শুভব্রত মুখার্জি: চলতি কমনওয়েলথ গেমসে লন বোলসে অভূতপূর্ব পারফরম্যান্স করছে ভারতীয় দল। সেই ধারাকে অব্যাহত রেখে মেন্স ফোর লন বোলসের ফ༒াইনালে ভারত পৌঁছেও গিয়েছিল। তবে শেষ রক্ষা হল না। ফাইনালে লড়াই করেও নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারতে হল ভারতকে। ফলে লন বোলস থেকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে। ফলে চলতি কমনওয়েলথ গেমসে এই মুহূর্তে ভারতের পদকসংখ্যা দাঁড়াল ২৯। যার মধ্যে রয়েছে ৯টি সোনা, ১১টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ পদক।
আরও পড়ুন: হতাশা নেই, হয়ত ♚খামতি রয়েছে: টি-২০ দলে সুযোগ না পেয়ে বললেন ধাওয়ান
প্রসঙ্গত চলতি গেমসে এটি লন বোলসে ভারতের দ্বিতীয় পদক। সুনীল বাহাদুর (লিড), নভনীত সিং (দ্বিতীয়), চন্দন কুমার সিং (তৃতীয়) এবং দীনেশ কুমার (স্কিপ) সমৃদ্ধ ভারতীয় দল গেমস থেকে দেশকে লন বোলসে এনে দিলেন রুপো। নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ১৮-৫ ফলে হারতে হল ভারতীয় দলকে। উল্লেখ্য বৃহস্পতিবারেই ইতিহ🔴াস গড়েছিল ভারতীয় ওমেন্স ফোর লন বোলস দল। তারা ভারতের ইতিহাসে কমনওয়েলথ গেমসের মঞ্চে লন বোলস থেকে প্রথ🌳ম সোনা এনে দিয়েছিল দেশকে। দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ ফলে ফাইনালে হারিয়েছিল তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।