বারবার একই ভুল করলে তো হারতে✤ হবেই। ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে বিধ্বস্ত হয়ে এমনটাই উপলব্ধি নাইট রাইডার্স দলনাꦚয়ক নীতিশ রানার। তিনি স্পষ্ট দাবি করেন যে, নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারেননি তারা।
হারের কারণ দর্শাতে গিয়ে একবার বোলারদের নিয়ে ক্ষোভ উগরღে দেন, তো পরক্ষণেই ব্যাটসম্যানদের দিকে তোপ দাগেন রানা। স্পষ্ট বোঝা যায় যায় যে টানা চার ম্যাচে হেরে ভেঙে গিয়েছে কেকেআরের মনোবল। প্রথমত, পিচ যত ভালোই হোক না কেন, ২০ ওভারে ২৩৫ রান খরচ করা মেনে নেওয়া কঠিন বলে মন্তব্য করেন নীতিশ। পরে ব্যাটসম্যানরা পাওয়ার প্লে-তে রান তুলতে না পরার ফলেই যে তাদের হারতে হয়েছে, এমনটাও কার্যত দাবি করেন তিনি।
ম্যাচে🐻র শেষে নাইট অধিনায়ক বলেন, ‘এই হার হজম করা 🍎মুশকিল। এত ভালো দলের বিরুদ্ধে এই পিচে ২৩৬ রান তাড়া করা সবসময় কঠিন। বিশেষ করে যখন আমরা পাওয়ার প্লে-তে ভালো খেলতে পারিনি, তখন এত রান তাড়া করা আরও মুশকিল।’
দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য রাহানেকে কৃতিত্ব দিয়েও নীতিশ বোলারদের রান খরচের বহর নিয়ে বলেন, ‘কৃতিত্ব দিত🌊ে হবে রাহানেকে, আজ ও যেমন ব্যাট করেছে, একেবারে নিজের ইচ্ছে মতো টেনে নিয়ে গিয়েছে ম্যাচ। তবে যেমন পিচই হোক না কেন, ২০ ওভারে ২৩৫ রান খরচ করা মেনে নেওয়া কঠিন।’
ধারাবাহিকভাবে নিজেদের ব্যর্থতার কারণ বর্ণনা করতে গিয়ে রানা বলেন, ‘ইতিবাচক দিক অবꦇশ্যই কিছু রয়েছে। আগেও যতগুলো ম্যাচ খেলেছি, সবেতেই কিছু ইতিবাচক দিক ছিল। ইতিবাচক দিকের কথা যদি বাদ দিই, তবে য𒁃ে সব জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোয় আমরা উন্নতি করতে পারনি। যদি এত বড় টুর্নামেন্টে এত বড়বড় দলের বিরুদ্ধে একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকো, তবে সব সময় ম্যাচ হেরে মাঠ ছাড়তে হবে, এটা আমার ধারণা।’
নাইট দলনায়ক কার্যত স্বীকার নেন যে, পা🌼ওয়ার প্লে-তেই ম্যাচ অর্ধেক হেরে বসেছিলেন তাঁরা। তাঁর কথায়, 'এত রান তাড়া করতে নামলে পাওয়🐠ার প্লে-র সুবিধা কাজে লাগাতে হয়। যদি প্রথম ৬ ওভারে পর্যাপ্ত রান না তুলতে পারো, তবে সবসময় খেলায় পিছিয়ে থাকতে হবে। তার পরে গোটা দু'য়েক উইকেট হারিয়ে বসলে পার্টনারশিপ তৈরি করার জন্য পাঁচ-দশটা বল খরচ হয়ে যায়। ফলে চাপ আরও বাড়ে। তাই প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।