১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে টিম ইন্ডিয়া, তার আগে ১২ ডিসেম্বর অর্থাৎ রবিবার মুম্বইয়ে একত্রিত হবে দল। আর সেখানেই দেখা হবে বিরাট কোহলি ও রোহিত শর্মার। একদিনের ক্রিকেট দলের অধিনায়ক এবং টেস্ট দলের সহ-অধিনায়ক হওয়ার প⛄র আজই প্রথমবার ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দেখা করবেন রোহিত শর্মা। এই সাক্ষাৎ নিয়ে সকলেই বেশ আগ্রহী। দুই ক্রিকেটারের সাক্ষাতের অপেক্ষায় গোটা ক্রিকেট মহল। বিসিসিআইয়ের এক আধিকারিক ইনসাইডস্পোর্টসকে বলেছেন, ‘খেলোয়াড়রা আজ মুম্বইয়ে জড়ো হবে। এতে যুক্ত থাকবেন রোহিত ও বিরাটও। তা🙈রা জৈব-সুরক্ষিত বলয়ে প্রবেশ করবে এবং ১৬ ডিসেম্বর জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবে।’
বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়াও দক্ষিণ আফ্রিকায় যাওয়া বাকি খেলোয়াড়রাও এদিন মুম্বইয়ে জড়ো হবেন। মুম্বইতে গোটা দল একত্রিত হওয়ার পর, ভারতীয় দলকে আগামী তিনদিন টিম হোটেলেই কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর দক্ষিণ আফ্রিকাতেও দলটি কোয়ারেন্টাইনে থাকবে এবং বায়ো-বাবলেই অনুশীলন করবে। টিম হোটেলে যাওয়ার আগে নিজের ইনস্টাগ্রামে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করে বিদায় জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। পূজারা লিখে𒁏ছেন, ‘অন্য সফর শুরু হওয়ার আগে বাড়িতে শেষ দিন! আ🎃মরা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, কিন্তু তাদের দুজনকেই মিস করব।’
দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া তিনটি টেস্ট এবং একটি ওয়ানডে সিরিজ খেলবে। ভারতীয় দল এখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি এবং এমন পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও এই সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় দল ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে এবং তৃতীয় ও শেষ টেস্ট ১১ জানুয়ারি থেকে ꧙শুরু হবে। বিরাটের নেতৃত্বে ভারত সম্প্রতি নিউজিল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।