প্রকাশ্যে আম্পায়ারদের সিদ্ধান্তে সংশয় প্রকাশ কর✨ার মাশুল দিতে হল রবিচন্দ্রন অশ্বিনকে। ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে সুর চড়িয়ে পার পেলেন না তিনি। চিপকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ওঠার পরেই রাজস্থান রয়্যালসের স্পিনার অল-রাউন্ডারকে শাস্তির ꧟মুখে পড়তে হয়।
বিসিসিআই অশ্বিনের আচরণকে প্রশ্রয় দিতে রাজি হয়নি। তাছাড়া আইপিএলের আচরণবিধিতেও ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তে প্রশ্ন তোলায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। 😼সব মিলিয়ে চিপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে ওঠার পরেই বড় অঙ্কের জরিমানা গুনতে হল অশ্বিনকে।
চিপকে শিশিরের জন্য আম্পায়ারদের স্বতঃপ্রণোদিত হয়ে বল বদল করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অশ্বিন। মাঠেই আম্পায়ারদের এই নিয়ে কথা শোনান অশ্বিন। পরে সাংবাদিক সম্মেলনেও রবিচন্দ্রন জানান যে, তিনি এবারে🎃র আইপিএলে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্তে অবাক হয়েছেনﷺ।
অশ্বিনের এমন মন্তব্যের পরেই বিসিসিআই আইপিএলের আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গের দায়ে অশ্বিনকে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করে। অশ্বিন প্রাথমিক পর্যায়ের এই অপরাধ স্বীকার করে নেন। লেভেল ওয়ান অপরাধ💟ের ক্ষেত্রে ম্যাচ রেফারি যা শাস্তিবিধান করেন, সেটিই চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার চিপকে ম্যাচের শেষে সংবাদিক সম্মেলনে অশ্বিন꧋ বলেন, ‘আম্পায়াররা শিশিরের জন্য বল বদল 🐬করায় আমি খুবই অবাক হয়েছি। এমনটা আগে কখনও দেখিনি। সত্যি বলতে, এবছর আইপিএলে মাঠের কিছু সিদ্ধান্ত আমাকে বেশ বিভ্রান্ত করেছে। আমি বলতে চাইছি যে, এটা ঠিক নাকি ভুল নাকি মাঝামাঝি, ভালো নাকি মন্দ, সব দিকই দিয়েই বিভ্রান্তি তৈরি করেছে। আমি মনে করি যে, একটু ভারসাম্য প্রয়োজন।’
একা রবিচন্দ্রন অশ্বিনকেই নয়, চেন্নাই সুপার কিংসকে হারিয়ে উঠে শাস্তির মুখে পড়তে হয় রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসনকেও। চিপকে স্লো ওভার-রেটের দায়ে স্যামসনকে ১২ ল🅰ক্ষ টাকা জরিম🦹ানা গুনতে হয়।
চিপকে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে। জোস বাটলার ৫২, দেবদূত পাডিক্কাল ৩৮, রবিচন্দ্রন অশ্বিন ৩০ ও শিমরন হেতমায়ের অপরাজিত ৩০ রান করেন। ২টি করে উইকেট নেন আকাশ স🧔িং, তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।