রোহিত শর্মার মতোই ‘কুল’ তিনি। নিশ্চিতভাবে ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হবেন শ্রেয়স আইয়ার। এমনটাই মনে করছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচ অভিষেক নায়ার।
শ্রেয়সের অধিনায়কত্ব নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাইটদের সহকারী কোচ বলেন, ‘সত্যি কথা বলতে, কারও সঙ্গে ওর তুলনা করব না। আর আমি যদি করি, তাহলে সেটা ওর বিরক্তিকর লাগবে। ব্যক্তিত্ব এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর দিক থেকে রোহিতের সঙ্গে অনেক মিল আছে। যারা নিজের স্টাইলে খেলতে চায়, (রোহিতের মতোই) তাদের সেই সুযোগ দেয় ও এমন🅷 নয় যে কোনও খেলোয়াড়কে একটি নির্দিষ্ট ধরনের ক্রিকেট খেলতে বাধ্য করবে। মাঠে ও যেভাবে আত্মবিশ্বাসী থাকে এবং নিজের ব্যক্তিত্বকে সামলায়, তাতে আমার মনে হয়, ও আরও শক্তিশালী হয়ে উঠবে। অধিনায়ক হিসেবে ও যথেষ্ট নতুন। ওর এখনই যা অভিজ্ঞতা ও কেকেআরের নেতৃত্ব দানের মাধ্যমে (যে অভিজ্ঞতা সঞ্চয় করবে), তাতে ভবিষ্যতে নিশ্চিতভাবে অধিনায়ক হিসেবে ভারতীয় দলের জার্সি পরবে।’
এবার আইপিএলে কেকেআর অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন শ্রেয়স। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে বেশ নজর কেড়েছে তাঁর অধিনায়কত্ব। আগে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে। ইতিমধ্যে সেই শ্রেয়সের প্রশংসা করেছেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালা🐼মও।
তিনি বলেছিলেন, ‘শ্রেয়সকে আমি অত্যন্ꦫত উত্তেজিত। দীর্ঘদিন ধরেই আমি শ্রেয়সের প্রশংসা করে আসছি। পাঁচ বছর আগে ওর সঙ্গে দেখা হয়েছিল। আমাদের একসঙ্গে ছবি ছিল। ও দিল্লির হ♓য়ে খেলছিল। আমি গুজরাটের (গুজরাট লায়নস) হয়ে খেলছিলাম। আমরা নম্বর বিনিময় করেছিলাম। ওকে আমার নম্বর দিয়েছিলাম। কিন্তু ও কখনও আমায় ফোন করেনি। আমি পরে জিজ্ঞাসা করেছিলাম যে আমার ফোন করলে না? (শ্রেয়স) বলেছিল যে খুব ভয় পেত। আর এখন ও কেকেআরের অধিনায়ক।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।