ঋষভ পন্তের উইকেট কিপিং নিয়ে কিন্তু এখনও অনেকেই প্রশ্ন তুলে থাকেন। যদিও সম্প্রতি কিপিং-এর ক্ষেত্রে পন্ত অনেক উন্🍰নতি করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের পর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে ঋষভ পন্তের পারফরম্যান্স খুব খারাপ ছিল না। ব্যাট হাতে সাফল্য না পেলেও, কিপার হিসেবে ইংল্যান্ডে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন পন্ত।
তবে তাঁর কিপিংকে আরও ক্ষুরধার করতে বিশেষ ট্রেনিং-এর ব্যবস্থাও করা হয়েছিল। দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর এই ব্য়বস্থা করেছিলেন। লর্ডস টেস্টের আগে শ্রীধরের তত্ত্বাবধানে এই বিশেষ ট্রেনিং করতে দেখা গিয়েছে পন্তকে। যে ভিডিও বিস♈িসিআই শেয়ার করেছে। এই বিশেষ ট্রেনিং-এ পন্তের সঙ্গে যোগ দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা, হনুমা বিহারী এবং প্রসিধ কৃষ্ণ।
সেই ট্রেনিংয়ে দেখা গিয়েছে, ব্যাট করছেন শ্রীধর। পন্ত উইকেটের পিছনে দাঁড়িয়ে। সিলি পয়েন্ট ও ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে রয়েছেন ঋদ্ধি এবং হনুমা। প্রসিধ ঠিক যে মু🐼হূর্তে বল করছেন, সেই সময়ে দু'টো বল দিয়ে নিজেদের মধ্যে ক্যাচ লোফালুফি করতে শুরু করছেন ঋদ্ধি এবং হনুমা। আসলে পন্তের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্যই এমন পদ্ধতিতে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল। যাতে ঋদ্ধিদের বলগুলোকে উপেক্ষা ক🐎রে প্রসিধের বলের দিকে সজাগ নজর রাখতে পারেন পন্ত। সে কারণেই এমন অভিনব অনুশীলনের ব্যবস্থা করেছিলেন শ্রীধর।
নাটিংহ্যাম টেস্ট বৃষ্টির জন্য ড্র হয়ে যায়। আসলে টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু তারা প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংꦚস গুটিয়ে যায় ২৭৮ রানে। ৯৫ রানের লিড পায় ভারত।
ইংল্যান্ড আবার দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে অল আউট হয়। জিততে হলে ভারতকে মোট ২০৯ রান করতে হত। তার মধ্যে চতুর্থ দিনের শেষে কেএল রাহুলের উইকেট হারিয়ে ৫২ রান করে ফেলেছিল ভারত। জেতার জন্য ১৫৭ রান দরকার ছিল। ৯ উইকেট হাতে ছিল।💧 সঙ্গে বৃষ্টি না হলে গোটা পঞ্চম দিনটাই খেলতে পারব ভারত। তবে বৃষ্টির জেরে শেষ দিন একটি বলও খেলা সম্ভব হয়নি। যে কারণে ম্যাচটি ড্র হয়ে যꦕায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।