ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের দীপ্তি শর্মাকে নিয়ে বিতর্কের ঝড় বয়েচলেছে। 🐓অথচ তিনি ক্রিকেটের নিয়মের বাইরে গিয়ে কোনও কিছু করেননি। তবু অপরাধীর কাঠগড়ায় তাঁকে কেন তোলা হচ্ছে, সেই নিয়ে এ বার সরব হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
২০১৯ সালের 🔥আইপিএলে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন অশ্বিন। ভারতীয় দলের তারকা স্পিনার পঞ্জাব টিমের হয়ে খেলতেন তখন। তিনি রাজস্থান রয়্যালসে খেলা ইংল্যান্ডের জোস বাটলারকে মানকাড আউট করে চাঞ্চল্য ছড়িয়েছিলেন। যা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছিল। টেকনিক্যাল দিক থেকে আউট হলেও, জাতীয় দলের অভিজ্ঞ স্পিনারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময়ে। অশ্বিন-বাটলার ও মানকাডিং শিরোনামে জায়গা করে নিয়েছিল তখন। এ বার একই পর📖িস্থিতিতে পড়েছেন দীপ্তি শর্মা। তাঁর নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুন: প্রথম সাক্ষাতেই দ্বিতীয় বলে আমাকে আউট করেছিল ও- ঝুলুর অবসরꦗে নস্ট্🦂যালজিক মিতালি
শনিবা♏র লর্ডসে ঝুলন গোস্বামীর🔜 অবসরের ম্যাচে ‘মানকাড’ আউট করেন দীপ্তি শর্মা। যার জেরে শনিবার রাত থেকে টুইটারে ট্রেন্ডিং রবিচন্দ্রন অশ্বিনও। দেখে অবাক না হয়ে থাকতে পারলেন না তারকা স্পিনার নিজেও।
নতুন নিয়মে আইসিসি ♒মানকাডিং আউটকে সাধারণ রান আউটেরই তকমা জুড়ে দিয়েছে। এই ভাবে আউট করাটা আর অনৈতিক নয়। মানকাডিংকে রান আউট হিসেবেই ধরা হবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি। তবু দীপ্তির আউট করা নিয়ে বিতর্ক যেন থামছেই না।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধেই চুর💎ি করতে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক! ভাইরাল হল ♓ভিডিয়ো
দীপ্তিকে নিয়ে এত বিতর্ক, সমালোচনা- এই পরিস্থিতিতে বছর তিনেক আগে পড়তে হয়েছিল অশ্বিনকেও। যে কারণে দীপ্তির পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন অশ্বিন। মাইক্রো ব্লগিং সাইটে দীপ্তি শর্মাকে ‘বোলিং হিরো’ বলে অভিহিত করেছেন তিনি। টুইটারে নিজেকে টℱ্রেন্ডিং দেখে অশ্বিন লেখেন, ‘আমাকে কেন ট্রেন্ডিং করা হচ্ছে। আজকের রাতটা আরও এক বোলিং হিরো দীপ্তি শর্মার।’
তবে এই আউট করা নিয়ে স্যাম বিলিংস, জেমস অ্যান্ডারসনরা খারাপ 𝔍ভাবে সমালোচনা করছেন। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন দীপ্তিকে সুন্দর ভাবে ডিফেন্স করেছেন। একটি টুইটের মাধ্যমে বিলিংস-অ্যান্ডারসনকে এর যোগ্য জবাবও দিয়েছেন।
বিলিংস বলেছেন, ‘নিশ্চয়ই এমন একজনও ব্যক্তি নেই, যিনি🏅 গেমটি খেলেছেন, তꦆিনি মনে করেন এটি গ্রহণযোগ্য? এটা ক্রিকেট নয়।’
বিলিংস আর লিখেছেন, ‘আইনের আছে ঠিকই, কিন্তু ক্রিকেটে স্পিরিটে এটা নেই। একান্ত ভাবেই আমার মনে হয়, .. আইনটিকে সতর্কীকরণ ব্যবস্থায় ফিরিয়ে আনা উচিত অথবা অতিরিক্ত ব্যাক আপের জন♐্য শাস্তির ব্যবস্থা করা উচিত।’
বিলিংসের সঙ্গে সহমত প্রকাশ করে অ্যান্ডারসন লিখেছেন, ‘স্পট অন। বল বোলিং করার কোনো ইচ্ছা নেই🌃।’ অ্যান্ডারসনের পাল্টা বিলিংস কটাক্ষ করে বলেছেন, ‘ভাবো, এ ভাবে আরও কত উইকেট জেমস তুমি পেতে পারতে।’
তবে সব সমালোচনার জবাব দীপ্তির হয়ে দিয়েছেন অশ্বিন। রবিবার সকালে একটি টুইট করেন তামিলনাডুর অফস্পিনার। আইসিসি-কে ট্যাগ করে বোলারের উপস্থিত বুদ্ধির জন্য পুরস্কৃত করার প্রস্তাব দেন꧂ তিনি। অশ্বিন টুইটে লিখেছেন, ‘একটা দারুণ আইডিয়া আছে। বোলারের হাতে উইকেটটি তুলে দেওয়া উচিত উপস্থিত বুদ্ধির জন্য। দারুণ চাপের মধ্যে এবং সামাজিক ভাবে কলঙ্কিত হতে হবে, এটা জানা সত্ত্বেও এ কাজ করা সহজ নয়। সাহসিকতার পুরস্কার দিলে কেমন হয় আই𓆏সিসি?’
লর্ডসে চাকদা এক্সপ্রেসের কেরিয়ারের শেষ ম্যাচে বিতর্ক তৈরি হয়েছে ইংলিশ ক্রিকেটার চার্লি ডিনের আউট নিয়ে। ৪৩.৩ ও𝐆ভারে ইংল্যান্ডের শেষ উইকেট নেন দীপ্তি শর্মা। ওভারের তৃতীয় ব🥀ল করতে গিয়ে থেমে যান দীপ্তি। দেখেন ক্রিজের অনেকটা বাইরে বেরিয়ে গিয়েছেন ডিন। পিছন দিকে ঘুরে চকিতে স্টাম্প ভেঙে দেন তিনি। হতবাক হয়ে যান ক্রিকেটাররা। আম্পায়ার আউট দিতেই চোখের জল আটকাতে পারেননি চার্লট ডিন। ঝুলন গোস্বামীর শেষ ম্যাচ ভারত জিতে যায় ১৬ রানে। দীপ্তির রান আউট করার ভিডিয়ো আর সঙ্গে ডিনের কান্না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।