ইংল্যান্ডে রবিচন্দ্রন অশ্বিনেরꩵ রেকর্ড বেশ ভালো। তবু তারকা অফ-স্পিনার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে নাও থাকতে পারেন, এমনই মনেﷺ করেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরি।
অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ভারতে অনুষ্ঠিত বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে ২৫ এবং ২২টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্♔যাঙ্ক মনে করে যে, ভারতের টিম কম্বিনেশনের কারণে একাদশে নাও থাকতে পারেন অশ্বিন।
বৃহস্পতিবার বেকেনহ্যামের কে𓆉ন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অসꦛ্ট্রেলিয়ার অনুশীলনের আগে স্থানীয় মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ভেত্তোরি বলেছিলেন যে, অজি টিম ম্যানেজমেন্ট ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে অনেক আলোচনা করেছে। তবে তারা একজন স্পিনারকেই খেলাবেন।
আরও পড়ুন: কেএ🐈স ভরত নাকি, ইশান কিষাণ- WTC Final-এ কে খেলবেন? ১ꩵ২ জনের দল বাছলেন শাস্ত্রী
ভেত্তোরি বলেছেন, ‘আমরা ভারতের বোলিং নিয়ে আলোচনা করছি। আমি মনে💎 করি, জাদেজাই খেলবে। কারণ ও ব্যাটিংটা 𓆏অনেক ভালো করে। আর ছয়ে নেমে সফল হয়েছে।’
তিনি যোগ করেছেন, ‘তা হলে প্রশ্ন হল, চতুর্থ পেসার এবং অ🍸লরাউন্ডার (শার্দুল) ঠাকুর এবং অশ্বিনকে ঘিরে। ওরা (দু'জনেই) বেশ দলে থাকার জায়গাতেই রযেছে।’
অভিজ্ঞ এই অফ স্পিনার ইংল্যান্ডে সাতটি ম্যাচে ২৮.১১ গড়ে মোট ১৮টি উইকেট নিয়েছেন কিন্তু ওভালে মাত্র একটি টেস্ট খেলꦜেছেন অশ্বিন। তই ভেত্তোরি বলেছেন, ‘অশ্বিন একজন অবিশ্বাস্য বোলার এবং ও বেশির ভাগ দলে প্রথম পছন্দই হবে। এবং শুধু মাত্র দলের কম্বিনেশনের জন্য ওকে বাদ দেওয়া হতে পারে।’
ওভালের উইকেট নিয়ে ভেত্তোরি বলে♋ছেন, ‘আমরা আশা করি, ওভাল সব সময়ে যে ভাবে আচরণ করে, সে ভাবেই আচরণ করবে। এটা একটি ভালো উইক🍰েট, কিন্তু খেলা চলার সঙ্গে সঙ্গে এই উইকেটে স্পিনাররা সুবিধে পেতে পারে।’
এ দিকে ভেত্তোরি আসা করেন, ডব্লিউটিসি ফাইনালে ক্যামেরন গ্রিন একটি বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে সদ্য সমাপ্ত আইপিএলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দেখার পরে। ভেত্তোরি বলেছেন, ‘যে কোনও ক্রিকেটের ফর্ম্যাটেই ও এখন প্রস্তু🎶তি নিচ্ছে। ও ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, যাতে ওর বোলিং লোড বাড়াতে পারে। এবং ও আসলে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।