গতবছরের তুলনায় আইপিএল ২০২২-এর পুরস্কার মূল্যয় বিশেষ হেরফের করেনি বিসিসিআই। সামান্য কিছু রদবদল চোখে পড়েছে দলগত পুরস্কারের ক্ষেত্রে। ব্যক্তিগত পুরস্কাꦯরের ক্ষেত্রেও ছবিটা কার্যত একই রয়েছে।
গতবছরের মতো এবারও আইপিএলের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়া ২০ কোটি টাকা পুরস্কার মূল্য পকেটে পুরবে। রানার্স দল পাবে ১৩ কোটি টাকা। গতবারের তুলনায় রানার্স দলের পুরস্কার মূল্যের পরিমাণ ৫০ লক্ষ টাকা বাড়ানো হয়💜েছে। আইপিএল ২০২১-এ রানার্স দলকে দেওয়া হয়েছিল ১২ কোটি ৫০ লক্ষ টাকা।
গতবছর তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল সমান পুরস্কারমূল্য পেয়েছিল। গতবছর দুই দলকে দেওয়া হয়েছিল ৮ কোটি ৭৫ লক্ষ টাকা করে। এবার যদিও সেই পরিমাণ কমানো হয়েছে। এবার তৃতীয় স্থানাধিকারী, অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত দল পাবে ৭ কোটি টাকা। চতুর্থ স্থানাধিকারী, অর্থাৎ এলܫিমিনেটরে পরাজিত দল পাবে ৬ কোটি𓂃 ৫০ লক্ষ টাকা।
আইপিএল ২০২২-এর দলগত পুরস্কারমূল্য:-চ্যাম্পিয়ন দল: ২০কোটি টাকারানার্স দল: ১৩ কোটি টাকাতৃতীয় স্থানাধিকারী: ৭ কোটি টাকাচতুর্থ স্থানাধিকারী: ৬.৫ কোটি টাকা
আইপিএল ২০২২-এর ব্যাক্তিগত পুরস্কারমূল্য:-অরেঞ্জ ক্যাপ: ১৫ লক্ষ টাকাপার্পল ক্যাপ: ১৫ লক্ষ টাকাএমার্জিং প্লেয়ার: ২০ লক্ষ টাকামোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১২ লক্ষ টাকাম্য়াক্সিমাম সিক্সেস: ১২ লক্ষ টাকাগেম চেঞ্জার: ১২ লক্ষ টাকাসুপার স্ট্রাইকার: ১৫ লক্ষ টাকা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।