'অদ্ভূত সিদ্ধান্ত', ঠিক এই ভাষাতেই ডেভিড ওয়ার্নারকে সানরাইজার্সের ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলার ঘটনাকে বর্ণনা করলেন সুনীল গাভাসকর। তিনি এটাও মেনে নিতে পারেননি যে, শুধু টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব কেড়ে নেওয়াই নয়, বরং অজি তারকাকে প্রথম একাদশ থেকেই বাদ দিয়ে দেওয়া হয়। সবকিছু দেখে-শুনে সানি প্রশ্ন তোলেন, যদি দলের খারাপ পারফর্ম্যান্সের জন🎃্য ক্যাপ্টেনের উপর কোপ পড়ে, তবে কোচকে ছেঁটে ফেলা হবে না কেন?
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পারফর্ম্যান্স ছিল সবথেকে খারাপ। তবে তাদের হারের ধারাবাহিকতার থেকেও বেশি চর্চায় উঠে আসে হঠাৎ করেই ওয়ার্ন🌄ারের হাত থেকে ক্যাপ্টেন্সি কেড়ে 🅷নেওয়া এবং রান করা সত্ত্বেও তাঁকে দল থেকে ছেঁটে ফেলার প্রসঙ্গ।
ট♛ুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার পর সানরাইজার্সের বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে কলম ধরলেন গাভাসকর। ওয়ার্নারের সঙ্গে অন্যায় করা হয়েছে কিনা এই চর্চায় যোগ দিয়ে কার্যত অজি তারকার পাশে দাঁড়ালেন সানি।
Sportstar-এ নিজের কলামে গাভাসকর লেখেন, ‘ওয়ার্নারকে শুধু ক্যাপ্টেন্সি থেকেই ছেঁটে ফেলা নয়, তাঁকে প্রথম একাদশ খেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করার সময় পাবে সানরাইজার্স। ওয়ার্নার রান করছিল, তবে আগের বছরগুলির মতো আগ্রাসী মেজাজে নয়। যদিও অন্যদের সহায়তায় ওই রানগুলিই মূল্যবান হয়ে দেখাꦍ দিতে পারত। শেষমেশ ওকে প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হয়, যেটা অদ্ভূত সিদ্ধান্ত ছিল। ক্যাপ্টেন্সির কথা বাদ দিলেও ওয়ার্নার একজন অনবদ্য ব্যাটসম্যান, যাকে দলের দরকার ছিল।’
সানি আরও লেখেন, ‘ওয়ার্নারকে ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলা সঠিক হয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে যে প্রশ্নটা ওদেꦕর জিজ্ঞাসা করা উচিত সেটা হল, যদি মাঝপথে ক্যাপ্টেন বদল করা যায়, তবে কোচের সঙ্গেও কেন একই ব্যবহার কর🧸া হবে না? ফুটবলে দল যখন খারাপ পারফর্ম্যান্স করতে শুরু করে, তখন ম্যানেজারকে বেরিয়ে যাওয়ার দরজা দেখিয়ে দেওয়া হয়। তাহলে ক্রিকেটেও কেন তা করা হবে না?'
শেষে গাভাসকর লেখেন, ‘সানরাইজারꦜ্স হায়দরাবাদের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ওরা নিশ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেলছে। টুর্নামেন্ট স্থগিত হওয়ার ফলে ওরা ঠান্ডা ম��াথায় নিজেদের সিদ্ধান্তের পর্যালোচনা করার সময় পাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।