RR vs KKR -নাইট তরুণদের দাপটে রয়্যালসদের দর্পচূর্ণ, দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর
8 মিনিটে পড়ুন Updated: 30 Sep 2020, 11:37 PM ISTরাজস্থান রয়্যালসের প্রথম হার এল কেকেআরের হাত🅷ে।
রাজস্থান রয়্যালসের প্রথম হার এল কেকেআরের হাত🅷ে।
গিল থেকে শুরু, বোলিংয়ে কামাল করলেন নাগরকোটি ও মাভি। এদের দৌলতে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থাকা রয়্যালসদের ৩৭ রানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের সমস্ত বড় ঘটনার বিবরণ পড়ুন নিচে। আইপিএল সংক্রান্ত সব খবরের জন্য ক্লিক করুন এখানে।
শারজায় দুটি ম্যাচ খেলার পর দ🐻ুবাইতে এসে মানিয়ে নিতে পারল না রাজস্থান রয়্যালস। অনেকেই মারতে গিয়ে আউট হলেন পিচের চরিত্র বোঝার আগেই। এর মধ্যে অন্যতম হল স্মিথ ও স্যামসন। বাটলার শুরুতে ২১ করলেও বাকি টপ ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। টম কারেন অপরাজিত ৫৪ না করলে𓄧 রয়্যালসদের মুখরক্ষা হত না। বোলিংয়ে অবশ্য আর্চার অনবদ্য। ১৮ রানে নিলেন দুটি উইকেট। বাকিরা খারাপ করেননি, কিন্তু এদিনের ম্যাচটি মূলত ব্যাটিংয়ের ব্যর্থতার জন্যেই হারল স্টিভ স্মিথের দল।
৩৪ বলে ৪৭ করে ইনিংসের ভিত গড়েন শুভমন গিল। ভালো সঙ্গত করেন মর্🍎গ্💫যান ৩৮ নট আউট করে।
অন্যদিকে বোলিংয়ে তরুণ মাভি নেন ৪ ওভারে কুড়ি রানে দুই উইকেট। মাত্র দুই ওভার বল করে ১৩ রান দিয়ে দুই উইকেট তুলেছেন নাগরকোটি। এছাড়াও বড় প্রাপ্তি তাঁর অসাধারণ ক্যাচ আর্চারকে আউট করার জন্য। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। কুলদীপ নেন একটি উইকেট শেষে বল পেয়ে। ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন কামিন্স। সব মিলিয়ে নিলামে তারুণ্যের ওপর জোর দেওয়ার যে নীতি꧂ নিয়েছিল নাইট রাইডার্স, সেটি অবশেষে সুফল দিচ্ছে। এছাড়াও ভালো খেলছেন কামিন্স ও মর্গ্যান। এবার যদি অধিনায়ক কার্তিক ও রাসেল 🧔ছন্দে চলে আসেন, তাহলে কলকাতাকে হারানো শক্ত হবে।
তিনটি ম্যাচ খেলে দু𒁏টি জিতেছে নাইটরা। নেট রান রেটের নিরিখে প্রথমে দিল্লি, দ্বিত♕ীয় কলকাতা ও ম্যাচ হেরে তিন নম্বরে চলে গেল রাজস্থান।
৩৭ রানে জয় কলকাতার। শেষ ওভারে এল এগারো। কারেন ৫৪ ও অঙ্কিত সাত রানে অপরাজিত থাকলেন। কিন্তু সব মিলিয়ে একপেশে ম্যাচে তারুণ্যে ভর করে দ্বিতীয় জয় তুলে নিল কলকাতা🍸। টুর্নামেন্টে প্রথম হার রাজস্থানের।
পরপর দুটি বিশাল ছক্কা মেরে অর্ধশতরান টম কারেনের। ১৯ ওভারে ১২৬-৯। চার ওভারে ১ উইকেট দিয়ে ৪০♐ রান দিল🧸েন নারিন।
30 Sep 2020, 11:14 PM ISTআউট উনাদকাট। চালাতে গিয়ে নাগরকোটির হাত🌠ে ধরা পড়লেন তিনি। কিন্তু তাঁর দাবি যে স্পাইডার ক্যামে লেগেছে বলটি। কিন্তু বারবার রিপ্লে দেখেও সেটি নিশ্চিত ভাবে বোঝা গেল না। তাই ফিরতে হবে উনাদকাটকে যদিও তিনি একেবারেই খুশি নন।&nb🦩sp;
১৬তম ওভার করলেন কুলদীপ যাদব। ৭ রান এল সেই ওভার থেকে। একজন প্রথম সারির বোলারকে কেন এত পরে সুযোগ দেওয়া হ🔯চ্ছে, কুলদীপ কি আদপে ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন, সেই প্রশ্ন উঠে গ💖েল।
30 Sep 2020, 10:57 PM ISTমাত্র চার বলে ছয় রান করে চালাতে গিয়ে আউট হলেন জোফরা আর্চার। বরুণের বলে চমৎকার হাই ক্যাচ নিলেন নাগরকোটি। ১৫ ওভারে ৯০-৮। অনেক ক্যাচ ফেলছেন ফিল্ডাররা, কিন্তু লং অন থেকে ছুটে এসে যেভাবে ক্যাচ নিলেন নাগরকোটি, সেটা প্রশংসার যোগ্য। ৩০ বলে ৮৫ 𝔍রান চাই, ২৩ রানে অপরাজিত টম কারেন। তিনিই শেষ ভরসা রয়্যালসদের।
সাত বলে পাঁচ রান করে নারিনের বলে কার্তিকের হাতে ক্যাচ আউট হলেন গোপাল। প্রথমে আম্পায়ার আউট দেন নি, রিভিউ নিয়ে সিদ্ধান্ত꧂ বদল করালꦍেন কার্তিক। ক্রিজে এলেন জোফরা আর্চার।
30 Sep 2020, 10:44 PM ISTনারিনকে দারুন চꦿার মারলেন টম কারেন। অপর দিকে নয়া ব্যাটার শ্রেয়স গোপাল। কিন্তু এই ম্যাচ কার্যত রয়্যালসদের হাত থেকে বেরিয়ে গিয়েছে এটা বলাই যায়। এখনও যদিও কুলদীপ ও রাসেল আসে𝔍ননি বোলিং করতে। সাত বোলার কেন খেলাচ্ছে কেকেআর, সেই নিয়ে প্রশ্ন করছেন ধারাভাষ্যকাররা।
হল না গত ম্যাচের পুনরাবৃত্তি। ১০ বলে ১৪ রান ক🤡রে বোল্ড আউট হলেন তিনি। বরুণ চক্রবর্তীর গুগলিকে মারতে গিয়ে একেবারে খেই হারালেন তিনি। ৬৬-৬ রাজস্থান রয়্যালস।
30 Sep 2020, 10:36 PM ISTনাগরকোটিকে অনবদ্য ছক্কা মারলেন তেওয়াটিয়া। তিনি ꦿ১৩ ও টম ৭ রানে অপরাজিত।
ক্রিজে আছেন কারেন ও তেওয়াটিয়া। এখনও পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন মাভি ও নাগরকোটি। স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট নেন কামিন্স।রাজস্থানের হয়ে একমাত্র জস 𒅌বাটলার (২১) ছাড়া উল্লেখযোগ্য রান কেউ করতে পারে নি। এই ম্যাচ জেতা খুব কঠিন রয়্যালসের পক্ষে।
30 Sep 2020, 10:24 PM IST৮ ওভারে ৪৩-৫। চালাতে গিয়ে ব্যা🧸কওয়ার্ড পয়েন্টে ক্যাচ আউট হলেন রিয়ান পরাগ। খুব সুন্দর ক্যাচ নিলেন শুভমন গিল। দুটি উইকেট এল কমলেশ নাগরকোটির ওভার থেকে। কার্যত ম্যাচের বাইরে এখন রাজস্থান।
দুবাইয়ে নাইট পেসারদের দাপট অব্যাহত। ভালো বলে উইকেট না পে🍷লেও উইকেট তো। কমলেশ নাগারকোটির শর্ট বল পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারের থেকে বেশি দূর অতিক্রম করতে পারলেন না রবিন উথাপ্পা। ৭.১ ওভারে রাজস্থানের স্কোর চার উইকেটে ৪১। সাত বলে দু'রান করে ফিরলেন উথাপ্পা।
30 Sep 2020, 10:10 PM ISTএবার ফিরলেন জোস বাটলার। দুুবাইয়ে দলের মালিকের সামনে দাপুটে বোলিং শিবম মাভির। যদিও এবার অবশ্য খুব একটা যে ভলো বল ছিল, তা বলা যাবে না। কিন্তু সেই বলেই আউট হলেন বাটলার। অন্য♕ সময় যে বল বাউন্ডারির বাইরে পাঠাতেন। পাওয়ার প্লে'র পর প্রথম বলেই উইকেট তুলে নিল কেকেআর। ৬.১ ওভারে রাজস্থানের স্কোর তিন উইকেটে ৩৯।
পাওয়ার প্লে'তে দারুণ শুরু করল কলকাতা নাইট রাইডার্স। দুই ফর্মে থাকা ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন প্যাট কামিন্স ও শিবম মাভি। ছ'ওভার শেষে রাজস্থানের স্কোর দু'উইকেটে ৩৯। ক্রিজে আছেন জোস বাটলার (১৫ বলে ২১ রান) এবং রবিন উথাপ্পা🍃 (পাঁচ বলে এক রান)।
30 Sep 2020, 09:58 PM ISTদুর্ধর্ষ ফর্মে ছিলেন স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন। দু'জ🔯নকেই প্রথম পাঁচ ওভারের মধ্যে প্যাভিলিয়েন ফিরিয়ে দিল কেকেআর। রাজস্থান ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে, শারজার মোহ কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। বড় শট মারতে গিয়ে কার্যত উইকেট ছুড়ে দিয়ে এলেন ফর্মে থাকা সঞ্জু। দুবাইয়ের বড় বাউন্ডারি পার করতে না পেরে শিবম মাভির বলে মিড🦄 উইকেটে সুনীল নারিনের হাতে ধরা পড়লেন। ৪.১ ওভারে রাজস্থানের স্কোর দু'উইকেটে ৩০।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই দুবাইয়ে শুরু করলেন প্যাট কামিন্স। দ্বিতীয় বল থেকে স্টিভ স্মিথের সঙ্গে তাঁর দ্বৈরথ শুরু হয়। স্মিথের মতো ব্যাটসম্যানকে ন♚াকানিচোবানি খাওয়াচ্ছিলেন। শেষপর্যন্ত শেষ বলে স্মিথকে আউট করলেন কামিন্স। উইকেটের পিছনে ভালো ক্যাচ ধরলেন দীনেশ কার্তিক। ২ ওভারে রাজস্থানের স্কোর এক উইকেটে ১৬ রান।
30 Sep 2020, 09:31 PM ISTকেকেআরের জন্য ৪৭ করলেন শুভমন, অপরাজিত ৩৪ মর্গ্যানের। স্টার্ট পেয়েছিলেন রানা ও রাসেল। কিন্তু কেউ সেই বড় রানের ইনিংস করতে পারলেন না যেটা টোটালটিকে ২০০-র ওপর নিয়ে যেত। কৃতিত্ব দিতে হবে রয়্যালস বোলারদেরও বিশেষত জোফরা আর্চারের। ১৮ রানে ২ উইকেট নি𝓀লেন তিনি। একটি করে উইকেট নিলেন রাজপুত, উনাদকাট, কারেন ও তেওয়াটিয়া। উনাদকাটকে কেন মাত্র দুই ওভার বল করানো হল, সেটি বোঝা গেল না।
তিনটি ওয়াইড ও একটি মর্গ্যানের ছক্কা সহ শেষ 𒁃ওভারে এল ১৬। সব মিলিয়ে ১৭৪-৬ করল🦹 কেকেআর। খারাপ নয় কিন্তু আরো অনেক বেশি করতে পারত নাইটরাইডার্স, মোক্ষম সময় উইকেট না হারালে। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকলেন মর্গ্যান।
30 Sep 2020, 09:15 PM ISTমাত্র নয়✨ রান এল এই ওಞভারে। তার মধ্যে একটি দারুন চার মারলেন নাগরকোটি। ৪ ওভারে ৩৯ রান দিলেন অঙ্কিত রাজপুত।
টম কারেনের বলে পুল করতে গিয়ে স্যামসনের হাতে ধরা পড়লেন প্যাট কামিন্স। ক🌞িছুটা চোট লেগেছে স্যামসনের। ১০ বলে ১২ রান করে আউট তিনি। ১৮ ওভারে ১৪৯-৬।
30 Sep 2020, 09:06 PM ISTজোফরা আর্চারের শেষ বলে কভারের ওপর দিয়ে ছয় মারলেন ইয়ান মরগ্যান। বাউন্ডা🤡রিতে ক্যাচ নেওয়ার সুযোগ ছিল টম কারেনের কিন্তু তিনি পারলেন না। ১৭ ওভারে ১৪১-৫। ১৪ রানে মর্গ্যান ও ১০ রানে কামিন্স নট আউট। আর্চার চার ওভারে দুই উܫইকেট দিয়ে নিলেন ১৮ রান।
মাত্র সাত রান এল টম কারেনের ওভার থেকে। উইকেট পড়ায় নিশ্চিত ভাবেই স্লথ হচ✤্ছে নাইট রাইডার্সের রানের গতি।
30 Sep 2020, 08:55 PM ISTক্রিজে এখন কামিন্স ও মর্গ্যান। দুজনেই নতুন, তাই শেষ পাঁচ ওভারে ঝোড়ো গতিতে রান করা নিশ্চিত ভাবেই শক্তꦿ হবে।
মারতে গিয়ে আউট হলেন ꦉরাসেল। ১৪ বলে ২৪ করলেন তিনি। অঙ্কিত রাজপুতের বলে 🔴ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট তিনি।
30 Sep 2020, 08:42 PM ISTঅসাধারꦛꦡণ বোলিং করছেন জোফরা আর্চার। নিয়েছেন গিল ও কার্তিকের উইকেট। তিন ওভারে মাত্র চার রান দিয়ে। ১৪ ওভারের শেষে নাইটরাইডার্স ১০৮-৪
ফের ব্যর্থ নাইট রাইডার্স অধিনায়ক। দারুন বল করলেন আর্চার, পিছনে ক্যা💟চ দিয়ে মাত্র এক রানে 🐈আউট তিনি। নাইট রাইডার্স- ১০৬-৪
30 Sep 2020, 08:37 PM ISTগোপালের বলে দুটিকে বিশাল ছক্কা মারার পর একটি মিসটাইম করলেন তিনি। অনেকক্ষণ বল আকাশে ছিল, কিন্তু তেওয়াটিয়া পারল🔯েন না ক্যাচ ধরতে। ১৬ রান এল ওভার থেকে। ১৩ ওভার শেষে ১০৬-৩। ১১ বলে ১৭ রানে নট আউট রাসেল।
আউট শুভমন! ৩৪ বলে ৪৭ করে আউট শুভমন। ফ্লিক করতে গিয়েছিলে🎐ন জোফরার প্রথম বলকে, কিন্তু লিডিং এজ লেগে কট অ্যান্ড বোল্ড হলেন তিনি। সফট আউট ক্রিকেটীয় পরিভাষায়। ১২ ওভারে ৯০-৩। মাত্র এক রান এল এই ওভার থেকে।
30 Sep 2020, 08:28 PM ISTআউট! শেষ বলে তেওটিয়াকে মারতে গিয়ে আউট হলেন নীতিশ রানা। ১৭ বౠলে ২২ রান করলেন তি✅নি। এবার ক্রিজে রাসেল।
শ্রেয়স গোপালের ওভার💜ে পর পর দুটি চার মারলেন শুভমন গিল। ১০ রান হল নবম ওভারে। গিল নট আউট
30 Sep 2020, 08:25 PM IST১৪ রান এল এই ওভারে। রিয়ান পরাগকে বিশাল ছক্কা মারলেন নীতিশ রানা। নিশ্চিত ভাবেইꦯ এবার গতি বাড়াচ্ছে নাইট রাইডার্স।
রানের গ🔴তি বাড়ানোর চেষ্টায় গিল ও রানা। শ্রেয়স গোপালের ওভার থেকে এল দশ রান। ২৬ রানে নট আউট গিল, ৭ রানে রানা।
30 Sep 2020, 07:54 PM ISTউনাদকাটের ওভারে একটি বিশাল লেগে ছক্কার পর ড্রাইভ করে চার ღমারলেন। কিন্তু তারপরেই স্লোয়ার বলে ধোঁকা খেয়ে বোল্ড আউট বলেন সুনীল নারিন। ১৪ বলে ১৫ রান করলেন তিনি। ৫ ওভারে ৩৬-১। নতুন ব্যাটার হলেন নীতিশ রানা।
অঙ্কিত রাজপুতের ওভারে এ💯ল দুটি চার। একটি মারলেন নারিন অন্যটি শুভমন। চার ওভারে ২৫-০
30 Sep 2020, 07:45 PM ISTএই টুর্নামেন্টে অনেক ক্যাচ পড়꧋েছে কিন্তু উথাপ্পা সবাইকে ছাপিয়ে গেলেন। মিড অনে একেবারে লোপ্পা ক্যাচ মিস করলেন তিনি। নারিন শূন্য রানে উনাদকাটকে চালাতে গিয়ে মিসটাইম করেন। কিন্ত෴ু ধরতে পারলেন না প্রাক্তন নাইট। ৩ ওভারে ১৪-০। গিল অপরাজিত ১২ রানে।
অঙ্কিত রাজপুতের দ্বিতীয় বলেই দারু🍒ন ছয় মারলেন শুভমন গিꦉল। আগের ম্যাচের মতোই ভালো ফর্মে আছেন তিনি। অন্যদিকে একেবারেই টাইমিং হচ্ছে না নারিনের। ২ ওভারে ১০-০
30 Sep 2020, 07:36 PM ISTসাবধানী শুরু কলকাতার। শুভমন গিল চতুর্থ বলে সিঙ্গল নিলেন। শেষ দুটি বলে ঝুঁকি নেননি নারিন। জোফরা আর্চারকে সম্মান দিলেন দুই ওপেনার।&nb𒁃sp;
আগের ম্যাচ জিতছে দুই দল। তাই কিছুটা প্রত্যাশিত ভাবেই একাদশে কোনও পরিবর্তন নয়। অর্থাৎ ফের তিন স্পিনার নিয়ে খেলবে কেকেআর। একজন ব্যাটার কম খেলাচ্ছে তারা। আশা যে কামিন্স ও নাগরকোটি সেই অভাব ঢেকে দেবেন। অন্যদিকে গত ম্যাচে মার খেলেও বোলার বদল করল না রাজ❀স্থান।
30 Sep 2020, 07:05 PM ISTটস জিতলেন স্টিভ স্মিথ। গত ম্যাচে যেভাবে অনবদ্য খেলে জিতেছে তারা, এবার তাই ফের এ𒁏কই চিত্রনাট্য মেনে চলতে চান রয়্যালসরা। তাই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন স্টিভ স্মিথ।
বড় মাঠ এটি, সেখানে কতটা প্রভাব ফেলবেন সঞ্জু স্যামসন। সেদিকেই থাকবে সবার নজর। অন্যদিকে নিশ্চিত ভাবেই স𝓰ুবিধা হবে কলকাতার স্পিনারদের। কেকেআরের এদিন কোনও দলে পরিবর্তন হয় কি না, সেটাই দেখার।