যত সময় এগোচ্ছে, তত রোহিত শর্মার ফিটনেস নিয়ে বিতর্ক বাড়ছে। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী এক 🌜কথা বলছেন। অন্য কথা বলছেন রোহিত। এমনকী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠেও নেমে পড়েন তিনি। তা নিয়েই এবার প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকর।
গ্রুপ লিগের শেষ ম্যাচের পর চোট নিয়ে প্রশ্ন করা হলে রোহিত জ𓄧ানান, তিনি পুরোপুরি সুস্থ আছেন। প্লে-অফে মুম্বইকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছেন। রোহিতের কথায়, 'ফিরতে পেরে আমি খুশি। অনেকদিন হয়েছিল। এখানে আরও কয়েকটি ম্যাচ খেলার জন্য উদগ্রীব হয়ে আছি। দেখা যাক, কী হয়। ওটা (হ্যামস্ট্রিং) ঠিক আছে, পুরোপুরি।'
সেই মন্তব্যের পরে আরও জলঘোলা শুরু হয়েছে। সে বিষ🌊য়ে প্রশ্ন বেঙ্গসরকর জানান, অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের চোটের মূল্যায়ন করতে কোনও ভুল হয়েছে কিনা, তা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ব্যাখ্যা করতে হব��ে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রাক্তন নির্বাচক প্রধান বলেন, ‘এটা উদ্ভট যে ভারতীয় দলের সবথেকে ব্যাটসম্যান রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরের জন্য আনফিট বলে ঘোষণা করলেন ভারতীয় দলের ফিজিয়ো (নীতিন প্যাটেল)। তাই সফরের জন্য তাঁকে বাছাই করা হল না। আর তিনিই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন এবং নেতৃত্ব দিচ্ছেন।’
বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রোহিতের দায়িত্ববোধের নিয়েও প্রশ্ন তুলেছেন বেঙ্গসর🌌কর। তিনি বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে যে দেশের হয়ে খেলার তুলনায় ওঁর কাছে কি আইপিএল বেশি গুরুত্বপূর্ণ? দেশের হয়ে খেলার থেকে ক্লাবের হয়ে খেলা ওঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ? সে বিষয়ে বিসিসিআই কি কোনও সিদ্ধান্ত নেবে? নাকি রোহিতের চোট সঠিকভাবে বোঝার ক্ষেত্রে ভুল করেছেন বিসিসিআইয়ের ফিজিয়ো।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।