করোনা যুদ্ধে ভারতকে জেতাতে 😼এ বার এগিয়ে এলেন দিল্লি ক্যাপিটালসের অজিঙ্কা রাহানে। ༒ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক রাহানে ৩০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন বলে জানা গিয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি খুবই জটিল আকার নিয়েছে। অক্সিজেনের অভাবটাই এখন যেন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়༺েছে। বহু রোগীই শুধুমাত্র অক্সিজেনে♒র অভাবেই মারা যাচ্ছেন। এই জটিল পরিস্থিতিতে আইপিএলের দলগুলি এবং ক্রিকেটাররা ব্যক্তিগত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এ বার সেই তালিকায় নাম যোগ হল অজিঙ্কা রাহানের।
একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, ‘মিশন বায়ুতে ৩০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করার জন্য ধন্যবাদ অজিঙ্কা রাহানে। আমরা এগুলি মহারাไষ্ট্রের যে এলাকাগুলি সবচেয়ে বেশি সংক্রমিত, সেই সব জায়গায় পাঠাব।’
ভারতে করোনার দ্বিতীয় ডেউ আছড়ে পড়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর হারও।🐎 প্রতিটি রাজ্যের যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মৃতদেহ সৎকার করাই দায় হয়ে উঠেছে। এই রকম পরিস্থিতিতে ভারতে আইপিএল চলা নিয়েই বিত🃏র্ক শুরু হয়ে গিয়েছে। তবে আইপিএলের সঙ্গে যুক্ত ক্রিকেটার এবং বিভিন্ন দলগুলি যে ভাবে করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছে, তাতে হয়তো সমালোচনার ঝড়টা একটু হলেও দমে যেতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।