মিশন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পার্থে পৌঁছে গেল ভারতীয় দল। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে সেটাই জানিয়েছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর জন্য ৬ অক্টোবর 🍸অস্ট্রেলিয়া🍌য় উড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া সরাসরি পার্থের উদ্দেশ্যে রওনা হয়েছে যেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। ৭ অক্টোবর নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পার্থের একটি ছবি পোস্ট করেছেন রোহিত শর্মা।
আরও পড়ুন… যুবরাজের মতꦺো সঞ্জুরও ছয় বলে ছয় ছক্কা মারার ক্ষমতা রয়েছে- ডেল স্টেইন
এই দুটি প্রস্তুতি ম্যাচই বিসিসিআই নিজেই আয়োজন করেছে। 🃏এই দুটি ম্যাচ ১০ 💧ও ১২ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় বিসিসিআইয়ের কাছে আরও দুটি প্রস্তুতি ম্যাচ চেয়েছিলেন। যাতে খেলোয়াড়রা পার্থের পিচের অবস্থা ভালোভাবে জানতে পারা যায়।
এদিকে ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে 🅘বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… IND vs SA: ৮ ওভারে ৮৯ রান! একদিনের ক্রিকেটে একাধিক লজ্জার রেকর্ড গড়লেন📖 শামসি
এর পরে টিম ইন্ডিয়াকে আই🐠সিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। এই দুট♕ি প্রস্তুতি ম্যাচই ১৭ ও ১৯ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতে ১৫ বছরের খরার অবসান ঘটাতে চায়। ২০০৭ সাল থেকে ভারত কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি।
প্রস্তুতি ম্যাচের সময়সূচী:
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ: ১০ অক্টোবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ: ১২ অক্টোবর
ভারত বনাম অস্ট্রেলিয়া: ১৭ অক্টোবর
ভারত বনাম নিউজিল্যান্ড: ১৯ অক্টোবর
আইসিসি ২০২২ টি টোয়🦩েন্টি বিশ্বকাপে ভারতের অফিসিয়াল সময়সূচী🧔:
২৩ অক্টোব🦹র - ভারত বনাম পাকি🔴স্তান, মেলবোর্ন, দুপুর ১.৩০
২৭ অ♛ক্টোবর - ভারত বনাম গ্রুপ এ রানার্স আপ, সি🥀ডনি, দুপুর ১২.৩০
৩০ অক্টোবর - ভারত বনাম দ꧃ক্ষিণ আফ্রিকা, পার্থ, বিকাল ৪.৩০
২ নভেম্বর - ভারত বনাম বাংলাদেশ, অ🔯্যাডিলেড, দুপুর ১.৩০
৬ নভ🐟েম্বর - ভারত বনাম গ্রুপ বি বিজয়ী, মেলবোর্ন, দুপুরಌ ১.৩০
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।