ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটপ্রমীদের কাছে যতটা মনোরঞ্জক, ক্যাপ্টেন হিসেবে তার থেকেও ꦯবেশি জনপ্রিয়। ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্কের জন্যই ধোনিকে বিশ্বের অন্যতম সেরা ক💙্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হয়।
শুধু ‘নাম কা ওয়াস্তে’ নয়, বরং ক্যাপ্টেন হিসেবে প্রতি ম্যাচে ধোনির প্রভাব ও তাঁর চোখ ধাঁধানো সাফল্যের জন্🧜যই ক্যাপ্টেন কুল ক্রিকেটবিশ্বের সম্ভ্রম আদায় করে নিয়েছেন। যদিও ধোনি নিজের ক্যাপ্টেন্সি নিয়ে নতুন একটি বিশেষণ প্রয়োগ করলেন, যা নিতান্ত মজাদার মনে হতে পরে।
আসলে চিপকে আইপিএল ২০২🍸৩-এর প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসকে হারিয়ে ওঠার পরে ধোনি নিজেকে ‘বিরক্তিকর' অধিনায়কের তকমা দেন। এক্ষেত্রে নিজেকে উৎপেতে বলার পিছনে যুক্তিও পেশ করেন মাহি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন, ‘আপনি পিচ দেখেছেন, পরিস্থিতি সম্পর্কেও ওয়াকিবহাল, সেই অনুযায়ী ফিল্ডিং পরিবর্তন করা উচিত। এক্ষেত্রে আমি বিরক্তিকর অধিনায়ক হতে পারি। কেননা আমি সার🅷াক্ষণ এদিক-ওদিক ফিল্ডারদের দু-এক ফুট সরাতে থাকি। তাই ফিল্ডারদের আমার দিকে চোখ রাখতে হয়।’
ধোনি আরও যোগ করেন, 'ভাবুন একবার, আপনি ফিল্ডিং করছেন, প্রতি ২-৩ বল অন্তর আপনাকে বলা হচ্ছে ডান দিকে ২ ফুট সরে দাঁড়ান, বাঁ-দিকে ৩ ফুট সরে যান। সেক্ষেত্রে বিষয়টা বিরক্তিকর মনে হওয়াই স্বাভাবিক। তবে আমি সর্বদা নিজের অন্তর অনুভূতির উপর বিশ্বাস করি। আমি পিচ, বোলারদের লাইন,🐎 কী ঘটছে, সব কিছুই লক্ষ্য করি। সেকারণেই আমি ফিল্ডারদের অনুরোধ করি যে, আমার দিকে চোখ রেখো। যদি ক্যাচ মিস করো, তাহলেও কোনও প্রতিক্রিয়া পাবে না। শুধু আমাকে লক্ষ্য কোরো সবসময়।'
প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের জয়ের পিছনে রবী𝕴ন্দ্র জাদেজার অবদানের কথা আলাদা করে স্বীকার করে নেন ধোনি। জাদেজাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে চেন্নাই দলনায়ক বলেন, ‘জাড্ডু যদি পিচ থেকে সাহায্য পায়, তাহলে ওকে মারা খুব কঠিন। আমি মনে করি যে, সেই পরিস্থিতিতে ওর বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে🐽ছে। তাছাড়া মইন আলির সঙ্গে ওর পার্টনারশিপের কথাও ভুললে চলবে না। স্লো পিচে প্রতিটি রান গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য চিপকে শুরুতে ব্যাট করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতেಌ🌳 নেমে গুজরাট টাইটানস ২০ ওভারে ১৫৭ রানে অল-আউট হয়ে যায়। ১৫ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরে সিএসকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।