একটি নো-বলের কতবড় মাশুল দিতে হতꦜে পারে, চলতি আইপিএলে হাড়ে হাড়ে টের পেয়েছেন একাধিক বোলার। সব থেকে বড় শিক্ষা পেয়েছেন সন্দীপ শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের শেষ বলে সন্দীপ নো-বল করায় জিতে গিয়েও ম্যাচ হারতে হয় রাজস্থান রয়্যালসকে।
এবার আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে দর্শন নালকাꦯন্ডের একটি নো-বলের বিরাট মাশুল দিতে হয় গুজরাট টাইটানসকে। চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের যেখানে মাত্র ২ রানে সাজঘরে ফেরার কথা ছিল, জীবনদান পেয়ে তিনি সেখানে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে চেন্নাইকে শক্ত ভিতে বসিয়ে দেন।
দর্শন নালকান্ডেকে লিগ পর্বের একটিও ম্যাচে মাঠে নামায়নি গুজরাট টাইটানস। তাঁকে সরাসরি চেন্নাইয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামিয়ে দেন হার্দি💃ক পান্ডিয়ারা। মহম্মদ শামির সঙ্গে নতুন বলে দৌড় শুরু করেন দর্শন।
দ্বিতীয় ওভারে দর্শনের প্রথম বলে ১ রান নেন ডেভন কনওয়ে। দ্বিতী𒐪য় বলে কোনও রান সংগ্র﷽হ করতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন রুতুরাজ। তবে সেটি নো-বল হওয়ায় বেঁচে যান গায়কোয়াড়। দর্শন পুনরায় তৃতীয় বল করলে ফ্রি-হিটে ছক্কা হাঁকান রুতুরাজ। চতুর্থ বলে চার মারেন তিনি। উইকেট পাওয়ার বদলে সেই ওভারে ১৪ রান খরচ করেন দর্শন।
রুতুরাজ গায়কꦦোয়াড় ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ইনিংসের ১০.৩ ওভারে মোহিত শর্মার বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন গায়কোয়াড়। সাজঘরে ফ🐠েরার আগে ৪৪ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। কনওয়ের সঙ্গে ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করেন রুতুরাজ।
দর্শন পরে অজিঙ্কা রাহানের মূল্যবান উইকেটটি তুলে নিলেও ৪ ওভারে ৪৪ রান খরচ করেন। শুরুতেই রুতুরাজের উইকেট তুলে নিতে পারলে তাঁর বোলিং গড় তুলনায় ভালো হতো সন্দেহ নেই। তাঁর⭕ দল গুজরাট টাইটানসও তুলনায় ভালো জায়গায় থাকতে পারত। রুতুরাজের হাফ-সেঞ্চুরিতে ভর করে চেন্নাই শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করে।
সুতরাং, একটি নো-বলের কতবড় প্রভাব পড়তে পারে ম্যাচে, সেটা আরও একবার দেখা যায় চলতি আইপিএলে। বিষয়টা বোঝেন বলে🔥ই মহেন্দ্র ♑সিং ধোনি টুর্নামেন্টের একেবারে শুরুতেই চেন্নাইয়ের বোলারদের হুঁশিয়ারি দিয়ে রাখেন যে, নো-ওয়াইড না কমালে তাদের অন্য ক্যাপ্টেনের নেতৃত্বে মাঠে নামতে হতে পারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।