Jhulan Goswami's Last International Match: জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ১৭০ রানের ছোটখাটো লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় ভারত। পরে সেই স্বল্প রানের পুঁজি নিয়েই ইংল্যান্ডকে আরও কমে গুটিয়ে দেন ঝুলন গোস্বামীরা।
প্রথম๊ ২টি ওয়ান ডে ম্যাচ জিতে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল। সুতরাং এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে, ঝুলন গোস্বামী লর্ডসে ট্রফি ছুঁয়েই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে ভারতের সামনে হাতছানি ছিল ব্রিটিশদের হোয়াইটওয়াশ করার। সেই সুযোগটা কাজে লাগায় ভারত। সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ঝুলনের বিদায় বেলাটা উজ্জ্বল করে রাখেন হরমনপ্রীতরা।
24 Sep 2022, 11:03 PM IST
সিরিজের সেরা হরমনপ্রীত
তিন ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি-সহ ৩৪০ রান সংগ্রহ করেন হরমনপ্রীত কউর। সেই সঙ্গে ২টি উইকেটও নেন তিনি। সঙ্গত কারণেই তাঁকে ছাড়া সিরিজের সেরা ক্রিকেটাꦏর বেছে নেওয়া সম্ভব ছিল না আর কাউকেই।
24 Sep 2022, 11:00 PM IST
ম্যাচের সেরা রেনুকা
১০ ওভারে ১টি মেডেন-সহ ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেওয়া রেনুকা সিং ঠাকুর ম্যাচের ꦉসেরা ক্রিকেটার নির্বাচিত হন।
24 Sep 2022, 10:33 PM IST
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত
লর্ডসে ১৬ রানে ౠজয়ের সুবাদে ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করে। উল্লেখ্য, হোভে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত জয় তুলে নেয় ৭ উইকেটের ব্যবধানে। ক্যান্টারবেরিতে হরমনপ্রীতরা সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতে ৮৮ রানের ব্যবধানে।
24 Sep 2022, 10:32 PM IST
উত্তেজক ম্যাচ জিতল ভারত
ভারতের ১৬৯ রানের☂ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৩.৩ ওভারে ১৫৩ রানে অল-আউট হয়ে যায়। ১৬ রানে🅰র সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ভারত।
৪৩.৩ ও🐬ভারে চার্লি ডিনকে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট করেন দীপ্তি শর্মা। মানকাডিংকে আইসিসি রান-আউটের পর্যায়ে উন্নীত করেছে বটে তবে লর্ডসে এমন ঘটনার সাক্ষী থাকতে হবে ক্রিকেটপ্🔯রেমীদের, তা অনুমান করা কঠিন ছিল। ডিন ৫টি বাউন্ডারির সাহায্যে
24 Sep 2022, 10:24 PM IST
৭ ওভারে ইংল্যান্ডের দরকার ১৮ রান
জয়ের জন্য শেষ ৭ ওভারে ইংল্যান্ডের দরকার ১৮ রা𒀰ন। তারা ৪৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলেছে। চার্লি ডিন ﷺ৪৬ রানে ব্যাট করছেন। ফ্রেয়া ডেভিস করেছেন ১০ রান।
24 Sep 2022, 10:21 PM IST
৮ ওভারে ইংল্যান্ডের দরকার ২৩ রান
জয়ের জন্য শ🍃েষ ৮ ওভারে ইংল্যান্ডের দরকার ২৩ রান। তারা ৪২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। চার্লি ডিন ৪১ রানে ব্✅যাট করছেন। রাজেশ্বরী ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
24 Sep 2022, 10:14 PM IST
১০ ওভারে ৩৩ রান দরকার ইংল্যান্ডের
৪০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৩৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৩৩ রান দ🀅রকার ইংল্যান্ডের।꧒ ৩৪ রানে ব্যাট করছেন চার্লি ডিন।
24 Sep 2022, 10:08 PM IST
বোলিং কোটা শেষ করলেন রেনুকা
১০ ওভারের ব𒅌োলিং কোটা শেষ করেন রেনুকা সিং ঠাকুর। ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন তিনি। ৩৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৩৩ র👍ান। চার্লি ডিন ৩১ রানে ব্যাট করছেন।
24 Sep 2022, 10:04 PM IST
ডিনের ক্যাচ ছাড়লেন ঝুলন
৩৬.১ ওভারে দীপ্তি শর্মার বলে স্লিপে চার্লি ডিনের ক্যাচ ছাড়েন ঝুলন। পরের বলেই চার মারেন ডিন। ওভারের পঞ্চ🐽ম বলে চার মারেন ডেভিড। ৩৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর৯ উইকেটে ১২৯ রান। ডিন ২৮ রানে ব্যাট করছেন।
24 Sep 2022, 09:56 PM IST
কেট ক্রসকে ফেরালেন ঝুলন, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড
ইনিংসের ৩৬তম ওভারে শেষবার ভারতের হয়ে বল করতে আসেন ঝুলন গোস্বামী। কেরিয়ারের একেবারে শেষ ওভারেও উইকেট তুলে নিলেন তিনি। ওভারের প্রথম বল করা মাত্রই মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০ হাজারটি বল করার রেকর্ড গড﷽়েন ঝুলন। দ্বিতীয় বলে তিনি ছিটকে দেন কেট ক্রসের স্টাম্প। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১০ রান করে মাঠ ছাড়েন ক্রস। ইংল্যান্ড ১১৮ রানে ৯ উইকেট হার🍨ায়। ব্যাট করতে নামেন ফ্রেয়া ডেভিস। ঝুলন ১০ ওভারে ৩টি মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ২৫৫টি উইকেট নিয়ে ওয়ান ডে কেরিয়ার শেষ করেন গোস্বামী।
24 Sep 2022, 09:54 PM IST
১৫ ওভারে ইংল্যান্ডের দরকার ৫২
৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকে🐻টে ১১৮ রান। জয়ের জন্য শেষ ১৫ ওভারে ইংল্যান্ডের দরক⛦ার ৫২ রান।
24 Sep 2022, 09:45 PM IST
১৮ ওভারে ইংল্য়ান্ডের দরকার ৫৭
৩২ ওভার শেষে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ১৮ ওভারে তাদের দরকার ৫৭ রান। চার্ল🍸ি ডিন ২১ রানে ব্যাট ক▨রছেন। ঝুলন ৮ ওভারে ৩০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
24 Sep 2022, 09:33 PM IST
জোনসকে ফেরালেন রেনুকা
২৯.৪ ওভারে রেনুকা সিং ঠাকুরের বলে হার্লিন দেওয়লের হাতে ধরা পড়েন অ্যামি জোনস। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ২৮ রান করে মাঠꩵ ছাড়েন ইংল্যান্ডের ক্যাপ্টেন। ইংল্যান্ড ১০৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেট ক্রস। ৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১০৪ রান। চার্লি ডিন ১৯ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ২০ ওভারে ৬৬ রান দরকার ইংল্যান্ডের। হাতে রয়েছে মাত্র ২টি উইকেট।
24 Sep 2022, 09:23 PM IST
১০০ ছুঁল ইংল্যান্ড
২৮তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছু🍸ঁয়ে ফেলে ইংল্যান্ড। তাদের স্কোর ৭ উইকেটে ১০০ 🦋রান। অ্যামি জোনস ৪২ বলে ২৬ রান করেছেন। ৩৯ বলে ১৮ রান করেছেন চার্লি ডিন।
24 Sep 2022, 09:07 PM IST
প্রতিরোধ গড়ছেন জোনস
২৪ ওভার শেষে ইংল্য়ান্ডের স্কোর ৭ উইকেটে ৯১ রান। ৩৩ বলে ২৩ রান করেছেন ক্যাপ্টেন অ্যামি জোনস। তিনি ৩টি চার মেরেছেন। 👍২৪ বলে ১২ রান করেছেন🥂 চার্লি ডিন। তিনি ১টি চার মেরেছেন। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৯২ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ৭৮ রান দরকার ব্রিটিশদের। হাতে রয়েছে ৩টি উইকেট।
24 Sep 2022, 08:55 PM IST
২০ ওভারের খেলা শেষ
২০ ওভার শেষে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে। ২🍷১ বলে ১৫ রান করেছেন অ্যামি জোনস। ১২ বলে ৭ রান করেছেন চার্লি ডিন।
24 Sep 2022, 08:43 PM IST
কেম্পকে ফেরালেন দীপ্তি
১৭তম ওভারে দীপ্তি 🃏শর্মাকে প্রথমবার বল করতে ডাকেন হরমনপ্রীত কউর। তিনি ওভারের শেষ বলে তুলে নেন ফ্রেয়া কেম্পের উইকেট। ১০ বলে ৫ রান করে হার্লিন 🐻দেওয়লের হাতে ধরা পড়েন কেম্প। ইংল্যান্ড ৬৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চার্লি ডিন।
24 Sep 2022, 08:32 PM IST
সোফির দুর্দান্ত ক্যাচ ধরলেন ঝুলন
১৪.১ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে স্লিপে সোফি একলেস্টোনের দুর্দান্ত ক্যাচ ধরেন ঝুলন গোস্বামী। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি সোফি। ইংল্যান্ড ৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফ্রেয়া কেম্প। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৫৫ রান। গায়কোয়াড় ২ ওভারে ১০ রা꧟নের বিনিময়ে ২টি উইকেট নেন।
24 Sep 2022, 08:24 PM IST
ড্যানি ওয়াটকে ফেরালেন রাজেশ্বরী
১৩ত💙ম ওভারে রাজেশ্বরীকে প্রথমবার বল করতে ডাকেন হরমনপ্রীত। তাঁর প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন ড্যানি ওয়াট। চতুর্থ বলে ไবোল্ড হয়ে মাঠ ছাড়েন ড্যানি। ৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন ওয়াট। ইংল্যান্ড ৫৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফি একলেস্টোন।
24 Sep 2022, 08:14 PM IST
ডাঙ্কলিকে ফেরালেন রেনুকা
১১.৪ ওভারে রেনুকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সোফিয়া ডাঙ্কলি। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৭ রান করেন সোফিয়া। ইংল্যান্ড ৪৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামি জোনস। হরমনপ্রীত প্রথম স্পেলে দুই পেসারকে ৬ ওভার করে বল কর🦩ানোর যে সিদ্ধান্ত নেন, তাতেই মেলে জোড়া সাফল্য। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৫ রান। রেনুকা ৬ ওভারে ২৩ রানে ৩টি উইকেট নিয়েছেন।
24 Sep 2022, 08:10 PM IST
ক্যাপসিকে ফেরালেন ঝুলন
১০.৬ ওভারে ঝুলন গোস্বামীর বলে হার্লিন দেওয়লের হাতে ধরা পড়েন অ্যালিস ক্যাপসি। 🔯৮ বলে ৫ রান করেন তিনি। ইংল্যান্ড ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ড্যানি ওয়াট। ঝুলন ৬ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
24 Sep 2022, 08:02 PM IST
বিউমন্টকে বোল্ড করলেন রেনুকা
৯.৩ ওভারে রেনুকার বলে বোল্ড হয়𓆏ে মাঠ ছাড়েন ট্যামি বিউমন্ট। ১টি বাউꦆন্ডারির সাহায্যে ২১ বলে ৮ রান করেন তিনি। ইংল্যান্ড ৩৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালিস ক্যাপসি। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩৫ রান। ঝুলন ৫ ওভারে ১৮ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি। রেনুকা ৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
24 Sep 2022, 07:52 PM IST
এমা ল্য়াম্প আউট
ꦍ৭.৪ ওভারে রেনুকা সিং ঠাকুরের বলে এমা ল্যাম্বকে স্টাম্প আউট করেন যস্তিকা ভাটিয়া। ৪টি বাউনꦯ্ডারির সাহায্যে ২৯ বলে ২১ রান করে মাঠ ছাড়েন এমা। ইংল্যান্ড ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফিয়া ডাঙ্কলি। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২৮ রান।
24 Sep 2022, 07:40 PM IST
সহজে রান দিচ্ছে না ভারত
৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১ রান।ಞ ২৩ বলে ১৭ রান করেছেন এমা ল্যাম্ব। ১৩ বলে ২ রান করেছেন ট্যামি বিউমন্ট। ঝুলন𝓡 ৩ ওভারে ৮ রান খরচ করেছেন। রেনুকা ৩ ওভারে ১২ রান দিয়েছেন।
24 Sep 2022, 07:32 PM IST
আগ্রাসী শুরু এমার
৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৭ রান। ১৬ বলে ১৬ রান করেছেন এমা ল্যাম্ব। তিনি ৩টি চার মেরেছেন। ৮ ব🐷লে ১ রান করেছেন ট্যামি বিউমন্ট। রেনুকা ২ ওভারে ১০ ও ঝুলন ২ ওভারে ৭ রান খরচ করেছেন।
24 Sep 2022, 07:22 PM IST
টাইট বোলিং রেনুকার
দ্বিতীয় ওভারে বল করতে আসেন রেনুকা সিং ঠাকুর। ত🎶িনি মাত্র ১ রান খরচ করেন। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১ রান।
24 Sep 2022, 07:16 PM IST
ইংল্যান্ডের রান তাড়া শুরু
এমা ল্যাম্বকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামܫেন ট্যামি 🐷বিউমন্ট। বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। মেডেন নেন ঝুলন।
24 Sep 2022, 07:15 PM IST
গার্ড অফ অনার ঝুলনকে
ব্যাট করতে নামার সময় ইংল্যান্ড দল গার্ড অফ অনার দেয় ঝুলন গোস্বামীকে। পরে ফিল্ডিং করতে নামার সময় ভারতীয় দল গার্ড ♉অফ অনার দেয় গোস্বামীক𒈔ে।
24 Sep 2022, 06:44 PM IST
অল-আউট ভারত
৪৫.৪ ওভারে একলেꦛস্টোনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাজেশ্বরী গায়কোয়াড়। ১০ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৬৯ রানে অল-আউট হয়। দীপ্তি শর্মা ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ৬৮ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৭০ রান।
24 Sep 2022, 06:32 PM IST
বোলিং কোটা শেষ করলেন কেট
১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন কেট ক্রস। তিনি ২টি মেডেন-সহ ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর 🌟৯ উইকেটে ১৫৪ রান। দীপ্তি ৫৬ রানে ব্যাট করছ♑েন।
24 Sep 2022, 06:27 PM IST
রেনুকা সিং আউট
একদিকে সেট হয়ে যাওয়া দীপ্তি শর্মা অপরাজিত রয়েছেন। ওভারও বাকি রয়েছে বেশ কিছু। তা সত্ত্বেও দীপ্তির সঙ্গ না দিয়ে নিজেই ব্যাট চালানোর চেষ্টা করলেন রেনুকা সিং। সেই চেষ্টায় তিনি ডাঙ্কলির হাতে ধরা পড়েন। ৪১.২ ওভারে কেম্পের শিকার হন রেনুকা। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৫১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১৫৩ র𝔍ান।
24 Sep 2022, 06:23 PM IST
১৫০ ছুঁল ভারত
💙৪১ ꩲওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৫০ রান। দীপ্তি শর্মা ৮৯ বলে ৫৩ রান করেছেন। এখনও খাতা খোলেননি রেনুকা সিং। কেট ক্রস ৯ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।
24 Sep 2022, 06:18 PM IST
শূন্য রানে আউট ঝুলন
কেরিয়ারের শেওষ আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে বোল্ড বলেন ঝুলন গোস্বামী। ৩৯.৫ ওভারে ঝুলনের উইকেট তুলে নেন কেম্প। ভারত ১৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রেনুকা সিং ঠাকুর।
24 Sep 2022, 06:14 PM IST
পূজা বস্ত্রকার আউট
৩৮.৬ ওভারে চার্লি ডিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পূজা বস্ত্রকার। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন পূজা। ভারত ১৪🎃৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঝুলন গোস্বামী। দীপ্তি ৫১ রানে ব্যাট করছেন।
24 Sep 2022, 06:06 PM IST
হাফ-সেঞ্চুরি দীপ্তির
৬টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দী𒐪প্তি শর্মা। প্রবল চাপ মাথায় নিয়ে লড়াকু অর্ধশতরান করেন তিনি। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪১ রান। দীপ্তি ৫০ ও পূজা বস্ত্রকার ১৬ রানে ব্যাট করছেন। পূজা ৩টি বাউন্ডারি মেরেছেন।
24 Sep 2022, 05:39 PM IST
৩০ ওভারে ভারতের স্কোর ৬/১১০
৩০ ওভারে ভারতে��র স্কোর ছয় উইকেটে ১১০ রান।♉ দীপ্তি শর্মা অপরাজিত ৩৪ রানে। সঙ্গে আছেন পূজা বস্ত্রকার (এক রান)।
24 Sep 2022, 05:32 PM IST
হেমলতা আউট
২৮.৩ ওভারে একলেস্টোনের বলে চার্লি ডিনের হাতে ধরা পড়েন দায়ালান হেমলতা। ১৭ বলে ২ রান করে꧋ মাঠ ছাড়েন হেমলতা। ভারত ১০৮ রানে ৬ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন পূজা বস্ত্রকার।
24 Sep 2022, 05:22 PM IST
১০০ টপকাল ভারত
২৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল ভারত। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১০১ রান। দীপ্তি শর্মা ২৭ রানে ব্য𝔉াট করছেন।
24 Sep 2022, 05:12 PM IST
আউট হলেন মন্ধনা
২৩.২ ওভারে কেট ক্রসের শর্ট বলে পুল শট খেলার চেষ্টা করেন মন্ধনা। বল তাঁর ব্যাটের ডগায় লেগে স্টাম্পে গিয়ে আঘাত করে। দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় স্মৃতিকে। ৫টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে ৫০ রান কর🌜ে মাঠ ছাড়েন মন্ধনা। ভারত ৮৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেমলতা। ক্রস ৭ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নেন। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৮৮ রান।
24 Sep 2022, 05:08 PM IST
হাফ-সেঞ্চুরি মন্ধনার
৫টি বাউন্ডারির সাহায্যে ৭৭ 💎বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূ🌟র্ণ করেন স্মৃতি মন্ধনা। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৭ রান। মন্ধনা ৫০ ও দীপ্তি শর্মা ২২ রানে ব্যাট করছেন।
24 Sep 2022, 05:00 PM IST
২০ ওভারের খেলা শেষ
মন্ধনাকে 🃏যোগ্য সঙ্গত করছেন দীপ্তি শর্মা। দু'জনে বিপর্যয় থেকে ভারতকে টেনে তোলার চেষ্টা করছেন। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮২ রান। মন্ধ✅না ৬৬ বলে ৪৬ রান করেছেন। দীপ্তি ৩৪ বলে ২১ রান করেছেন।
24 Sep 2022, 04:50 PM IST
ভারতকে টানছেন মন্ধনা
১৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৬৬ রান। স্মৃতি মন্ধনা ৫৯ বলে ৪০ রান কর💛েছেন। তিনি ৫টি চার মেরেছেন। ২৩𝕴 বলে ১১ রান করেছেন দীপ্তি শর্মা। তিনি ১টি চার মেরেছেন।
24 Sep 2022, 04:34 PM IST
৫০ টপকাল ভারত
১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১১তম ওভারে কেম্পকে ১টি চার মারেন মন্ধনা। সেই ওভারে ৭ রান ওঠে। ১২তম ওভারে চার্লি ডিন ৪ রান খরচ করেন। ১৩তম ওভারে কেম্পকে আরও ১টি চার মারেন স্মৃতি। সেই ওভারে ৮ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্ক🌱োর ৪ উইকেটে ৫১ রান। মন্ধনা ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৩৩ রান করেছেন। দীপ্তি ব্যাট করছেন ৫ রানে।
24 Sep 2022, 04:23 PM IST
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে। ৩৫ বলে ১৮ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ৩টি চার মেরেছেন। দীপ্তি শꦉর্মা ৫ বলে ১ রান করেছেন। কেট ক্রস ৫ ওভা🎶রে ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। ফ্রেয়া ডেভিস ৫ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
24 Sep 2022, 04:16 PM IST
হার্লিন দেওয়ল আউট
৮.৪ ও😼ভারে ফ্রেয়া ডে♛ভিসের বলে এলবিডব্লিউ হন হার্লিন দেওয়ল। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ইংল্যান্ড। ৫ বলে ৩ রান করেন হার্লিন। ভারত ২৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।
24 Sep 2022, 04:06 PM IST
হরমনপ্রীত আউট
৭.২ ওভারে কেট ক্রসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হ🧸রমনপ্রীত কউর। ৯ বল খেলে ৪ রান করেন ভারতের ক্যাপ্টেন। ভারত দলগত ১৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট ক⛦রতে নামেন হার্লিন দেওয়ল। কেটের এটি ম্যাচে তৃতীয় শিকার। ৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২২ রান। মন্ধনা ১৬ রানে ব্যাট করছেন।
24 Sep 2022, 03:58 PM IST
জীবনদান পেলেন হরমনপ্রীত
৫.৪ ওভারে নি🧸জের বলেই হরমনপ্রীতের কউরের ক্যাচ ছাড়েন কেট ক্রস। ভারতের ক্যাপ্টেন তখন ৪ রানে ব্যাট করছিলেন। ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৭ রান।
24 Sep 2022, 03:47 PM IST
যস্তিকাকে ফেরালেন কেট ক্রস
৩.১ ওভারে যস্তিকা ভাটিꦉয়াকে বো🌳ল্ড করে সাজঘরে ফেরান কেট ক্রস। ২ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়েন ভাটিয়া। ভারত ১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ওভারে ১ রান খরচ করেন কেট। ৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১ রান। কেট ২ ওভারে ১টি মেডেন-সহ ১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
24 Sep 2022, 03:47 PM IST
ডেভিসের ওভারে জোড়া বাউন্ডারি মন্ধনার
তৃতীয় ওভারে ফ্রেয়া ডেভিসের বলে জোড়া বাউন্ডারি মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ৮ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান। ১০ রান❀ই করেছেন স্মৃতি।
24 Sep 2022, 03:40 PM IST
শেফালিকে ফেরালেন ক্রস
১.৫ ওভারে ব্য়াট-প্যাডের ফাঁক দিয়ে শেফালি বর্মাকে বোল্ড করেন কেট ক্রস। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি শেফালি। ভ🤪ারত ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নাဣমেন যস্তিকা ভাটিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি ওয়ান ডে সিরিজের ৩টি ম্যাচেই শেফালিকে আউট করেন কেট ক্রস।
24 Sep 2022, 03:34 PM IST
কেঁদে ভাসালেন হরমনপ্রীত
শেষ ম্যাচের আগে ঝুলনের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় ভারতীয় দল𒁏ের তরফে। টিম হাডলে চোখে জল দেখা যায় হরমনপ্রীতের।
24 Sep 2022, 03:33 PM IST
ম্য়াচ শুরু
শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ফ্রেয়া ডেভিস। প্রথম বলে ২ রান ন𒐪িয়ে খাতা খোলেন মন্ধনা। প্রথম ওভার🔯ে ২ রান ওঠে।
24 Sep 2022, 03:23 PM IST
মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ঝুলন
বর্ণোজ্জ্বল কেরিয়ারে অসংখ্য মাইলস্টোন গড়েছেন ঝুলন গোস্বামী। কেরিয়ারের শেষ ম্যাচেও একটি দুর্দান্ত🔯 মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫টি (৯.১ ওভার) বল করলে একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার বল করার কৃতিত্ব অর্জন করবেন তারকা পেসার।
ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্য়াচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যামি𝄹 জোনস ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, লর্ডসে টস হেরে প্রথমে ব্যাট করবে ভারত।
24 Sep 2022, 03:03 PM IST
ঝুলনের ওয়ান ডে কেরিয়ার
লর্ডসে শেষবার মাঠে নামার আগে ঝুলন দেশের হয়ে ২০৩টি এক🌳দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। নিয়েছেন রেকর্ড ২৫৩টি উইকেট। ২ বার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। সেরা বোলিং ৩১ রানে ৬ উইকেট। ওয়ান ডে ক্রিকটে ১২২৮ রান রয়েছে ঝুলনের ঝুলিতে। হাফ-সেঞ্চুরি করেছেনܫ ১টি।
24 Sep 2022, 03:00 PM IST
ঝুলনের টি-২০ কেরিয়ার
দেশের হয়ে ৬৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ঝুলন। নিয়েছেন ৫৬টি উইকেট। ১ ব﷽ার ইনিংসেඣ ৫ উইকেট দখল করেন। সেরা বোলিং ১১ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৪০৫ রান করেছেন গোস্বামী।
24 Sep 2022, 02:57 PM IST
ঝুলনের টেস্ট কেরিয়ার
ভারতের হয়ে মোট ১২টি টেস্ট খেলেছেন ঝুলন গোস্বামী। নিয়েছেন ৪৪টি উইকেট। ৩ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন। একবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৫ রানে ৫ উইকেট। তিনি টেস্টে ২টি অর্ধশতরান-সহ ২৪.২৫ গড়ে ২৯১ রান সংগ্রহ 👍করেছেন।
24 Sep 2022, 02:34 PM IST
ভারতের হয়ে শেষ ম্যাচ ঝুলনের
ঝুলন গোস্বামী আগেই জানিয়েছেন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজটিই হতে চলেছে ভারতের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক সিরিজ। তার পরেই দেশের জার্সি চিরতরে তুলে রাখবেন ত🅰িনি। সেই মতো লর্ডসের এই ম্যাচটিতেই বর্ণোজ্জ্বল কেরিয়ারে দাঁড়ি টানতে চলেছেন ঝুলন। বাংলার তারকা পেসার দেশের হয়ে শেষ লড়াইয়ে নামছেন সেই লর্ডসে, যেখানে একদ🍌া সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি উড়িয়ে বাঙালির আগ্রাসন দেখিয়েছিলেন ক্রিকেটবিশ্বকে।