‘আন্ডারডগ’ তকমা নিয়ে আজ আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে চলেছেন নীতীশ রানারা। যে ম্যাচের আগে চোটের সমস্যায় ভুগছেন দুই দলই। চোটের জন্য কেকেআরের অধিনায়ক তথা ব্যাটিংয়ের সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্তম্ভ শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। সেই পরিস্থিতিতে ব্যাটিংয়ে শ্রেয়সে🐠র বিকল্প খুঁজতে হবে নীতীশ ও কেকেআরের হেডস্যার চন্দ্রকান্ত পণ্ডিতকে। অন্যদিকে, চোটের জন্য পঞ্জাবের দলে নেই লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো (ছাড়পত্র পাননি আইপিএলে খেলার)। সেই পরিস্থিতিতে মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটারের সন্ধান করতে হবে ট্রেভর বেলিসদের। তাঁদের অনুপস্থিতিতে পঞ্জাবের ব্যাটিংয়ের বাড়তি চাপ পড়বে ভানুকা রাজাপক্ষে এবং শিখর ধাওয়ানের উপর।
মোহালির পিচ
২০১৯ সালের পর এই প্রথম মোহালিতে আইপিএলের ম্যাচ হতে চলেছে। যে মোহালির পিচে বরাবর বাউন্স কিছুটা বেশি♕ থাকে। ফলে পেসাররা সহায়তা পান। যেহেতু বৃষ্টি হয়েছে, তাই পেসার কিছুটা সহায়তা পেতে পারেন।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ (প্রথমে ব্যাটিং)
এন জগদীশন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মনদীপ সিং, শার্দুল ঠাকুর, ♏সুনীল নারিন, উমেশ যাদব🐼, লকি ফার্গুসন/টিম সাউদি।
মোহালিতে বৃষ্টি হওয়ায় টসে জিতে কেকেআর ব্যাটিং করলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-র নিয়মটা অত্যন্ত ꦐগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পিচে যদি পেসাররা বাড়তি সুবিধা পান, তাহলে কেকেআর ব্যাটিং শক্তিশালী করতে চাইবে। সেক্ষেত্রে স্পিনার সুয়েশ শর্মা বা বরুণ চক্রবর্তীর জায়গায় পঞ্জাবের ছেলে মনদীপ সিংকে নামানো হতে পারে। আবার বোলিংয়ের সময় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-র নিয়মের সুযোগে সুয়েশ বা বরুণকে নামিয়ে বাজিমাত করার চেষ্টা করতে পারে কেকেআর।
আরও পড়ুন: IPL 2023: ধোনির কাছেও এটা নতুন ব𒁃িষয়! IPL-র নয়া নিয়ম নিয়ে 👍কড়া জবাব KKR অধিনায়ক
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ (প্রথমে বোলিং)
বৃষ্টি হওয়ায় পিচে যদি পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকে, তাহলে কেকেআর একটি বড় পদক্ষেপ করতে পারে। উমেশ, টিম সাউদি এবং লকি ফার্গুসনকে একসঙ্গে খেলিয়ে দেখতে পারে কেকেআর। উমেশ এবং সাউদি সুইং পাবেন। ব্যাটিংয়ের সময় কোনও বোলারকে (সুয়েশ বা বরুণ) তুলে নিয়ে মনদীপ সিংকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামাতে পারে। সেক্ষেত্রে কেকেআরের সম্ভাব্য একাদশ হল -&♋nbsp;
এন জগদীশন (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, উমেশ যাদব, লকি ফার্গুসন, টিম সাউদি এবং সুয়েশ শর্মা/বরুণ চক্রবর্তী।
পঞ্জাব কিংসের প্রথম একাদশ (প্রথমে ব্যাটিং)
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা (উইকেটকিপার), সিকন্দর র✃াজা, স্যাম কারান, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার এবং ꦓআর্শদীপ সিং।
আরও পড়ুন: PBKS vs KKR: মোহা♕লিতে বৃষ্টির বড় সম্ভাবনা রয়েছে, ভেস্তে যেতে পারে ম⭕্যাচ
পঞ্জাবের ব🍸োলিং লাইন-আপ বেশ শক্তিশালী। ব্যাটি𒆙ং বিভাগও খারাপ নয়। ধাওয়ানরা যদি প্রথমে ব্যাট করেন, তাহলে বোলিংয়ের সময় রাজাপক্ষের জায়গায় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসকে নামানো হতে পারে।
পঞ্জাব কিংসের প্রথম একাদশ (প্রথমে বোলিং)
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সিকন্দর রাজা, স্যাম কারান, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, রাহুল চাহ꧑ার, নাথান এলিস এবং 𝓡আর্শদীপ সিং।
পঞ🐻্জাব যদি প্রথমে বোলিং করে তাহলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে শ্রীলঙ্কার বিধ্বংসী ভানুকা রাজাপক্ষেকে ব্যবহার করতে পারে। প্রথম ইনিংসে বল করবেন এলিস, চাহাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় য꧂ে কোনও একজনের পরিবর্তে রাজাপক্ষেকে নামাতে পারে পঞ্জাব।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।