এ মরশুমের আইপিএলে প্রতিনিয়তই দর্শকসং⛎খ্যা কমেছে। এই নিয়ে বিসিসিআই গোটা টুর্নামেন্ট জুড়েই বেশ চিন্তায় ছিল। কিন্তু অবশেষে তাদের মুখে কিছুটা হাসি ফুটল। বুধবার (২৬ মে) রেকর্ড সংখ্যক দর্শক লখনউ সু𒀰পার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দেখল।
InsideSport-র রিপোর্ট অনুযায়ী, প্রথম এলিমিনেটরে আইপি♐এলের অনলাইন ব্রডকাস্টার ডিজনি+হটস্টারে একসঙ্গে সর্বোচ্চ ৮.৭ মিলিয়ন෴ দর্শক ম্যাচ দেখে। এই রেকর্ড আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এতদিন পর্যন্ত গত মরশুমে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৮.৩ মিলিয়ন দর্শকের একসঙ্গে ম্যাচ দেখাই রেকর্ড ছিল। তবে তা ভেঙে গেল। গত পাঁচ সপ্তাহে কিন্তু এই জনপ্রিয়তার কিছুই দেখা যায়নি। বরং ক্রমাগত পিছিয়েছে আইপিএল ব্রডকাস্ট করা স্টারের চ্যানেলগুলি।
দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের এ মরশুমে ডাহা ব্যর্থতাই দর্শকসংখ্যা এতটা কমার অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে। গত পাঁচ সপ্তাহের রেটিং অনুযায়ী, BARC DATA-র বি♈চারে আইপিএলের দর্শকসংখ্যা ২৮ থেকে ৩০ শতাংশ কমেছে। এদিকে এবারে স্টার তাদের চ্যানেলে অ্যাডের জন্য দাম ১৫ থেকে ২০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। তাই হতাশ বিনিয়োগকারীরা অনেকেই স্টারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছিলেন। এলিমিনেটরের এই পরিসংখ্যান তাই বিরাট খুশির খবর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।