অবশেষে জোস হ্যাজেলউডের পরিবর্ত খুঁজে পেল চেন্নাই সুপার কিংস। অজি পেসারের বদলে আর এক অসꩵ্ট্রেলিয়ানকে দলে নিল সিএসকে।
দীর্ঘদিন বায়ো-বা♛বলে থাকার ক্লান্তির জন্যই আইপিএল শুরুর ঠিক আগে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন হ্যাজেলউড। সিএসকে ফ্র্যাঞ্চাইজি হ্যাজেলউডের পরিবর্ত খোঁজা শুরু করে দেয় তড়িঘড়ি। যদিও সেই কাজে তাদের রীতিমতো হিমশিম খেতে হয়।
সিএসকের তরফে অস্ট্রেলিয়ার বিলি স্ট্যানলেক ও ইংল্যান্ডের রীস টপলিকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে খবর। তবে দু'জনেই ভারতে করোনার প্রকোপ বাড়ছে বলে সিএসকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, এমনটাই শোনা যায়। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সে খেলে যাওয়া অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফক♚ে দলে নেয় চেন্নাই🀅।
আইপিলের তরফে হ্যাজেলউডের পরিবর্তে জেসনের চেন্নাই দলে ঢুকে পড়ার খবর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়। পরে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তরফেও বেহরেনডর্ফের স্কোয়াডে যোগ দেওয়ার কথඣা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি 🐠করে জানিয়ে দেওয়া হয়।
৩১-এ পা দিতে চলা বাঁ-হাতি ꦿপেসার অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ১১টি ওয়ান ডে ও ৭টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬টি ও ৭টি। বেহরেনডর্ফ সব মিলিয়ে ৭৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৯০টি। ২০১৯ আইপিএলে মুম্বইয়ের হয়ে ৫টি ম্যাচে মাঠে নামেন জেসন। উইকেট নেন ৫টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।