দল গড়ার কাজে বরাবর চমক দেয় কলকাতা নাইট রাইডার্স। আনকোরা ক্রিকেটাꦜরদের স্পটলাইটে আনতে কেকেআরের জুড়ি নেই। সেই ট্র্যাডিশন বজায় রাখল কলকাতা। শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলার মাঝেইﷺ নাইট শিবির তাদের স্কোয়াডে স্বাগত জানায় নতুন সদস্যকে।
কেকেআর দলে নেয় তরুণ অল-রাউন্ডার আর্য দেশাইকে। এর আগে কোনও দলের হয়ে আইপিএল খেলা তো দূরের কথা, রাজ্যদলের হয়ে এখনও কোনও টি-২০ ম্যাচ খেলেননি তিনি। সিনিয়র ক্রিকেটে অভিজ্ঞতা বলতে গুজরাটের হয়ে মোটে ৩টি ফার্স্ট ꩵক্লাস ম্যাচের।
৩টি ফার্স্ট ক্লাস ম্যাচের ৬টি ইনিংসে ব্যাট করতে নেম𒆙ে আর্য ২৫.১৬ গড়ে সাকুল্যে ১৫১ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৮ রানের। ৩টি ইনিংসে সাকুল্যে ৯ ওভার বল করেও কোনও উইকেট পাননি তিনি। উল্লেখ্𝐆য়, আর্য দেশাই বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি ডানহাতে অফ-স্পিন বল করেন। তরুণ অল-রাউন্ডারকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় কলকাতা।
কেকেআর ইতিমধ্যেই আনকোরা সুয়াশ༺ শর্মাকে চলতি আইপিএলে মাঠে নামিয়েছে, যিনি এখনও পর্যন্ত বিসিসিআইয়ের কোনও ঘরোয়া টুর্নামেন্টে মাঠে নামেননি। অর্থাৎ, জাতীয় স্তরে ঘরোয়া ক্ꦚরিকেট খেলার অভিজ্ঞতা ছাড়াই সুয়াশ আইপিএল খেলার সুযোগ পেয়েছেন।
যদিও আর্য দেশাইকে দলে নেওয়ার দিনে কেক🤡েআরকে হায়দরাবাদের কাছে হারের মুখ দে🐽খতে হয়। ইডেনে শুরুতে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। হ্যারি ব্রুক অপরাজিত ১০০, এডেন মার্করাম ৫০ ও অভিষেক শর্মা ৩২ রান করেন।
জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে কেকেআর থেমে যায় ৭ উইকেটে ২০৫ রানে। ২৩ রানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ। নীতিশ রানা ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪১ বল💯ে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। রিঙ্কু সিং নট-আউট থাকেন ব্যক্তিগত ৫৮ রানে। ৩১ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।
কেকেআরের পরিবর্তিত স্কোয়াড:- নীতিশ রানা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, হর্ষিত রানা, জেসন রয়, কুলবন্ত খেজরোলিয়া, লিটন দাস, লকি ফার্গুসন, মনদীপ🐭 সিং, নারায়ন জগদীশান, রহমানউল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, সুয়াশ শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (চোটের জন্য ছিটকে গিয়েছেন), শাকিব আল হাসান (এবছর সরে দাঁড়িয়েছেন) ও আর্য দেশাই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।