আইপিএলের এই মরশুম🌜ে সবচেয়ে খারাপ পর্বের মধ্য দিয়ে যাচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত কোনও ম্যাচেই দলের বোলাররা গভীর ছাপ রাখতে পারেননি। এই মুহূর্তে মুম্বইয়ের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে মুম্বইয়ের বোলিং। মুম্বইয়ের বোলারদের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে দলে নতুন বোলার নেওয়ার কথা ভাবছে মুম্বই। আর তার জন্য দলের পুরনো পেসার ধবল কুলকার্নিতেই আস্থা রাখতে চাইছে মুম্বই।
আইপিএল ২০২২-এর মেগা নিলামে ধবল কুলকার্নিকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। যে কারণে চলতি মরশুমে তাঁকে ধারাভাষ্য করতে দেখা যাচ্ছে। আইপিএলের নিয়ম অনুয🍬ায়ী, কোনও খেলোয়♈াড়ের চোট লাগলে, তবেই তাঁর বদলি হিসেবে ধবল কুলকার্নিকে দলে নিতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স।
টাইমস অফ ইন্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্♛সের এক সূত্র বলেছেন, ‘এমআই অধিনায়ক রোহিত শর্মা তাদের পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য কুলকার্নি💜কে দলে নিতে আগ্রহী ছিলেন। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি। আর এ বার মুম্বই এবং পুনেতে আইপিএল হচ্ছে। তিনি জানেন, কী ভাবে এখানকার মাঠে বোলিং করতে হবে।’
আরও পড়ুন: হাফ ডজন ম্যাচে হার, মুম্বইয়ের পক্ষে প্লে-অফে ওঠা সম্ভব? কী বলছে অঙ্ক💫?
আরও পড়ুন: টানা ৬👍 ম্যাচে হার! কোহলিকে ছুঁলেন রোহিত
এই খেলোয়াড় ইতিমধ্যেই মুম্বই দলকে নিজেটা সেরাটা দিয়েছেন। তাঁকে ২০🎶২০ সালে মুম্বই ফ্র্যাঞ্চাইজি ৭৫ লাখে কিনেছিল। কুলকার্নি খুবই অভিজ্ঞ খেলোয়াড়। টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ক্ষমতা আছে। বোলিংয়ে নিজের দক্ষতা দিয়ে মুম্বই দলকে এই কঠিন সময়ে সাহায্য করতে পারেন ধবল। সে দিক থেকে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ফাস্ট বোলার ধবল কুলকার্নির অন্তর্ভুক্তি দলের জন্য উপকারী হতে পারে।
এর বড় কারণ, এখনও পর্যন্ত জসপ্রীত বুমরাহকে সাহায্য করার মতো কোনও বোলার নজর কাড়েননি। টাইমাল মিলস, বাসিল থাম্পি- প্রত্যেকেই বেশ খারাপ পারফর্ম করছেন। এমন পরিস্থিতিতে অন্য প্রান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ𒅌তে পারেন ধবল কুলকার্নি।
ধবল মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আর দলের বেশির ভাগ ম্যাচই ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে। এতে লাভবান হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। ধবল কুলকার্নির অনেক অভিজ্ঞতা আছে। যা ফ্র্যাঞ্চাইজির জয়ে কাজে আসতে পারে। তিনি আইপিএলে মোট ৯🌊২টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তার নামে ৮৬টি উইকেট রয়েছে। ১৪ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার। তবে প্রশ্ন হল, কার চোট দেখিয়ে ধবলকে দলে নেবে মুম্বই?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।