আগে আইপিএলে দল ব্যর্থ হলে কোপ পড়ত ক্যাপ্টেনদের ঘাড়ে। দীনেশ কার্তিক থেকে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন থেকে ইয়ন মর্গ্যান, দলের ব্য়র্থতায় কোণঠাস🍌া হওয়া ক্যাপ্টেনদের তালিকা আইপিএলে দীর্ঘ। তবে সাম্প্রতিক সময়ে বদলেছে সেই ট্রেন্ড। এবার দলের ব্যর্থতায় কোচ বদলের হিড়িক দেখা যাচ্ছে ইন্ডিয়ানܫ প্রিমিয়র লিগে।
দিল্লি ক্যাপিটালস হেড কোচ 🔥পন্টিংকে ধরে রাখলেও আইপিএল ২০২৩-এর পরে ছেঁটে ফেলে দুই সহকারী কোচ শেন ওয়াটসন ও অজিত আগরকরকে। আগরকর অবশ্য জাতীয় দলের নির্বাচক প্রধানের দায়িত্ব নেবেন বল൩েই দিল্লি শিবির থেকে সরিয়ে নেন নিজেকে।
কোচ বদলেছে আরসিবি। তারা মাইক হেসন ও সঞ্জয় বাঙ্গারকে ছেড়ে দিয়ে লখনউ সুপার জায়ান্টসের অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড ক🌳োচ করেছে। এবার সানরাইজার্স হায়দরাবাদ তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করল। সানরাইজার্স ব্রা🐭য়ান লারাকে ছেড়ে দিয়ে তাঁর জায়গায় দলের হেড কোচ নিযুক্ত করে ড্যানিয়েল ভেত্তোরিকে।
সোমবার সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে ক্যারিবিয়ান কিংবদন্তি লারাকে ছাঁটাই করার কথা জানিয়ে দেওয়া হয়। ঠিক তার পরেই প্রাক্তন কিউয়ি তারকা ভেত্🍃তোরিকে নতুন কোচ করার কথা ঘোষণা করে এসআরএইচ।
লারার সঙ্গে সানরাইজার্সের চুক্তি ছিল ২ বছরের। সেই চুক্তি শেষ হয় আইপিএল ২০২৩-এর পরেই। অন্যদিকে ভেত্তোরি ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হে𒐪ড কোচ ছিলেন। তিনি আপাতত অস্💙ট্রেলিয়ার জাতীয় দলের সহকারী কোচের ভূমিকা পালন করছেন।
গত ছয় মরশুমে এই নিয়ে চারবার কোচ বদল করল সানরꦯাইজার্স হায়দরাবাদ। ২০১৯ পর্যন্ত প্রথম দফায় হায়দরাবাদকে কোচিং করানোর পরে টম মুডি ২০২২ সালেও দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। মাঝে ২০২০ এবং ২০২১ সালে হায়দরাবাদের কোচ ছিলেন ট্রেভর বেলিস। ব্য়াটিং কোচ থেকে ২০২৩ আইপিএলে সানরাইজার্সের হেড কোচের পদে উন্নীত হন ব্রায়ান লারা। তবে ১টি মরশুম হটসিটে কাটিয়েই বিদায় নিতে হল ক্যারিবিয়ান তারকাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।