মহেন্দ্র সিং ধোনির 🐭পরপর ২ বলে ছক্কা হাঁকানো দেখে কাচুমাচু মুখ হয়ে যায় লখনউ সুপার জায়ান্টসের পরামর্শদাতা গৌতম গম্ভীরের। প্রায় কেঁদে ফেলারই দশা হয় তাঁর। আসলে ধোনির সঙ্গে গম্ভীরের সম্পর্কের সমীকরণটা মোটেও ভালো নয়। সেই ধোনি ২০তম ওভারে খেলতে নেমেই পরপর দুই বলে ২টি ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের স্কোর 🔥২১৭ রানে পৌঁছতে সাহায্য করেন। এ ছাড়া এই ওভারে হয় আরও ২ রান। মোট ১৪ রান হয়েছিল ২০তম ওভারে। তার মধ্যে ধোনি একাই করেন ৩ বলে ১২ রান। আর এই রানটাই শেষ পর্যন্ত লখনউয়ের জন্য বেশি হয়ে যায়। কারণ কেএল রাহুলরা ২১৮ রান তাড়া করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে ফেলেছিলেন। ১২ রানেই হারতে হয় লখনউকে।
আরও পড়ুন: ১০২ মিটারের লম্বা ছক্কা- মরশুমের সবচেয়ে বড় ছয় হাঁকিয়ে চমক শিবম দুবে𓂃র
চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে 🌳২০১৯ সালের পর তাদের প্রথম বার 𝓰ঘরের মাঠে খেলতে নেমে দুরন্ত পারফরম্যান্স করেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯.১ ওভারে তারা ১১০ রান করে ফেলে। রুতুরাজ ৩১ বলে ৫৭ রান করেন। ২৯ বলে ৪৭ করেন ডেভন কনওয়ে। এ ছাড়াও ১৬ বলে ২৭ করেছেন শিবম দুবে। ১৩ বলে ১৯ রান করেছেন মইন আলি। ১৪ বলে অপরাজিত ২৭ করেছেন অম্বাতি রাইডু। আটে ব্যাট করতে নেমে ৩ বলে ১২ রান করেন ধোনি।
আর ফাইনাল ওভার ধোনির পরপর দু'টি ছক্কা হাঁকানো দেখে গম্ভীরের করুণ প্রতিক্রিয়ার ছবি নেটপাড়ায় ভাইরাল হতে বেশি সময় লা▨গেনি। ধোনি ক্রিজে নেমেই ঝোড়ো হাওয়া বইয়ে দেন। একুশের ঔদ্ধত্য নিয়েই চড়াও হন মার্ক উডের উপর। এই ৪১ বছর বয়সেও। লখনউয়ের প্রথম ম্যাচেই গতিতে দিল্লিকে গুঁড়িয়ে দিয়েছিলেন একাই মার্ক উড। সেই উডকেই সোমবার মাটিতে নামিয়ে আনেন ক্যাপ্টেন কুল। ৩ বলেই উডের বুকে কাঁপুনি ধরিয়ে দেন মাহি।
জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে লখনউও। ওপেনার কাইল মেয়ার্🅷স। আগের ম্যাচে দিল্লি ক্যাপ🥂িটালসের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচেও তিনি মাত্র ২১ বলে অর্ধশতরান করেন। যখন দেখে মনে হচ্ছিল, চেন্নাইয়ের হাত থেকে খেলা বেরিয়ে যাচ্ছে, তখনই মোক্ষম চাল দেন ধোনি। বাঁ হাতি মেয়ার্সের বিরুদ্ধে ডান হাতি অফ স্পিনার মইন আলিকে বলে আনেন ধোনি।
আরও পড়ুন: IPL 2023 Points Table: LSG-কে হারিয়ে বড় লাফ CSK-এর, ঘাড় ধরে নীচ🅘ে নামাল KKR-কে
৫৩ রানের মাথায় মেয়ার্সকে আউট করেন মইন। অধিনায়ক রাহু💯ল ও ক্রুণাল পাণ্ডিয়ারও উইকেট নেন মইন। মইনের শিকার হন ভয়ঙ্কর দেখানো মার্কাস স্টোইনিসও। ৪ উইকেট নিয়ে খেলার রাশ নিজেদের হাতে নেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। দীপক হুডাকে আউট করেন আর এক স্পিনার মিচেল স্যান্টনার। লখনউয়ের প্রথম ৫ উইকেটের সবগুলিই নেন স্পিনাররা।
খেলার ভাগ্য নির্ভর করছিল নিকোলাস পুরানের হাতে। ওয়েস্ট ইন্ডিজ়ের এই ব্যাটার ভাল খেলছিলেন। কিন্তু ৩২ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। পুরান আউট হওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি লখনউ। আয়ুশ বাদোনি ও কৃষ্ণাপ্পা গৌতম অনেক চেষ্টা করলেও, দ▨লকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ২০৫ রানে শেষ হয় লখনউয়ের ইনিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।