মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল। তারা চার বার আইপিএলের শিরোপা জিতেছে। এই দলটি আইপিএল ২০২৩-এর ফাইনালেও নিজেদের জায়গা নিশ্চিꦏত করেছে। ൩এর ফলে CSK-এ এই নিয়ে দশম বার আইপিএল ফাইনাল খেলবে।
আরও পড়ুন… IPL 2023-এর সেরা পাঁওচ ব্যাটারকে বেছে নিলেন সেহওয়াগ, তালিকায় নেই কোহলি ও গিলের নাম
শিরোপা জয়ের এই লড়াইয়ের আগে, মাহির একটি পুরানো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে হর্ষ ভোগলে পোস্ট ম্যাচ উপস্থাপনায় CSK-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করছেন। ধোনির ধারাবাহিকতা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ভোগলে। এই প্রশ্নের এমন মজার উত্তর মাহি🐬 দিয়েছিলেন যেটি একমাত্র ধোনিই দিতে﷽ পারেন।
আরও পড়ুন… IPL 2023 Final: যেখান থেকে শুরু হয়✃ে ছিল সেখানেই শেষ হতে চলেছে! অবাক করা সমীকরণ
ভিডিয়োতে, হর্ষ ভোগলেকে CSK টিম সম্পর্কে জিজ্ঞাসা করতে দেখা যায়, আপনি কী সম্পর্কে কথা বলেন, আপনি কেবল নিজের উপর বিশ্বাস করেন, কীভাবে দল প্রতি🧔বার প্লে অফে পৌঁছে যায়। জবাবে ধোনিকে বলেন, ‘আমি যদি সবাইকে এর উত্তর বলেদি তাহলে এটা কী হবে, তারা আমাকে নিলামে আর কিনবে না। এটা একটা রহস্য।’
আরও পড়ুন… বোল্ট ও জনসনকে পিছনে ফেললেন মহম্মদ শামি, IPL-এর ইতিহাꦿসে গড়লেন নতুন রেকর্ড
এই সময় ধোনির মুখে হালকা হাসি দেখা যায়। এই ভিডিয়োটি আইপিএল 🌺২০১৯ এর, সেই সময়ে চেন্নাই সুপার কিংস তাদের তৃতীয় শিরোপা ডিফেন্ড করতে মাঠে নেমেছিল। সিএসকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেই বছর প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। তবে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১ রানে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এই বছর তাদের๊ পঞ্চম শিরোপা জিততে মাঠে নেমেছে, টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তারা। পয়েন্ট টেবিলে ২ নম্বরে থাকা চেন্নাই প্লে অফে পা রেখেছিল। প্রথম কোয়ালিফায়ারে দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে হারিয়েছে আইপিএল ২০২৩-এর ফাইনালে উঠেছে। এখন ২৮ মে অনুষ্ঠিত শিরোপা জয়ের লড়াইয়ে আবারও গুজরাট টাইটানসের মুখোমুখি হবে ধোনির চেন্নাই 🌄সুপার কিংস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT A♍pp বাংলায়। H♉T App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।