বয়স নিয়ে খোঁচা, নির্বাসিত হওয়া, গত মরশুমে চূড়ান্ত ব্যর্থতা, সবকিছুকে পিছনে ফেলে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পুনরায় আইপিএল চ্যা♈ম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। একদিকে যেমন কেকেআরের পরিকল্পনা ও অধিনায়কত্ব করার পক্রিয়া নিয়ে প্রবল চর্চা হয়েছে, তেমনই তাঁর বিপরীতে চিরাচরিত মূল্যবোধের ওপর ভর করে জয় ছিনিয়ে নেওয়া সিএসকে যেন ক্রিকেটের ঠিক তাঁর বিপরীত।
গোটা মরশুমে কেকেআর ডাগ আউট থেকে দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানের উদ্দেশ্যে একাধিক বার্তা, নম্বরের মারফৎ তাঁকে প্রেরণ করা হয়েছে। এই নম্বরগুলি সাধা൩রণত কেকেআর অ্যানালিস্টের তরফে পরিসংখ্যান এবং অতীত রেকর্ড অনুযায়ী কোন সময়ে কাকে বল করাতে হবে, কি ফিল্ডিং সেট করতে হবে, সেই বার্তাই দেয়। গৌতম গম্ভীরের মতো বিশেষজ্ঞরা এই প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্রভাবে নিজের বিতৃষ্ণা প্রকাশ করেছেন। তাঁর এক সময়ের সতীর্থ ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়👍ে খেলা নাইট রাইডার্সকে খানিকটা খোঁচা দিয়েই সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দেন অত্যাধিক পরিসংখ্যান নয়, বরং সাফল্যের জন্য তাঁরা অভিজ্ঞতার ওপরই নির্ভর করেন।
সিএসকে কোꦰচ বলেন, ‘অভিজ্ঞতা ভীষণ মূল্যবান। যেসব ক্রিকেটাররা অতীতেও বিভিন্ন মুশকিল পরিস্থিতির মধ্য়ে দিয়ে গিয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে, দলে তাদের বিশাল বড় অবদান থাকে। আমরা সত্যি বলতে খুব বেশি পরিসংখ্যান বা নম্বারের দিকে নজর দিই না। নিজেদের অভিজ্ঞতা থেকে যেটা সঠিক মনে হয় সেটা করা এবং খেলোয়🙈াড়দের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি করাই আমাদের আসল লক্ষ্য। এটা পুরনো দিনের ধ্য়ানধারণা মনে হতে পারে, তবে আমাদের ক্ষেত্রে এটাই কাজে দিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।