‘সব কিছু ঠিক আছে’, ছোট্ট টুইটেই রবীন্দ্র জাদেজা বুঝিয়ে দিলেন যে, সব কিছু ঠিক ছিল না মোটেও। বিশেষ করে হ্যাশট্যাগে ‘RESTART’ শব্দটি ব্যবহার করে জাদেজা সিলমোহর দিয়ে দেন যে, চেন্নাই সুপার কিংসের সঙ্গে একদা তাঁর সম্পর্কে চিড় ধরেছিল। তবে শেষম꧙েশ যাবতীয় তিক্ততা কেটে যাওয়ায় সꦜ্বস্তির নিঃশ্বাস ফেলেন চেন্নাই সমর্থকরা।
গত মরশুমে নেতৃত্বের ব্যাটন হাতে দিয়েও তাꩲ মাঝপথে কেড়ে নেওয়ার পর থেকেই চেন্নাইয়ের সঙ্গে সম্পর্কে অবনতি শুরু জাদেজার। পুরনো টুইট ডিলিট করা থেকে সিএসকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দূরত্ব বজায় রাখা, জাদেজার আচরণে ক্রমশ স্পষ্ট হচ্ছিল যে, তিনি চেন্নাই সুপার কিংস ছাড়তে চাইছেন। তবে সিএসকে তাঁকে ধরে রাখে নতুন মরশুমের জন্য।
বিতর্ক যাতে নতুন কোনও মোড় না নেয়, তাই আসরে নামেন জাদেজা নিজেই। মঙ্গলবার চেন্নাই তাঁকে নতুন মরশুমের জন্য ধরে রাখার পরে তারকা অল-রাউন্ডার সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তকে স্বাগত জানান ইঙ্গিতবহ ত✱িন শব্দের টুইটে। ক্যাপ্টেন ধোনিকে কুর্নিশ জানাচ্ছেন তিনি, টুইটারে এমন একটি ছবি পোস্ট করে জাদেজা লেখেন, ‘Everything is fine’।
উল্লেখ্য, জাদেজা ছাড়াও নতুন মরশুমের জন্য চেন্নাই সুপার কিংস ধরে রাখে মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, ꦫআম্বাতি রায়াড়ু, সুভ্রংশু সেনাপতি, মইন আলি, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গার্গেকর, ডোয়েন প্রিটোরিয়াস, মিচ🥃েল স্যান্টনার, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধরী, মাথিসা পথিরানা, সিমরজিৎ সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি ও মাহিশ থিকসানাকে।
আরও পডℱ়ুন:- IP𓃲L 2023 Player Retention Live: কোন দল কাদের ধরে রাখল, দেখে নিন সম্পূর্ণ তালিকা
সিএসকে তাদের স্কোয়🐲াড থেকে ছেড়ে দেয় অভিজ্ঞ ডোয়েন ব্র্যাভ🐈োকে। সেই সঙ্গে তারা ছেড়ে দিয়েছে অ্যাডাম মিলিন, হরি নিশান্ত, ক্রিস জর্ডন, ভগত বর্মা, কেএন আসিফ ও নারায়ন জগদীশানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।