শুভব্রত মুখার্জি: মঙ্গলবার কটকের বরাবটি স্টেডিয়ামে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। এই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। বাংলাদেশ দলকে ৭ উইকেটে হারিয়ে দেয় তাঁরা। ফলে দৃষ্টিহীন🥂দের চলতি তৃতীয় টি-২০ বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। এদিন টসে জিতে ভারতীয় দল ফিল্ডিং নিয়েছিল।
আরও পড়ুন… বুড়ো হাড়ে ভেল্কি, টি২০-তে বড় নজির শোয়েব মালিকের, সামনে 💯শুধু গেইল
ব্যাট করতে নেমে প্রথমেই সমস্যায় পড়ে যায় বাংলাদেশ দল। প্রথম তিন ওভারের মধ্যেই আউট হয়ে যান তাঁদের দুই ওপেনার। এদিন সলমন এবং আবিদ প্রথমেই সাজঘরে ফিরে যান।ꦛ বাংলাদেশ অধিনায়ক মহম্মদ আসিকুর রহমান এরপর জুটি বাঁধেন মহম্মদ আরিফের সঙ্গে। তাঁরা দুজনে জুটি বেঁধে দলকে লড়াইতে ফেরান। তৃতীয় উইকেটে তাঁরা দুজনে ৮৪ রান যোগ করেন। ১৩তম ওভারে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৩৩ রান করে রান আউট হয়ে যান আরিফ। এরপর অধিনায়ক আসিকুরের সঙ্গে ২২ গজে যোগ দেন তানজিল। ইনিংসের শেষ ওভার পর্যন্ত তাঁরা উইকেটে টিকে ছিলেন। জুটিতে তাঁরা ৬১ রান তোলেন। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৬৬ রান। ইনিংসের একেবারে শেষ বলে আউট হয়ে যান আসিকুর রহমান। তিনি ৫৩ বলে ৭৫ রান করে আউট হয়ে যান। তানজিল ২০ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন… ছেঁড়া ব্যাগি গ্রিন পরে সমালোচিত, ‘♈ভিলেন’ ইঁদুরকে দুষলেন স্টিভ স্মিথ!
১৬৭ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় ওপেনাররা দারুণ🍬 শুরু করেন। টি দুর্গা রাও ও নকুলা বদানায়েক মাত্রౠ ৮.৩ ওভারেই স্কোরকে পৌঁছে দেন ৯৫ রানে। ২৪ বলে ৩৬ রান করে আউট হয়ে যান নকুলা। দুর্গা রাও ঝড়ের গতিতে ৭৩ রানের একটি ইনিংস খেলে দলের জয়ের পথ প্রশস্ত করেন। ১২তম ওভারে তিনি রিটায়ার্ড আউট হন। ততক্ষণে ভারতের জয়ের জন্য আল মাত্র ১৫ রান দরকার ছিল। অধিনায়ক অজয় কুমার রেড্ডি এবং সুনীল রমেশ ভারতের জয় সুনিশ্চিত করেন। মাত্র ১৩.১ ওভারেই ম্যাচ জিতে যায় ভারতীয় দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।