মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস তাদের আইপিএলের ১৪ মরশুমের মধ্যে ১০ বারই ফাইনালে উঠল। নিঃসন্দেহে এর পিছনে বড় ভূমিকা রয়েছে অধিনায়ক ধোনির ঠাণ্ডা মাথা এবং তাঁর কৌশলের। চেন্নাইয়ের ইয়েলো ব্রিগেড মঙ্গল🐈বার গুজরাট টাইটান্সকে কোꦺয়ালিফায়ার ওয়ানে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছে। পঞ্চম বার চ্যাম্পিয়ন হওয়ার থেকে মাত্র এক কদম দূরে ধোনির চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন: আমি জানি, কোন জায়গা থেকে এসেছি, আজ যারা 🌜মাথায় তুলবে, কাল তারাই গালি দেবে: রিঙ্কু
ম্যাচ শেষ হও🐽য়ার পর ধোনি তাঁᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনের মেজাজেই ছিলেন। হাসিমুখে সই বিলোলেন। টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে জড়িয়ে ধরেন। খুনসুটি করেন। ধোনি মেয়ে জিভা এবং স্ত্রী সাক্ষীও সেই সেলিব্রেশনের সামিল হন। ছোট্ট জিভা তো হার্দিককে জড়িয়ে ধরে সান্ত্বনাও দেয়। টিম হোটেলে ফিরেও সিএসকে ব্রিগেড ছিল চনমনে। নাচতে নাচতে হোটেলে ঢোকেন ব্র্যাভো। ক্লান্ত থাকলেও ধোনিও সমর্থকদের হাত নাড়তে ভোলেননি। চেন্নাইয়ের খুশির টুকরো টুকরো কোলাজই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এদিকে, ২০২৩ আইপিএল ধোনির শেষ মরশুম হতে চলেছে কিনাꦯ, তা নিয়ে জোর আলোচনা চলছে। রবিবার (২৮ মে) আমদাবাদে আইপিএলের ফাই✤নালের পর হয়তো ভারতের প্রাক্তন অধিনায়ক এবং সিএসকে-র অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাঁর ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্তের কথা জানাতেও পারে।
তবে মঙ্গলবার কোয়ালিফায়ার ওয়ানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারানোর পর ধোনি কি🦄ছুটা ধোঁয়াশা রে🍒খে বলেছিলেন, ‘আমি জানি না পরের বছর ফিরব কি না। এখনও সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮ থেকে ৯ মাস সময় আছে। ছোট নিলাম ডিসেম্বরের কাছাকাছি হতে পারে, তা হলে এখন থেকে কেন চিন্তা বাড়াব? আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় আছে।’
আরও পড়ুন: নিজে ভা🐠লো খেললেও ফের ব্যর্থ RCB, রুটিন সান্ত্বনা বার্তা দিয়ে কাজ সারলেন কোহ﷽লি
ধোনি আরও যোগ করেছেন, ‘ডিসꦺেম্বরে ✨আবার ছোট নিলাম আছে। আমি সাধারণত জানুয়ারি মাস থেকে আমার প্রস্তুতি শুরু করি। এখন অন্য কোথাও খেলি না বলে সময় বেশি লাগে। সেই কারণে এখন এত কিছু ভাবতে চাইছি না। তবে আমি সব সময় চেন্নাইয়েই থাকব। সেটা খেলোয়াড় হিসাবেও হতে পারে। বা অন্য কোনও ভূমিকায়।’
এই নিয়ে 🃏দু’বছর হল আট দল থেকে দশ দলের আইপিএল হয়েছে তাই আবার ফাইনালে ওঠাকে আর সাধারণ কোনও ফাইনালে সঙ্গে তুলনা করা যাবে না বলেই মত মহেন্দ্র সিংহ ধোনির✨। তিনি বলেন, ‘আইপিএল এখন অনেক বড় হয়ে গিয়েছে। এটা স্রেফ আর একটা ফাইনালে ওঠা, এমন কথা এখন আর বলা যাবে না। আগে আট দলের প্রতিযোগিতা ছিল। এখন দশ দলের হয়েছে। ফলে সাধারণ একটা ফাইনালের মতো মোটেই নয়। দু’মাসের কঠোর পরিশ্রমের ফল এই ফাইনাল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।