আউট হয়েও, প্রাণে বাঁচলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর ব্য🎉াটে লেগে বল দিব্যি হাওয়ায় উঠেছিল। ফিল্ডার ক্যাচও ধরেছিলেন। বোলারের তরফে নো-বলও ছিল না। তার পরেও কেন আঙুল তুললেন না আম্পা🉐য়ার?
শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লির ম্যাচে এক আজব ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে দিল্লির ইনিংসের ১৭তম ওভারে। মুরুগা💧ন অশ্বিনের বল কভার এলাকার উপর দিয়ে মারতে গিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু ব্যাটে-বলে ♑ঠিকঠাক লাগেইনি। ফলে বল অনেক উপরে উঠে যায়। ৩০ গজ বৃত্তের বাইরে সেই ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। কিন্তু আউট দিলেন না আম্পায়ার।
আরও🐟 পড়ুন: নিজে মুম্বই๊য়ের বলে WC একাদশে শার্দুলকে রাখছেন- মঞ্জরেকরকে মোক্ষম খোঁচা শ্রীকান্তের
আসল কারণটা একেবারেই ক্রিকেটের নিয়মে মোড়া। ভুলটা করেছিলেন যশস্বী। যখন মুরুগান বল করছিলেন, তখন ৩০ গজ বৃত্তের বাইরে ছিলেন যশসജ্বী। তিনি সময়ের মধ্যে বৃত্তের ভিতরে ঢুকতে পারেননি। ফলে বল করার সময়ে ৩০ গজ বৃত্তের ভিতরে মাত্র ৩জন ফিল্ডার ছিলেন। ক্রিকেটের নিয়মে বোলার বল করার সময় অন্তত ৪জন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের মধ্যে থাকতেই হবে। নইলে নো বল ডাকবেন আম্পায়ার। এ ক্ষেত্রেও সেটাই হয়েছে। যে কারণে꧟ প্রাণে বাঁচেন ওয়ার্নার। তবে প্রাণ ফিরে পেলেও লাভের কীর্তন কিছুই হয়নি।
সেই সমꦑয়ে ওয়ার্নার ৬১ রানে ব্যাট করছিলেন। পরে তিনি ১৯তম ওভারের শেষ বলে ৬৫ (৫৫ বল) করে আউট হন। এবং দিল্লিকে তিনি ম্যাচও জেতাতে পারেননি। এ বারের আইপিএলের শুরুতে হারের হ্যাটট্রিক করে ফেলল দিল্🧔লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালস জিতল ৫৭ রানে।
টস জিতে দিল্লি🎉 ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান দুরন্ত শুরু করেন। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জোস বাটলার মিলে প্রথম উইকেটে ৯৮ রান করেন। ৩১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন যশস্বী। আর আঙুলের চোট নিয়েই বাটলার ৫১ বলে ৭৯ রান করেন। রাজস্থানের ওপেনিং জুটিই ভিত মজবুত করে দেয়। এর পর ২১ বলে অপরাজিত ৩৯ করেন শিমরন হেতমায়ের। তাঁর সঙ্গে ৩ বলে ৮ করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। নির্দিষ্🔯ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে রাজস্থান। দিল্লির মুকেশ কুমার ২ উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার🌜ে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানেই শেষ হয় দিল্লির ইনিংস। ওয়ার্নারের ৬৫ ছাড়া ২৪ বলে ৩৮ করেছেন ললিত যাদব। ১২ বলে ১৪ করেছেন রিলি রসৌ। বাকিদের বেহাল দশা। বাকিরা কেই দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। রাজস্থানের ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহাল ৩টি করে উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ২টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।