মুম্বই ইন্ডিয়ান্স সব থেকে বেশি ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে, তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে চেন্নাই সুপার কিংসের ধারাবাহিকতা প্র♈শ্নাতীত। এই নিয়ে মোট ১০ বার আইপিএলের ফাইনালে ওঠে সিএসকে। তাও টুর্নামেন্টের ২টি মরশুমে নির্বাসিত ছিল চেন্নাই। সব থকে বেশিবার ফাইন🅘ালে ওঠার নিরিখে চেন্নাইয়ের ধারেকাছে নেই কেউ। গত ১৫টি মরশুমে মাঠে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার ফাইনালে উঠেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, যখনই দেশের মাটিতে হোম-অ্যাওয়ে ভিত্তিক আইপিএল আয়োজিত হয়েছে, প্রতিবার ফাইনালে উঠেছে চেন্নাই। সুতরাং, এক্ষেত্🉐রে ঘরের মাঠে চেন্নাইয়ের দাপটই যে তাদের ফাইনালের পথে এগিয়ে দেয়, সেটাও অস্বীকার 🎃করা যাবে না।
ভারতে অনুষ্ঠিত হোম-অ্যাওয়ে ভিত্তিক আইপিএলে চেন্নাইয়ের পারফর্ম্যান্স:-২০০৮- রানার্স২০১০- চ্যাম্পিয়ন২০১১- চ্যাম্পিয়ন২০১২- রানার্স২০১৩- রানর্স২০১৫- রানার্স২০১৮- চ্যাম্পিয়ন২০১৯- রানার্স২০২৩- ফাইনালিস্ট
উল্লেখ্য, ২০০৯, ২০১৪ ও ২০২০ সালে আইপিল ভারতে অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে অর্ধেক আইপিএল অনুষ্ঠিত হয় বিদেশে। ২০২২ সালে ভারতেই বসে আইপিএলের আসর, তবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খꦏেলা হয়নি। ২০১৬ ও ২০১৭ সালে আইপিএল থেকে নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস। নির্বাসনের ২টি মরশুম বাদ দিয়ে বাকি ৫ বছরে আইপিএলে চেন্নাইয়ের কেমন পারফর্ম্যান্স ছিল দেখে নেওয়া যাক।
২০০৯- সেমিফাইনালিস্ট২০১৪- প্লে-অফ২০২০- লিগ স্টেজ২০২১- চ্যাম্পিয়ন২০২২- লিগ স্টেজ
আইপিএলে চেন্নাইয়ের সার্বিক পারফর্ম্যান্স:-১. সব থেকে বেশি ১০ বার আইপিএলের ফাইনালে ওঠে চেন্নাই।২. সব থেকে বেশি ১২ বার আইপিএলের শেষ চারে পৌঁছয় সিএসকে।৩. দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার আইপিএলে চ্যাম্পিয়ন হয় চেন্নাই।৪. সব থেকে বেশি ৫ বার আইপিএলে রানার্স হয় সিএসকে।৫. মোটে দু'বার আইপিএলের প্লে-অফে উঠতে ব্যর্থ হয় চেন্নাই।৬. দু'টি মরশুমে আইপিএল থেকে নির্বাসিত থাকে সিএসকে।৭. ভারতে অনুষ্ঠিত হোম-অ🐼্যাওয়ে ভিত্তিক আইপিএলে প্রতিবার ফাইনালে ওঠে চ🧔েন্নাই সুপার কিংস।
আরও পড়ুন:- GT vs CSK: ধোনি নাকি ‘ব💜িরক্তিকর’ ক্যাপ্টেন! মাহিকে এমন তকমা কে দিয়েছেন জানলে অবা♊ক হবেন
উল্লেখ্য, এবছর লিগের ১৪টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচে জয় তুলে নেয় চেন্না♑ই। তাদের ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকে সিএসকে। ফলে তারা লিগ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়ে যায়। প্রথম কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ধোনিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।