টিট ফর ট্যাট বোধহয়🦹 একেই বলে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটানস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে যে ছবি দেখা গেল, আগে এমনটা কখনও ঘটেছে কিনা সন্দেহ।
আসলে ম্যাচের দুই ইনিংসের শে🔜ষ ওভারে মোট ২৫ রান করে সংগ্রহ করে ব্যাটিং দল। কাকতলীয় বিষয় হল, শেষ ওভারে ৪🐬টি করে ছক্কা ও ১টি করে এক রান হয়। ১টি করে বলে কোনও রান ওঠেনি। শেষ ২টি বলে পরপর ছক্কার ক্ষেত্রেও হুবহু একই ছবি দেখা যায় ম্যাচের দুই ইনিংসে।
হায়দরাবাদ যখন ব্যাট করছিল, শেষ ওভার বল করতে আসেন গুজরাটের লকি ফার্গুসন। প্রথম বলে ছক্কা মারকো জানসেন। দ্বিতীয় বলে কোনও রান হয়নি। তৃত🌟ীয় বলে ১ রান নেন জানসেন। শেষ ৩টি বলে পরপর ছক্কা মারেন শশাঙ্ক সিং।
পরে গুজরাট যখন ব্যাট করতে নামে, শেষ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল তাদের। শেষ ওভারে মারকো জানসেনের প্রথম বলে ছক্কা মারেন রাহুল তেওয়াটিয়া। দ্বিতীয়💦 বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে🅰 ছক্কা মারেন রশিদ। চতুর্থ বলে কোনও রান হয়নি। শেষ ২টি বলে পরপর ছক্কা হাঁকান রশিদ খান।
আরও পড়ুন:- GT vs SRH: হার্দিꦑক ভেবেছিলেন টাই হবে, রাহুল-⛎রশিদের ওপর ভরসা রেখেছিলেন নেহরা
সুতরাং প্রথম ইনিংসে শেষ ওভারের ৬ꦗটি বলে ওঠে যথাক্রমে ৬, ০, ১, ৬, ৬, ৬ রান। দ্বিতীয় ইনিংসে শেষ ওভারের ৬টি বলে ওঠে যথাক্রমে ৬, ১, ৬, ০, ৬, ৬ রান। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের কোনও ম্যাচের উভয় ইনিংসের শেষ ওভার 💜দু'টিতে সাকুল্যে ৫০ রান ওঠা বিরল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।