আমদাবা🉐দে নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে তৃতীয় টি২০ ও সিরিজ পকেটে পুরেছে হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া। এর পুরোভাগে ছিলেনಞ ভারতীয় ওপেনার শুভমন গিল। টেস্ট ও ওডিআইতে ভালো খেলে টি২০ দলে সুযোগ পান এই প্রাক্তন নাইট। তাঁর দলে অন্তর্ভুক্তি নিয়ে ও প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে অনেকেই তির্যক মন্তব্য করেন। বিশেষত যেখানে পৃথ্বীর মতো প্রতিভা বাইরে বসে আছে। কিন্তু বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে শুভমন আবারও প্রমাণ করলেন যে তাঁর ওপর বাজি ধরে ভুল করেনি টিম ম্যানেজমেন্ট।
কিউয়ি বোলারদের তছনছ করে ২০০-র স্ট্রাইকরেট রেখে করলেন অপরাজিত ১২৬। কার্যত মনোবল ভেঙে গেছিল অদম্য ব্ল্যাকক্যাপসদের। ২৩৪-এর বড় ব্যবধান তাড়া করতে গিয়ে তাই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউয়ি ব্যাটাররা। ৬৬ রানে অল আউট হয়ে লজ্জার নজির গড়েন স্যান্টনাররা। এই নিয়ে দেশের মাটিতে লাগাতার ২৫তম সিরিজ অপরাজিত থাকল টিম ইন্ডিয়া। গত টি২০ বিশ্বকাপের দুই বিজিত সেমিফাইনালিস্ট♌দের মধ্যে এই লড়াইয়ে জিতে স্বভাবতই 🥀খুশি ভারতীয় দল। ম্যাচের শেষে তৃপ্তির আভাস এদিনের সেরা শুভমন গিলের গলায়। বর্তমান ক্রিকেটে বিশেষত টি২০-তে রকমারি শট খেলার ওপর জোর দেন অনেকেই। ভারতেই আছেন সূর্যকুমার যাদব, যিনি টি২০-তে বিশ্বের সেরা ক্রিকেটার। উইকেটের পেছনে শট মেরেই বোলারদের বিব্রত করেন স্কাই। শুভমন সেই তুলনায় অনেক কেতাবি। ভি-তেই মারতে চান অধিকাংশ বল। তবে তাতে যে রানের গতি বৃদ্ধিতে সমস্যা হয়না, সেটা তিনি দেখালেন আমদাবাদে। শুভমন বললেনও যে সবার ছক্কা মারার নিজস্ব পদ্ধতি আছে। তিনি যে নিবিড় অনুশীলন করেছেন টি২০ ক্রিকেট খেলার জন্য, সেই কথাও স্বীকার করেন এই পঞ্জাবের ক্রিকেটার। প্রসঙ্গত, আইপিএলে এটাই শুভমনের হোম গ্রাউন্ড। তাঁর আইপিএল দলের অধিনায়ক হার্দিক এখন ভারতীয় দলেরও ক্যাপ্টেন। হার্দিকের থেকে তিনি পুরো ব্যাকিং পেয়েছেন, সেই কথা অকপটে স্বীকার করেন শুভমন। স্পষ্টভাবে বলেন যে হার্দিক তাঁকে বলেছিলেন নিজের মতো করে ব্যাটিং করতে, কোনও অন্যকিছু না ভাবতে। সেই টোটকাতেই মিলেছে সুফল। ১২টি চার ও সাতটি ছক্কায় সজ্জিত ইনিংসে প্রথম থেকে শেষ অবধি নিজের ইচ্ছামতো শাসন করেন তিনি। একবার বোলারদের জারিজুরি ধরে ফেলার পর হাত খুলে মারেন তিনি।
প্রসঙ্গত, শ্রীলঙ্কা সিরিজে শুভমন সেভাবে রান পাননি। সেই নিয়ে তিনি যে চাপে ছিলেন সেটাও প্রকারন্তরে স্বীকার করে নেন এই ২৩ বছরের প্রতিভা। তাই কিউয়িদের বিরুদ্ধে ওডিআইতে দ্বিশতরানের পর টি২০-তে শতরান করে অনেকটাই নিশ্চিত তিনি। সামনেই অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ, তাও আবার লাল বলে। জিততে পারলে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হ𒀰াতছানি। সেই নিয়েও খুবই উত্তেজিত শুভমন। অনেক ক্রিকেটাররা অত্য়াধিক ক্রিকেট নিয়ে নিজেদের বিরক্তি প্রকাশ করলেও সেই পথে হাঁটলেন না তিনি। কিছুটা সাবেকি ক্রিকেটারদের ধাঁচে বললেন যে ভারতের হয়ে খেলার সময় আবার ক্লান্তির প্রশ্ন কোথা থেকে আসে। দেশের হয়ে খেলতে পারা তাঁর স্বপ্ন ছিল ও তিনটি ফর্ম্যাটেই দলের প্রতিনিধিত্ব করতে পারা যে তাঁর কাছে গর্বের বিষয়, সেটাও বলেন শুভমন গিল। শুভমন গিলের ক্রিকেটীয় কেরিয়ারে বুধবার আরেকটা নয়া অধ্যায় যুক্ত হল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।