ফের জোফ্রা আর্চারকে মিস করল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২৩-এর ৩৫তম ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে খেলতে পারলেন না জোফ্🤪রা আর্চার। এদিনের ম্যাচে টস করতে নেমে এই তথ্য জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এদিনের ম্যাচে মুম্বই টসে জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়।
আরও পড়ুন… WTC ফাইনালের কথা মাথায় রেখে কিপিংটা শুরু কর🍌ুক কেএল রাহুল- হর্ষ ভোগলের পরামর্শ
টসের পর মুম্বই অধিনায়ক রোহিত বলেন, আমরা প্রথমে বল করব। আমরা পিচ পরিদর্শন করেছি, এটা কঠিন ছিল। এখানে প্রচুর জল রয়েছে। আমরা শর্তগুলো ব্যবহার করতে চাই। ভালো শুরু করার চেষ্টা করব এবং খেলাটা কেমন হয় সেটাই দেখার। তবে এর মাঝেই সঞ্চালক তাঁকে দলের একাদশ সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন রোহিত বলেন, ‘আমরা দলে ২টি পরিবর্তন করেছি - হৃতি🍬ক শোকিন শেষ খেলা থেকে বাদ পড়েছেন। মাঠে দেখা যাবে কুমার কার্তিকেয়কে। অন্য দিকে জোফ্রার শরীর ভালো নেই, তাঁর জায়গায় রিলি মেরেডিথ দলে ফিরছেন।’
আরও পড়ুন… DC-র ওপেনিং-এর জন্য শেন ওয়াটসন ভালো বিকল্প- সৌরভের দিল্লিকে নিয়ে হরভজনের 🍬কটাক্ষ
এখনও পর্যন্ত ২০২৩ আইপিএল-এ সাতটি ম্যাচ খেলতে মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। যার মধ্🍌যে তারা ৩টি ম্যাচ জিতে লিগ টেবিলের ৬ পয়েন্ট পেয়েছে। যদি তারা আজকের ম্য়াচ জেতে তাহলে তারা তা🀅দের পয়েন্টের ঝুলিতে ৮ পয়েন্ট সংগ্রহ করবে। তবে এই সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে খেলতে নেমেছেন জোফ্রা আর্চার। সেই কারণেই জোফ্রাকে নিয়ে উঠছে বহু প্রশ্ন। তাহলে কি মুম্বই-এর এই প্লেয়ারের প্রতি খরচ করা কি ক্ষতি হল। এখন সময়ই বলবে আর্চারকে দলে রেখে মুম্বই ঠিক করেছে নাকি ভালো করেছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
দেখে নিন দুই দলের প্রথম একাদশ-
গুজরাট টাইটানসের একাদশ- ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক🍸), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, র♛াহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, মোহিত শর্মা
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ- রোহিত শর্মা 🥃(অধিনায়ক), ইশান কিষাণ (উইকেট-রক্ষক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যཧাদব, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, কুমার কার্তিকেয়, অর্জুন তেন্ডুলকর, রিলি মেরেডিথ, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ।
এই খবরটি আপনি পড়তে পারে♐ন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।