করোনার ফলে বদলে গেছে সমস্ত খেলার নিয়ম। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। ♛করোনার কারনেই আইসিসি বলে থুথুর ব্যবহার নিষিদ্ধ করেছে। এখন💖 আর বলে থুতু লাগিয়ে পালিশ করা যায় না।
করোনার সময় এই নির্দেশিকা জারি করে আইসিসি। যে নিয়ম বহাল রয়েছে আইপিএলেও। সেই বিধিই ভুল করে অভ্যাসবশত প্রায় ভেঙেই ফেলেছিলেন ভারতীয় জাতীয় দল তথা আরসিবির অধিনায়ক বিরাট ক💞োহলি। শেষ মুহূর্তের বোধোদ🙈য়ে সামলে নেন নিজেকে। সেইসময় বিরাটের অভিব্যক্তি দেখে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার।
দিল্লির ব্যাটিংয়ের সময় বল যায় বিরাট ফিল্ডিং করে বল হাতে নিয়েই তাতে থুতু লাগিয়ে পালিশ করতে যান। ক্যামেরায় ধরা পড়ে গোটা কান্🌊ড। জিভে আঙুল ছুঁইয়ে ফেলেও শেষ মুহূর্তে তিনি নিজেকে সামলে নেন। ভুল বুঝতে পেরে লাজুক হাসি ﷺদেখা যায় বিরাটের মুখে। হাত তুলে ক্ষমাও চান তিনি।
বিরাটের অভিব্যক্তি দেখে সচিন ট্যুইট করেন, ‘অমূল্য অভিব্যক্তি বিরাট। মাঝে মধ্যে অভ্যেস সামলানো কঠিন হয়ে পড়ে।’প্রসঙ্গত এর আগে রাজস্থান রয়্যালসের রবিন উথাপ্পা বলে থুতু লাগিয়ে বিতর্কে উস্কেছিলেন।যদিও 💯শাস্তির𝓀 কোপে পড়তে হয়নি তাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।