আইপিএল ফাইনালের ম্যাচের সেরা হয়েছেন ফ্যাফ ডু'প্লেসিস। অথচ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জয়ের জন্য শুধুমাত্র লুঙ্গি এনগিদিকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। কোথাও ফ্যাফ বা൩ ইমরান তাহিরের নাম নেই। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন তারকা ডেল স্টেইন। 🔯;
ইনস্টাগ্রামে ক্রিকেট সাউথ আফ্রিকার পোস্টের নীচে স্টেইন বলেন, 'এই অ্যাকাউন্ট কে চালান? শেষবার যখন দেখেছিলাম, তখন ফ্যাফ এখনও অবসর নেয়নি, ইমরানও (তাহির) অবসর নেয়নি এখনও। দু'জনেই দক্ষিণ আফ্রিꦛকার হয়ে দীর্ঘদিন খেলেছেন। স্রেফ নাম উল্লেখ করারও যোগ্য নন তাঁরা? জঘন্য।'
শুক্রবার চেন্নাই সুপার কিংসে চতুর্থ আইপিএল জয়ের পর ইনস্টাগ্রামে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয় (এখন সেই পোস্ট দেখা যাচ্ছে না), 'চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল জয়ের জন্য লুঙ্গি এনগিদিকে অভিনন্দন।' সেই পোস্টে কোথাও ডু'প্লেসিস বা তাহিরের নাম ছিল না। যে দু'জন𒈔ই চেন্নাইয়ের খেলোয়াড়। ডু'প্লেসিস তো ফাইনালে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ের ভিত তৈরি করে দেন। তাহির এবারের মরশুমে একটি ম্যাচে খেলেছেন। এমনকী এনগিদি তো আইপিএলের দ্বিতীয়ꦜ ভাগে ছিলেন না। এবার মাত্র তিনটি ম্যাচ খেলেছেন।
সেই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্꧂ডের পোস্ট ঘিরে স্বভাবতই বিতর্ক তৈরি হয়। সবথেকে বেশি ক্ষোভপ্রকাশ করেন স্টেইন। টুইটারে তিনি বলেন, ‘টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে পোকামাকড়ের কৌটো খুলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যাঁরা এই অ্যাকাউন্টগুলি চালাচ্ছেন, তাঁদের সঙ্গে কথা বলার দরকার আছে।’ পরে আরও একটি টুইটে তিনি বলেন, ‘এখন কমেন্ট সেকশন ব্লক করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কতগুলি পরামর্শ থাকল। ঠিক কাজটা করুন। পোস্টটি ডিলিট করুন। যে (প্রোটিয়া) খেলোয়াড়রা (সিএসকে) হয়ে খেলেছেন, তাঁদের নাম যোগ করুন। নিজেদের বিব্রত হওয়া এবং উপহাসের পাত🥃্র হওয়া থেকে রক্ষা করে ফেলুন।’
এমনিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা যে দল ঘোষণা করেছে, তাতে নেই ডু'প্লেসিস বা তাহির। বিশেষত ডু'প্লেসিস কীভাবে বিশ্বকাপের দলে নেই, তা নিয়ে হতবাক হয়ে গিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইএসপিএন ক্রিক ইনফোতে স্টেইন বলেন, 'ফ্যাফ𒈔 ডু'প্লেসিসের জন্য খারাপ লাগবেই। ও যে দেশে আছে, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে। আইপিএল ফাইনালে প্রায় ৯০ রান করেছে। আর ও বিমান ধরে কেপটাউনে ফিরে আসবে। এটার বিষয়ে আমি কথা𒐪ও বলতে পারছি না। আমার মাথা ভোঁ ভোঁ করছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।