মাঠে না নেমেই আইপিএলের প্লে-অফের টিকিট পকেটে পুরল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচের ফলাফলের নিরিখে শেষ চারে জায়গা পাকা হয়ে যায় ঋষভ পন্তদের। আসলে কলকাতা হারায় পঞ্জꦿাব ও কেকেআরের ম্যাচ ও পয়েন্ট সংখ্যা সমান হয়ে যায়। ১২ ম্যাচে দু'দলের সংগ্রহ এখন ১০ পয়েন্ট। শেষ দু'টি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দিল্লিকে ছোঁয়া সম্ভব হবে না তাদের পক্ষে। আরসিবি ও মুম্বইয়ের কাছে সুযোগ রয়েছে ১৬ পয়েন্টে পৌঁছনোর। সেক্ষেত্রে লিগ টেবিলের প্রথম চারে থাকা আটকাবে না পন্তদের।
পঞ্জাবের কাছে ম্যাচ হেরে প꧋্লে-অফের রাস্তা কঠিন করে ফেলল কেকেআর। কেননা মুম্বই ইন্ডিয়া💃ন্স এক ম্যাচ কম খেলেই ১০ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। সুতরাং, রোহিত শর্মারা বাড়তি সুবিধা পেয়ে গেল কেকেআরের হারে। দেখে নেওয়া যাক আইপিএল ২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল।
আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:-
১. চেন্নাই সুপার কিংস: ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিএসকে রয়েছে লিগ টেবিলের শীর্ষে। তারা প্রথম দল হিসেব𓃲ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। চেন্নাইয়ের নেট রান-রেট +১.০০২।
২. দিল্লি ক্যাপিটালস: ১১ 💫ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দিল্ল♐ি রয়েছে দু'নম্বরে। তারা দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করে। দিল্লির নেট রান-রেট +০.৫৬২।
৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে যথারীতি তিন নম্বরেই। তাদের নে﷽ট রান-রেট -০.২০০।
৪. কলকাতা নাইট রাইডার্স: ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কে♈কেআর থেকে যায় চার নম্বরেই। তাদের নেট রান-রেট +০.৩০২।
৫. পঞ্জাব কিংস: ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে পাঁচ নম✃্বরে। তাদের নেট রান🥂-রেট -০.২৩৬।
৬. মুম্বই ইন্ডিয়ান্স: ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে ছয় নম্বরে। তাদের নেট রান꧑-রেট -০.৪৫৩।
৭. রাজস্থান রয়্যালস: ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান অবস্থান করছে সাত নম্বরে। তাদের নেট ♎রান-রেট -০.৪৬৮।
৮. সানরাইজার্স হায়দরাবাদ: ১১ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম꧙্বরে। তাদের নেট ꦡরান-রেট -০.৪৯০।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।