এ বার থেকে আর ২ মাস ধরে আইপিএল হবে না। ২০২৩ সাল থেকে আড়াই মাস ধরে চলবে আইপিএল টুর্নামেন🧸্ট। পরবর্তী আন্তর্জাতিক ক্যালেন্ডারে আইপিএল-এর জন্য প্রায় দশ সপ্তাহের উইন্ডো🎐 থাকবে। রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
তবে সময় বড়ানো হলেও বা💧ড়ছে না দল সংখ্যা। তিনি জানিয়েছেন, ১০ দলেই এ🦩ই টুর্নামেন্ট হবে। এখনই টুর্নামেন্টে নতুন করে কোনও ফ্রাঞ্জাইজি বাড়ানোর পরিকল্পনা নেই বোর্ডের।
আরও পড💫়ুন: অধিনায়কত্বে IPL-এর পর ভারতের হয়েও লেটার মার্কস, হার্দিক কি রোহিতের উত্তরসূরী?
রয়টার্সকে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘আমরা আইসিসি এবং অন্যান্য বোর্ডের সঙ্গে কথা বলছি আইপিএল-এর একটা এক্সক্লুসিভ উইন্ডোর জন্য। আমি নিশ্চিত করছি, আইসিসি'র পরবর্তী এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) ক্যালেন্ডারে আইপিএল-এর জন্য আড়াই মাসের উইন্ডো থাকবে, যাতে বিশ্বের সেরা ক্রিকেটাররা এই প্রতিযোগীতায় অংশ নিতে পারেন। যেহেতু এই টুর্নামেন্ট জনপ্ꦫরিয় এবং সবাইকেই সুবিধে দেয়, তাই আইসিসি এবং অন🌜্যান্য বোর্ডের থেকে আমরা এই বিষয়ে সমর্থন পেয়েছি।’
আরও পড়ুন: IPL-এর ♓পারফরম্যান্সই ধরে রাখার চেষ্টা করেছি, নজির গড়ে অমায়িক দীপক
এই মুহূর্তে আইপিএল আয়োজিত হয় দুই মাসের কিছু বেশি সময় ধরে। ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে। বর্তমানে আইপিএল-এর প্রতি মরস𓆉ুমে খেলা হয় ৭৪টি করে ম্যাচ, সেটা বেড়ে হবে ৯৪টি ম্যাচ। ২০২৪ থেকে ২০৩১-এর এফটিপি ক্যালেন্ডারের বিষয়ে আগামী মাসে আলোচনায় বসতে পারে আইসিসি। বিশ্ব ক্রিকেটের ধনীতম বোর্ড বিসিসিআই এই মাসে আগামী পাঁচ বছরের জন্🍌য আইপিএল-এর সম্প্রচারকারী স্বত্ব বিক্রি করে ৬.২ বিলিয়ন ডলার ঘরে তুলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।