'কোন দলের হয়💛ে মাঠে নামি, তাতে কিছু যায় আসে না। যতবার ভারতে খেলতে ♋নামি, ভালোবাসা উপচে পড়ে প্রতিবার।' ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ভারতীয় সমর্থকদের এমন আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানালেন এবি ডি'ভিলিয়র্স।
একা এবিডি-ই নন, একই ভিডিয়ো বার্তায় স্বাধীনতার অমৃত মহোৎসবে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন ফ্যাফ ডু'প্লেসি, কাগিসো রাবাদা, কে🌱ন উইলিয়ামসন, জোস বাটলার, জনি বেয়ারস্টোর মতো বিদেশি তারকারাও।
ভিডিয়ো বার্তায় এবিডি বলেন🌌, 'অনেকে অনেক কিছু অর্জন করেছে। ღযার ফলে আজ ভারত এই জায়গায় দাঁড়িয়ে। আমি নিশ্চিত, সেরাটা অপেক্ষা করে রয়েছে।'
রাবাদা বলেন, ‘আমি কখনও ভাবতেই পারিনি, আমার দক্ষিণ আফ🃏্রিকার বাইরেও ভালোবাসা পেতে পারি। তব✤ে ভারত আমার মন ভরিয়ে দিয়েছে।’
ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডেভিড ওয়ার্নার, ড্যারেন স্যামি, কেভি♛ন পিটারসেনের মতো তারকারাও। সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নার লেখেন, ‘ভারতে আমাদের সমস্ত বন্ধু ও পরিবারকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
পিটারসেন হিন্দিতে নিজের শুভেচ্ছা বার্তায় যা লেখেন⛎, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘গর্ব𝄹 করো ভারত, সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করছ।’
আরও পড়ু🌳ন:- IPL👍 2023: জাদেজার সঙ্গে CSK-র বিচ্ছেদ কার্যত নিশ্চিত, সামনে এল চমকে দেওয়া খবর
ড্যারেন স্যামি লেখেন, 'স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভারত, যেখানে আমি আমার শেষ আন্তর্জাতিকܫ ম্যাচ খেলেছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।