সুবিধাজনক অবস্থায় ছিল। নিজে রান পেয়েছেন। এমন খুশির মুহূর্তে কোহলিকে নিতান্ত খোশমেজাজে দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বিরাটকে গান💟ের তালে মাঠের মধ্যেই গা দোলাতে দেখা যায়।
এমনিতে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন, গ্যালারিতে রীতিমতো উৎসবের মেজাজ চোখে পড়ে বরাবর। অন্যথা হয়নি এবারও। অল্প সংখ্যক যে সব দর্শক খেলা দেখতে মাঠে আসেন, নাচে-গানে মেতে থাকতে দেখা🎶 যায় তাঁদের। লাউড স্পিকারে বলিউডের জনপ্রিয় সব গানও বাজতে শোনা যায়। কোহলিকে নিজের খেয়ালেই গানের তালে মাঠের মধ্যে নাচতে💞 দেখা যায় বেশ কিছুক্ষণ।
যদিও ম্যাচের মাঝে মাঠে♐র মধ্যে কোহলির নাচ এই প্রথম নয়। বরং এর আগেও বহুবার কোহলিকে উৎসবমুখর আবহ উপভোগ করতে দেখা গিয়েছে। ডমিনিকায় কোহলির আগে ঠিক তাঁর মতো করেই নাচতে দেখা গিয়েছে শুভমন গিলকেও।
আরও পড়ুন:- IND vs WI: সৌরভের রেকর্ড চ🦹ুরমার করলেও যশস্বী অল্পের জন্য টপকাতে পারলেন না ধাওয়ানকে
ভারত অবশ্য তৃতীয় দিনেই প্রথম টেস্ট জিতে নেয়। প্রথম ইনিংসের নিরিখে বিশাল ব্যবধানে ﷺপিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানে অল-আউট হয়ে যায়। এক ইনিংস ও ১৪১ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।
রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে তুলে নেন আরও ৭টি উইকেট। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে মোট ১২টি উইকেট নিন তিনি। তা সত্ত্বেও অশ্বিনকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যশস্বী জসওয়াল। টেস্ট অভিষেকে ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮৭ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদেই প⛎্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তোলেন যশস্বী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।