একে তো অস্ট্রেলিয়ার𒉰 কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে ভারতকে। টিম ইন্ডিয়ার সেই ক্ষতের জ্বালা দ্বিগুণ হল ম্যাচ রেফারির সিদ্ধান্তে। ডব্লিউটিসি ফাইনালে হারের পরের দিনই বড়সড় দুঃসংবাদ উড়ে এল ভারতীয় শিবিরে। ওভালে স্লো ওভার-রেটের দায়ে আইসিসির বড়সড় শাস্তির মুখে পড়তে হল টিম ইন্ডিয়াকে।
ওভালে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ভারত। সব দিক বিবেচনার প๊রেও ৫ ওভার পিছিয়ে ছিলেন রোহিত শর্মারা। ফলে ভারতীয় ক্রিকেটারদের আর্থিক জরিমানার মুখে পড়তে হয়। জরিম𒁏ানার পরিমাণ নেহাৎ কম নয়। আইসিসির সিদ্ধান্তে ঘোর বিচলিত হতে পারেন ভারতীয় তারকারা।
কেননা ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র পুরো টাকাই কেটে নিয়েছে আইসিসি। অর্থাৎ, পাঁচ দিন মাঠে ঘাম ঝরিয়ে পার🍌ি✱শ্রমিক হিসেবে ভারতীয় ক্রিকেটারদের পকেটে ঢুকবে ঘোড়ার ডিম। এক টাকাও জমা পড়বে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
আইসিসির কোড অফ কন্ডাক্টে❀র ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের। সেই অনুযায়ী ৫ ওভার পিছিয়ে থাকার জন্য (৫x২০) ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০০𓃲 শতাংশ জরিমানা করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, ফাইনাল ম্যাচ বলে আরও একটি দলগত শাস্তির হাত থেকে রেহাই পেয়েছে ভারত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশি🅰প প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট করে কেটে♛ নেওয়ার শাস্তিবিধান রয়েছে। অর্থাৎ, ফাইনাল না হয়ে এটি যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগের ম্যাচ হতো, তাহলে ক্রিকেটারদের জরিমানার পাশাপাশি ভারতীয় দলের ৫ পয়েন্ট কাটা যেত।
শুধু ꦛভারতই নয়, ওভালে একই দোষ করে অস্ট্রেলিয়াও। তারাও নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি। সব দিক বিবেচনার পরে ৪ ওভার পিছিয়ে ছিলেন প্যাট কামিন্সরা। সুতরাং, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ম্যাচ ফি-র (꧑৪x২০) ৮০ শতাংশ জরিমানা করা হয়। সুতরাং, জলপানির মতো নামমাত্র ২০ শতাংশ ম্যাচ ফি-তেই সন্তুষ্ট থাকতে হচ্ছে অজি তারকাদের।
আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ম্যাচের শেষে ভারত ও অস্ট্রেলিয়া, দু'দলের শাস্তিবিধান করেন। ক্যাপ্টেন রোহিত ও কামিন্স অপরাধ স্বীকার করে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারি🍒ংয়ের প্রয়োজন পড়েনি।
উল্লেখযোগ্য বিষয় হল, দেশের হয়ে টেস্ট খেলে আয় করার বদলে শুভমন গিলকে বাড়ি ❀থেকে টাকা দিতে হবে। কেননা ওভালে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য গিলের বাড়তি ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। অর্থাৎ, দলের স্লো ওভার-রেটের জন্য় গিলের ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগতভাবে আচরণবিধি ভঙ্গের জন্য আরও ১৫ শতাংশ ম্য়াচ ফি জরিমানা দিতে হবে তাঁকে। সার্বিকভাবে গিলের জরিমানা হয়েছে ম্যাচ ♏ফি-র ১১৫ শতাংশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।