আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপ🧸ার কিংস। সেই ম্যাচে চেন্নাই নাস্তানাবুদ হলেও ৫০ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ১৮৪ স্ট্রাইক রেটে ঝড় তুলেছিলেন রুতু। তাঁর ইনিংসে ছিল ৪টি চার এবং ৯টি ছক্কা।
সোমবার চেন্নাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ চিপকে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। এই ম্যাচেও ওপেন করতে নেমে দুরন্ত ছন্দে ৩১ বলে ৫৭ রান করেন রুতুরাজ। সেই সঙ্গে চেন্নাইয়ের ভিত তিনি মজবুত করে দেন। ডেভন কনওয়েকে নিয়ে প্রথম উইকেটে ১১০ℱ👍 রান যোগ করেন।
আরও পড়ুন: ধোনির পরপর জোড়া ছক্কা দেখে প্রায় কেঁদে ফেলার দশা হয় গম্🥃ভীরের, ভাইরাল গোতির মিম
এ বার আইপিএলে রুতুরাজ এখনও পর্যন্ত ধারাবাহিকতা দেখিয়েছে🐲ন। এবং সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় একে রয়েছেন রুতুরাজ। দুরন্ত থাকা ব্যাটার এ দিকে সোমবার ম্যাচের পর বলে দিয়েছেন, তাঁর অনুপ্রেরণা একেবারেই মহেন্দ্র সিং ধোনি নন। বরং সুরেশ রায়না।
লখনউ সুপার জায়া🥂ন্টসকে ১২ রানে হারানোর পর, ম্যাচ পরবর্তী একটি অনুষ্ঠানে সুরেশ রায়নার সামনেই বলে দেন, তিনি তাঁর অনুপ্রেরণা। যে ভাবে সিএসকে-র জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্স রায়না করে গিয়েছেন, একই ভাবে রুতুরাজও সেই রকমই পারফরম্যান্স করে যেতে চান।
আরও পড়ুন: প্রথম ১০ বলে করলেন ৫ রান, শেষ ৫ বলে ༺শিবমের সংগ্রহ ৬-৪-৬-৬, হাঁকালেন ১০২ মিটারের ছয়ও
রুতুরাজ দাবি করেন, ‘আমি জানি না, রায়না ভাই জানে কিনা, কিন্তু ও-ই আমার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা। রায়না ভাই টানা সিএসকে-র হয়ে খেলেছে। এবং চেন্নাইয়ের হয়ে যে ভাবে আনুগত্য দেখিয়েছে, প্রথম꧅ ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত ও ধারাবাহিক ভাবে খেলে গিয়েছে। কখনও এমনটা হয়নি একটি মরশুম ভালো খেলল, তো অন্য মরশুম খারাপ খেলল। যবে থেকে খেলেছে, ওর শেষ দিন পর্যন্ত ধারাবাহিক ভা😼বে পারফরম্যান্স করে গিয়েছে। চেন্নাই টিমের জার্সিতে নামলেই মনে হয়, রায়না ভাইয়ের মতোই হব। চেন্নাই সুপার কিংসের হয়ে ধারাবাহিক ভাবে ভালো খেলব। যেমন রায়না ভাই এত বছর করে এসেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।