আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। আইপিএল ছাড়া আর কোনও ঘরোয়া টুর্নামেন্ট খেলেন না। চলতি আইপিএলে যেভাবে হোঁচট খেতে হয়েছে, তাতে পরের বছর পুনরায় চেন্নাই স𓆉ুপার কিংসের জার্সিতে মাঠে ফিরবেন কিনা, সেবিষয়ে নিশ্চিত ছিলেন না সমর্থকরা। স্বাভাবিকভাবেই তাঁদের মনে একটা দুশ্চিন্তা বাসꩵা বেঁধেছিল যে, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচটাই কি তবে মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জীবনের শেষ ম্যাচ হতে চলেছে?
অনুরাগীদের আশ্বস্ত করললেন ধোনি নিজে। পঞ্জাবের বিরুদ্ধে টসের পর চেন্নাই অধিনায়র স্পষ্ট জানিয়ে দিলেন, হলুদ জার্সিতে এটাই তাঁর শেষ ম্যাচ ন𓆏য়।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক𒁃 করুন এখানে।)
পঞ্জাবের বিরুদ্ধে টস জয়ের পর শুরুতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন ধোনি। ঠিক তার পরেই ড্যানি মরিসন ধোনিকে করে বসেন এই মুহূর্তের সবথেকে মূল্যবান পಞ্রশ্নটি। তিনি জিজ্ঞাসা করেন, এটাই কি হলুদ জার্সিতে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ? সিএসকে অধꦿিনায়ক জবাবে বলেন, ‘অবশ্যই নয়।’
এর আগে চেন্নাই সিইও♕ কাসি বিশ্বনাথন সমর্থকদের আশ্বস্ত করেছিলেন এই বলে যে, তিনি আত্মবিশ্বাসী, পরের বছরেও ধোনি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন। এবার ধোনি নিজেইౠ সরাসরি জানিয়ে দিলেন সিএসকের জার্সিতে পুনরায় মাঠে ফেরার কথা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।