HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য 🥃‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: শেষ ওভারের থ্রিলারে দুরন্ত জয় কোহলিদের, সিরিজে সমতা ফেরাল ভারত

IND vs ENG: শেষ ওভারের থ্রিলারে দুরন্ত জয় কোহলিদের, সিরিজে সমতা ফেরাল ভারত

ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব। বল হাতে দুরন্ত হার্দিক।

হার্দিক ও সূর্যকুমারকে অভিনন্দন কোহলির। ছবি- বিসিসিআই।

৫ ম্যাচের টি-২০ সিরিজে ইংল্যান্ড এগিয়ে রয়েไছে ২-১ ব্যবধানে। সিরিজে সমতা ফেরাতে হলে চতুর্থ ম্যাচে জিততেই হবে টিম ইন্𝓡ডিয়াকে। কোহলিরা হারলে সিরিজ জিতে যাবে ইংল্যান্ড। সুতরাং ভারতের কাছে এটি ডু-অর-ডাই ম্যাচ।

18 Mar 2021, 11:40 PM IST

ম্যাচের সেরা সূর্যকুমার

৩♑১ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস🐟ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সূর্যকুমার যাদব।

18 Mar 2021, 11:31 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

শার্দুল ঠাকুর ৪২ রানে ৩টি উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ৪ ওভারে♍ মাত্র ১৬ রানে ২ উইক♒েট দখল করেন। ৩৫ রানে ২ উইকেট নেন রাহুল চাহার। ৩০ রানে ১ উইকেট ভুবনেশ্বরের। ৪ ওভারে ৫২ রান খরচ করেও উইকেট পাননি ওয়াশিংটন।

18 Mar 2021, 11:29 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

জেসন রয় ৪০, বাটলার ৯, মালান ১💧৪, বেয়ারস্টো ২৫, স্টোকস ৪৬, মর্গ্যান ৪, কারান ৩, জর্ডন ১২, আর্চার অপরাজিত ১৮ রান করেন।

18 Mar 2021, 11:19 PM IST

সিরিজ ২-২

চতুর্থ টি-২০ ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরাল টিম ইন্ডিয়া। সিরিজের শ🎃েষ ম্যাচ কার্যত ফাইনালের রূপ নিল।

18 Mar 2021, 11:16 PM IST

ম্যাচ জিতল ভারত

ভারতের ৮ উইক🎃েটে ১৮৫ রানের 𒈔জবাবে ইংল্যান্ড ২০ ওভারে আটকে যায় ৮ উইকেটে ১৭৭ রানে। ভারত ৮ রানের উত্তেজক জয় তুলে নেয়।

18 Mar 2021, 11:15 PM IST

ইংল্যান্ড ২০ ওভারে ১৭৭/৮

ইংল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটের🎀 বিনিময়ে ১৭৭রান তোলে। ꦬ;

18 Mar 2021, 11:15 PM IST

জর্ডন আউট

শে♒ষ ওভারের পঞ্চম বলে জ♛র্ডনকে ফিরিয়ে দিলেন শার্দুল। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করে পান্ডিয়ার হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১৭৭ রানে ৮ উইকেট হারায়।

18 Mar 2021, 11:13 PM IST

২ বলে দরকার ৯ রান

১ 💟রান নিলে🧸ন আর্চার। ২ বলে দরকার ৯ রান। স্ট্রাইকে জর্ডন।

18 Mar 2021, 11:12 PM IST

৩ বলে দরকার ১০

ফের ওয়াইড বল করলেন ঠাকুর। ৩ বলে দরকার ১০।

18 Mar 2021, 11:11 PM IST

৩ বলে দরকার ১১

ওয়াইড বল করলেন শার্দুল। ৩ বলে দরকার ১১।

18 Mar 2021, 11:11 PM IST

৩ বলে দরকার ১২ রান

প্রয়োজন ২৩। শেষ ওভারের প্রথম 🍌বলে জর্ডন ১ রান নেন। শার্দুলের দ্বিতীয় বলে আর্চার ৪ মারেন।তৃতীয় বলে ছক্কা হাঁকান। সুতরাং ৩ বলে জয়ের জন্য ১২ রান দরকার ইংল্যান্ডের।

18 Mar 2021, 11:06 PM IST

১৯ ওভারে ইংল্যান্ড ১৬৩/৬

১৯ ওভার শেষে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৬৩ ꦫরান তুলেছে। জয়ের জন্য শেষ ওভারে দরকার ২৩ রান। জর্ডন ১১ ও আর্চার ৭ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 11:00 PM IST

স্যাম কারান আউট

১৮তম ওভারের শেষ বলে হার্দিক পান্ডিয়া তুলে নেন স্যাম কারানের উইকেট। ৫ বলে ৩ রা𓆏ন করে বোল্✃ড হন তিনি। ইংল্যান্ড ১৫৩ রানে ৭ উইকেট হারায়। জয়ের জন্য ২ ওভারে ৩৩ রান দরকার ব্রিটিশদের।

18 Mar 2021, 10:53 PM IST

১৭ ওভারে ইংল্যান্ড ১৪৭/৬

১৭ ওভার শেষে ইংল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। জয়ের জন্য ৩ ওভারে প্রয়োজন ৩৯ রান। জর্ডন ৬ ও স্যাম কারান ১ রানে ব🦄্যাট করছেন।

18 Mar 2021, 10:47 PM IST

মর্গ্যান আউট

স্টোকসক✨ে ফেরানোর পরের বলেই মর্গ্যানের উইকেটটিও তুলে নেন ঠাকুর। ৬ বলে ৪ রান করে ওয়াশিংটনের হাতে ধরা দেন ইংল্যান্ড অধিনায়ক। ব্রিটিশরা ১৪০ রানে ৬ উইকেট হারায়।

18 Mar 2021, 10:47 PM IST

স্টোকস আউট

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন স্টোকস। ১৭তম ওভারের প্রথম বলে স্টোকসকে ফেরান শার্দুল। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪৬ রান করে সূ🦹র্যকুমারের হ♕াতে দরা দেন ব্রিটিশ অল-রাউন্ডার। ইংল্যান্ড ১৪০ রানে ৫ উইকেট হারায়।

18 Mar 2021, 10:37 PM IST

বেয়ারস্টো আউট

১৫তম ওভার চাহারের পঞ্চম বলে ওয়াশিংটনের হাতে ধরা পড়লেন বেয়ারস্টো। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান করে আউট হন তিনি। ইংল্যান্ড ১৩১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মর্গ্যান। ১৫ ওꦕভারে ইংল্যান্ড ১৩২/৪। ৫ ওভারে জয়ের জন্য দরকার ৫৪ রান।

18 Mar 2021, 10:30 PM IST

১৪ ওভারে ইংল্যান্ড ১১৮/৩

ওয়াশিংটন সুন্দরের ওভারে ১৮ রান তুলল ইꦏংল্যান্ড ১৪ ওভার শেষে ব্রিটিশরা ৩ উইকেটের বিনিময়ে ১১৮ রান ಞতুলেছে।

18 Mar 2021, 10:24 PM IST

ইংল্যান্ড ১০০

ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে চাহারকে ছক্কা হাঁকিয়ে 𒊎ইংল্যান্ডকে দলগত ১০০ রানে পৌঁছে দেন স্টোকস।

18 Mar 2021, 10:22 PM IST

১২ ওভারে ইংল্যান্ড ৯১/৩

১২ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে। স্টোকস ২০ ও বেয়ারস্টো ৬ রানে ব্যাট কꦚরছেন।

18 Mar 2021, 10:12 PM IST

১০ ওভারে ইংল্যান্ড ৭১/৩

১০ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের💞 বিনিময়েඣ ৭১ রান তুলেছে।

18 Mar 2021, 10:06 PM IST

জেসন রয় আউট

ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার পঞ্চম বলে সূর্যক𝄹ুমার যাদবের হাতে দরা পড়লেন জেসন রয়। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪০ রান করে ক্রিজ ছাড়েন জেসন। ইংল্যান্ড ৬৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতু🐽ন ব্যাটসম্যান বেন স্টোকস।

18 Mar 2021, 09:58 PM IST

মালান আউট

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ডেভিড মালানের উইকেট তুলে নিলেন রাহুল চাহা🔯র। অষ্টম ওভারের পঞ্চম বলে মালানকে বোল্ড করেন তিনি। ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ তারকা। ইংল্🔯যান্ড ৬০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

18 Mar 2021, 09:56 PM IST

ইংল্যান্ড ৫০

সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণไ্ডি ট🐻পকে যায় ইংল্যান্ড। ৭ ওভার শেষে ইংল্যান্ড ৫৬/১।

18 Mar 2021, 09:46 PM IST

৬ ওভারে ইংল্যান্ড ৪৮/১

পাওয়✨ার প্লে'র ৬ ওভারে ইংল্যান্ড ১ 💫উইকেটের বিনিময়ে ৪৮ রান তুলেছে। জেসন রয় ৩৩ ও মালান ৫ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 09:42 PM IST

ক্যাচ ছাড়লেন শার্দুল

পঞ্চম ওভারে হার্দ🥀িকের পঞ্চম বলে শর্ট থার্ডম্যানে মালানের ক্যাচ ছাড়েন শার্দুল। ইংল্যান্ড ৫ ওভার শেষে ১ উইকেটে ৩১ রান তুল⭕েছে। জেসন রয় ১৭ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 09:40 PM IST

৪ ওভার শেষে ইংল্যান্ড ২৮/১

৪ ওভার শেষ ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ꦕ২৮ রান তুলেছে।

18 Mar 2021, 09:29 PM IST

বাটলার আউট

তৃতীয় ওভারে ভুবনেশ্বরের পঞ্চম বলে রাহুলের হাতে ধরা পড়লেন জোস বাটলার। ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ৯ রান🤡 করেন তিনি। ইংল্যান্ড১৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান।

18 Mar 2021, 09:28 PM IST

২ ওভারে ইংল্যন্ড ২/০

প্রথম ওভারে ভুবনেশ্বর কোনও রান দেননি। দ্বিতীয় ওভারে হার্দিক খরচ করেন ২ রান। ২ ওভার শেষে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ♏২ রান তুলেছেন।

18 Mar 2021, 09:16 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং শুরু

ইংল্যান্ডের হয়ে 𝐆ওপেন করতে নামেন জেসন রয় ও জোস বাটলার। বোলিং শুরু করেন ভুবনেশ্বর।

18 Mar 2021, 09:15 PM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

জোফ্রা আ😼র্চার ৩৩ রানে ৪টি উইকেট নেন। ১টি করে উইক💞েট নিয়েছেন আদিল রশিদ, মার্ক উড, বেন স্টোকস ও স্যাম কারান।

18 Mar 2021, 09:14 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

রোহিত ১২, রাহুল ১৪, সূর্যকুমার ৫৭, কোহলি ১, পন্ত ৩০, শ্রেয়স ৩৭, হারဣ্দিক ১১, শার্দুল অপরাজিত ১০, সুন্দর ৪ রান করেন।

18 Mar 2021, 09:03 PM IST

২০ ওভারে ভারত ১৮৫/৮

শেষ ওভারে ২টি💯 উইকেট পড়লেও ভারত ১১ রান তোলে। ২০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলেছে শার্দুল ১০ রানে অপরাজিত🌠 তাকেন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৮৬ রান।

18 Mar 2021, 08:57 PM IST

সুন্দর আউট

শেষ ওভারে আর্চারের চতুর্থ বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন সুন্দর। ১টি বাউꦕন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন সুন্দর। ভারত ১৭৯ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর। ম্যাচে আর্চারের এটি চতুর্থ উইকেট।

18 Mar 2021, 08:54 PM IST

শ্রেয়স আউট

শেষ ওভারে আর্চারের প্রথম বলে ডেভিডꦐ মালানের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৭ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ১৭৪ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান সুন্দর।

18 Mar 2021, 08:51 PM IST

পান্ডিয়া আউট

১৯তম ওভার𓂃ে উডের পঞ্চম বলে স্টোকসের হাতে ধরা পড়েন পান্ডিয়া। ১টি ছক্ꦐকার সাহায্যে ৮ বলে ১১ রান করেন তিনি। ভারত ১৭০ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর ক্রিজে এসেই বাউন্ডারি মারেন। ভারত ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৭৪ রান তুলেছে।

18 Mar 2021, 08:47 PM IST

১৮ ওভারে ভারত ১৬৭/৫

১৮ তম ওভারে দলগত ১৬০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া। জর্ডনের ওভারে ২টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ১৮ রান তোলে ভারত। ১৮ ওভার শেষে টিম ইন্꧙ডিয়া ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলেছে। শ্রেয়স ৩৬ ও হ😼ার্দিক ৯ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 08:39 PM IST

১৭ ওভারে ভারত ১৪৯/৫

১৭ ওভার শেষে ༺ಌটিম ইন্ডিয়া ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলেছে। শ্রেয়স ২৫ ও হার্দিক ২ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 08:36 PM IST

পন্ত আউট

১৭তম ও🔴ভারে আর্চারের দ্বিতীয় বলে বোল্ড হলেন ঋষভ পন্ত। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিন💃ি। ভারত ১৪৪ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।

18 Mar 2021, 08:35 PM IST

১৬ ওভারে ভারত ১৪০/৪

১৬ ওভার শেষে ভারত ৪ উইকেটে ১৪০ রান তুলেছে।

18 Mar 2021, 08:27 PM IST

১৫ ওভারে ভারত ১২৮/৪

১৫ ꦬওভার শেষে ভারত ৪ উইকেটর বিনিময়ে ১২৮ রান তুলেছে। পন্ত ২৫ ও শ্রেয়স ১১ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 08:21 PM IST

১৪ ওভারে ভারত ১২০/৪

১৪ ওভার শেষে ভ⛎ারত ৪ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। পন্ত ১৯ ও শ্রেয়স ৯ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 08:18 PM IST

সূর্যকুমার আউট

১৪তম ওভারে স্যাম কারানের প্রথম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। তবে দ্বিতীয় বলে আউট হন তিনি। যদিও ডেভিড মালান যথাযথ ক্যাচ ধরেছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। টেলিভিশন রিপ্লে'তে বল মাটি ছুঁয়েছে বোঝা যায়। তবে বলের পিছনে আঙুল ছিল এই বিশ্বাসেই তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেন যাদবকে। সূর্যকুমার ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫৭ রান করে সাজঘরে ফে🌳রেন। ভারত ১১০ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

18 Mar 2021, 08:09 PM IST

ভারত ১০০

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল ভারত। ১৩ ওভার শেষে টিম ইন্🐈ডিয়ান সংগ্রহ ৩ উইকেটে ১০৪। সূর্যক🐈ুমার ৫১ ও ঋষভ পন্ত ১৮ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 08:06 PM IST

হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের

৬টি চার ও ২টি ছক🅺্কার সাহায্যে মাত্র ২৮ ব🉐লে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ১২ ওভার শেষে ভারত ৩ উইকেটে ৯২ রান তুলেছে।

18 Mar 2021, 07:53 PM IST

১০ ওভারে ভারত ৭৫/৩

১০ ওভার শেষে ভারত ৩ উইকেটে💝র বিনিময়ে ৭৫ রান তুলেছে।

18 Mar 2021, 07:50 PM IST

কোহলি আউট

নবম ওভারে আদিল রশিদের চতুর্থ বলে স্টাম্প আউট হলেন বিরাট কোহলি। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ভারত ৭০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্𒁏যান ঋষভ পন্ত। সূর্যকুমার ১৮ বলে ৩৫ রানে অপরাজিত।

18 Mar 2021, 07:43 PM IST

রাহুল আউট

অষ্টম ওভারে বেন স্টোকসের চতুর্থ বলে আউট হলেন লোকেশ রাহুল। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৪ রান করে আর্চারের হাতে ধরা পড়েন তিনি। ভারত ৬৩ রানে ২ উইকেট হারা🌟য়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।

18 Mar 2021, 07:42 PM IST

৭ ওভারে ভারত ৫৯/১

ইনিংসের সপ্তম ওভারে ভারত দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। সূর্যকুমার আদিল রশিদকে ১টি চার ও ১টি ছক্কা হাঁকান। ভারত ৭ ওভা🔯র শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলেছে। সূজর্যকুমার ১৫ বলে ২৮ ও রাহুল ১৫ বলে ১৪ রান করে ব্যাট করছেন।

18 Mar 2021, 07:39 PM IST

ভারত ৬ ওভারে ৪৫/১

পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলেছে। সূর্যকুমা🍒র ১৬ ও রাহুল ১২ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 07:29 PM IST

৫ ওভারে ভারত ৩৪/১

৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩৪ রা𒐪ন তুলেছে। সূর্যকুমার ১১ ও রাহুল ৭ রানে ব্যাট করছেন। 

18 Mar 2021, 07:22 PM IST

ছক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খাতা খুললেন সূর্যকুমার

মাঠে নেমেই জোফ্রা আর্চারকে ছক্কা হাঁকালেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম বল। সেদিক থেকে ছক্কা দিয়ে আন্তর্জাতিক 🍰ক্রিকেটে রানের খাতা খুললেন তিনি। ভারত ৪ ওভারে ২৭/১।

18 Mar 2021, 07:19 PM IST

রোহিত আউট

ইনিংসের চতুর্থ ওভারে জোফ্রা আর্চারের চতুর্থ বলে কট অ্যান্ড বোল্ড হলেন রোহিত শর্মা। ১টি চার ও ১টি ♏ছক্কা সাহায্যে ১২ বলে ১২ রান করে সজঘরে ফেরেন হিটম্যান। ভারত ২১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

18 Mar 2021, 07:11 PM IST

২ ওভারে ভারত ১৮/০

ভারত ২ ওভার শেষে বিনা ꦕউইকেট🀅ে ১৮ রান তুলেছে। রোহিত ১১ ও রাহুল ৬ রানে ব্যাট করছেন।

18 Mar 2021, 07:04 PM IST

ছক্কা দিয়ে ম্যাচ শুরু

আদিল রশিদকে প্র𒊎থম বলেই ছক্কা মারেন রোহিত। তৃতীয় বলে মারেন চার। প্রথম ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ১২ রান তুলেছে। রোহিত ১১ ও রাহুল ১ রান করেছেন।

18 Mar 2021, 07:03 PM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। বোলিং শুরু করেন আদিল রꦬশিদ।

18 Mar 2021, 06:45 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেনে রদবদল

টসের পর কোহলি জানালেন, গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় অল্প চোট পেয়েছিলেন ইশান। তাঁর পরিবর্তে 💮সূর্যকুমার যাদবকে মাঠে নামাতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। যুজবেন্দ্র চাহালকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে রাহুল চাহারকে।

18 Mar 2021, 06:40 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), স্যাম কারান,🐻 মার্ক উড, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, আদিল রশিদ।

18 Mar 2021, 06:39 PM IST

ভারতের প্রথম একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হাওর্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ও রাহুল চাহার।

18 Mar 2021, 06:38 PM IST

টস জিতল ইংল্যান্ড

চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে যে দল টস জিতেছে, তারাই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে প্রতিপক্ষকে এবং শেষমেশ ম্যাচ জিতেছে তারাই। সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ফের টস জিতল ইংল্যান্ড। প্রত্যাশা মতোই ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মোতেরায় 𓂃সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে শুর🃏ুতে ব্যাটিং করতে হবে ভারতকে।

Latest News

IPL 2025 Mega Auction LIVE: ভাগ্য নির্ধারণ ৫৭৭ জন ক্রিকেটারের, দল পাব🔯েন কারা? কলকাতা মেট্রোর টিকিট নিয়ে চালু নয়া 'নিয়ম', সমস্যায় বহু যাত্🤡রী শনিবার বক্স অফিসে খাবি খেল I Want To Talk꧂, বরং ২৩তম দিনেও বাজিমাত ভুল ভুলাইয়া ৩র শীতকালীন অধিবেশনেই ওয়া💫কফ সংশোধনী বিল পেশ হতে পারে সংসদে, দাꦅবি রিপোর্টে ব্রেট লির অ্যাকশন ও সেলিব্রেশনকে কপি কর🌠লেন বুমরাহ! ভাইরাল দুই তারকার 🌜আড্ডা পন্তকে চিনতেনই না, সেই ২ চি🍎নিকলের কর্মী প্রাণ বাঁচিয়েছিলেন, স্কুটি গিফট করেন ঋষভ টটেনহ্যামের বিরুদ্ধে হার সিটির, ভাঙল ঘরের মাঠে অপরা♏জিত থাকার রেকর্ড অসুস্থ হবেন না💛, ছুটি পাবেন না! ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্✅পানির অযৌক্তিক নিয়ম চন্দ্রের নক্ষত্রে গুরꦕুর গমন, এই ৩ রাশি পাবে প্রতিটি কাজে সাফল্য, লাভ হবে উচ💖্চপদ ফিরহাদ হাকিম আগে ২০২৬ পর্যন্ত তৃণমূলꦍে থাকুন, বিস্ফোরক দাবি BJP নেতার

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা 𒀰ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও𒁃 ICCর 𒐪সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্💫যান্ডের আয় 🅘সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তা♐রকা রবিবারে খেলতে চান ন꧟া বলে টেস্ট ছাড়েন দাদু, নাতনি অꦆ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বꦦচ্যাম্🥃পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গ༺ড়বে কারা? IC𒆙C T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল🍷 দক্ষিণ আফ্রিকা জেমিমꦫাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি ন꧂য়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খে🧔লেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ