বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখে আঙুল নিয়ে দর্শকদের চুপ করিয়েছিলেন গৌতম গম্ভীর। এবার লখনউয়ের একানা স্টেডিয়ামে যেন 'প্রতিশোধ' নিলেন বিরাট কোহলি। সোমবার লখনউ সুপার জায়েন্টসের (এলএসজি) বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় গ্যালারির দিকে মুখ করে মুখে আঙুল দেখান রয়ꦿ্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) তারকা। যে দুটি ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বলতে শুরু করেছেন, এটা পুরোপুরি দিল্লির ছেলেদের কীর্তি। আর মাঠে গম্ভীর এবং কোহলির মধ্যে ঝামেলার তো একটা ইতিহাস আছেই।
সোমবার একানা স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় ꧅উইরকেটে ১২৬ রান তোলে আরসিবি। ১২৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই হোঁচট খেতে থাকে লখনউ। তারইমধ্যে ৩.৩ ওভারে আউট হয়ে যান লখনউয়ের ব্যাটার ক্রুণাল পান্ডিয়া। সেইসময় লখনউয়ের স্কোর ছিল ১৯ রানে দুই উইকেট। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্রুণালের ক্যাচ ধরেন বিরাট। সেই ক্যাচের পরই গ্যালারির দিকে মুখে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। শুধু তাই নয়, যখনই লখনউয়ের উইকেট পড়েছে, তখনই চরম আগ্রাসী সেলিব্রেশন মেতে উঠেছেন।
তবে নেটিজেনদের সবথেকে বেশি নজর কেড়েছে বিরাটের সেই মুখে আঙুল দেওয়া সেলিব্রেশন। কারণ প্রথম লেগের ম্যাচে আরসিবিকে শেষ বলে এক উইকেটে হারানোর প🌜র ঠিক এভাবেই মুখে আঙুল দিয়ে চিন্নস্বামীর গ্যালারির দিকে ইঙ্গিত করেছিলেন লখনউয়ের হেড কোচ গম্ভীর। আর এবার কোহলির ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্যালারির দিকে 'ফ্লাইং কিস' ছুড়ছেন বিরাট। তারপর বুক চাপড়াতে থাকℱেন। যেখানে আরসিবির এমব্লেম ছিল। তারপর ফের 'ফ্লাইং কিস' ছুড়ে দেন। মুখে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন। সেইসঙ্গে যে অঙ্গভঙ্গি করেন, তাতে বার্তাটা স্পষ্ট ছিল, 'আমি এখানে আছি।'
এমনিতে মাঠের মধ্যে গম্ভীর এবং বিরাটের আগেও ‘টক্কর' হয়েছে। সেইসময় কলকাতা নাইট রাই🔯ডার্সে (কেকেআর) খেলতেন গম্ভীর। ২০১৩ সালে আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্যাচের সময় দু'জনের ঝামেলা হয়েছিল। তবে পরে একটি সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছিলেন, মাঠের উত্তাপের মধ্যে সেই কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু সেটা কখনও ব্যক্তিগত পর্যায়ে পৌঁছায়নি।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারে♕ন H🎶T App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।