এশিয়া কাপের ইতিহাসে ভারতের হয়ে সব থেকে বেশি রান রয়ꦿেছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে, এমন তথ্য মোটেও চমকে দেওয়ার মতো নয়। তবে এটা জানলে চমকে যাওয়া স্বাভাবিক যে, এশিয়া কাপে কপিল দেবের থেকಌেও বেশি উইকেট নিয়েছেন তেন্ডুলকর।
টুর্নামেন্টে সার্বিকভাবে ভারতের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকর সর্বাধিক উইকেটꦜশিকারিদের তালিকার সেরা পাঁচেও অবস্থান করছেন।
এশিয়া কাপে মোট ২১টি ইনিংসে ব্যাট করতে নেমে সচিন তেন্ডুলকর ৫১.১০ গড়ে মোট ৯৭১ রান সংগ্রহ করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন 💯রোহিত শর্মা। তিনি ২৬টি ইনিংসে ৮৮৩ রান সংগ্রহ করেছেন টুর্নামেন্টে। সুতরাং, এবছর সচিনকে টপকে এক নম্বরে উঠে আসার হাতছানি রয়েছে হিটম্যানের সামনে।
তালিকার ত💙ৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি ১৪টি ইনিংসে ব্যাট করে ৭৬৬ রান সংগ্রহ করেছেন। সুতরাং কোহলিও টপকে যেতে পারেন সচিনের রেকর্ড। চার নম্বরে রয়েছ🐟েন মহেন্দ্র সিং ধোনি। তিনি ২০টি ইনিংসে ৬৯০ রান সংগ্রহ করেছেন। শিখর ধাওয়ান ১৩টি ইনিংসে করেছেন ৬১৩ রান।
এশিয়া কাপে ভারতের হয়ে সব থেকে বেশি রান:-
১. সচিন তেন্ডুলকর: ৯৭১
২. রোহিত শর্মা: ৮৮৩
৩. বিরাট কোহলি: ৭৬৬
৪. মহেন্দ্র সিং ধোনি: ৬৯০
৫. শিখর ধাওয়ান: ৬১৩
এশিয়া কাপে ভারতের হয়ে যুগ্মভাবে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও ইরফান পাঠান। জাদেজা ১৮টি ইনিংসে বল করে ২২টি উইকেট নিয়েছেন। ইরফান পাঠান ১২টি ম্যাচে বল করে ২২টꦅি উইকেট সংগ্রহ করেছেন। রবিচন্দ্রন অশ্বিন ১১টি ইনিংসে ১৮টি উইকেট দখল করেছেন। সচিন তেন্ডুলকর ১৫টি ইনিংসে বল করে নিয়েছেন ১৭টি উইকেট। কিংবদন্তি কপিল দেব ৭টি ম্যাচে বল করে নিয়েছেন সাকুল্যে ১৫টি উইকেট।
এশিয়া কাপে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট:-
১. রবীন্দ্র জাদেজা: ২২
২. ইরফান পাঠান: ২২
৩. রবিচন্দ্রন অশ্বিন: ১৮
৪. সচিন তেন্ডুলকর: ১৭
৫. কপিল দেব: ১৫
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।